Nature & Flower Photography

in hive-129948 •  3 years ago 

আসলে প্রকৃতির সান্নিধ্য আমি ভীষণভাবে উপভোগ করি । আর ফুলের কথা কি আর বলবো । দুনিয়ার মধ্যে সব চাইতে সৌন্দর্য্যের ও পবিত্রতার প্রতিরূপ হলো এই ফুল । কিন্তু, দুঃখের বিষয় ফুল আমার খুবই ভালো লাগা সত্ত্বেও প্রায় অধিকাংশ ফুলের নাম আমি জানি না । ভাবছি এখন থেকে এ ব্যাপারে একটু টুকটাক জ্ঞান আহরণ করা শুরু করলে কেমন হয় । প্রকৃতির মধ্যে আমার সব চাইতে প্রিয় হলো বন-জঙ্গল আর নদী । ঘন্টার পর ঘন্টা নদীর ঘাটে কাটানো কিংবা জঙ্গুলে জায়গায় টো টো ঘুরে বেড়ানোর মধ্যে সত্যি দারুন একটা মজা আছে । দারুন এনজয় করে থাকি আমি এগুলোকে ।

তো আর বাড়তি কথা না বাড়িয়ে চলুন আজকের ফোটোগ্রাফি পোস্টের ছবিগুলি দেখি । কেমন হয়েছে জানাতে ভুলবেন না যেন ।

ZOC59wu.jpg

tfUGEXV.jpg

গোধূলি বেলায় গঙ্গার ঘাটে, ব্যারাকপুরের গান্ধী ঘাট
আলোকচিত্র তোলার তারিখ : জানুয়ারী, ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত

2JVVr2V.jpg

l2RW4u0.jpg

পাতার রঙের সাথে প্রায় মিশে গেছে পোকাটি
আলোকচিত্র তোলার তারিখ : মার্চ, ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

How dare you!!!

You copy-pasted my post https://steemit.com/hive-129948/@rme/random-part-05-nature-and-flower-photography

Downvoted & black-listed

পড়ন্ত বিকেলে নদীর এই দৃশ্যটি আমার খুব ভালো লাগে। যখন আমি গ্রামে যাই এই সময়টাতে আমি নদীর পাড়ে বসে থাকি এই দৃষ্টি উপভোগ করার জন্য। অনেক সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো। শুভকামনা রইল আপনার জন্য।

পোস্ট টা অসাধারণ ছিল। তবে আরো কয়েকটা ছবি যদি দিতেন পোস্ট টা আরো কোয়ালিটিফুল হইতো।

সব মিলিয়ে অসাধারণ ছিল।👌👌🥰❣️❣️❣️❣️

  ·  3 years ago (edited)

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে পোস্ট করতে হলে আপনাকে প্রথমে একটি পরিচিত মূলক পোস্ট করতে হবে। একটি কাগজে লিখতে হবে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ। সেই কাগজসহ সেলফি নিয়ে সেই সেলফির সঙ্গে আরও নূন্যতম চার-পাঁচটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখুন। পোস্টে আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার সম্বন্ধে কিছু, আপনার জাতীয়তা এবং কোন এলাকা থেকে এই সমস্ত তথ্য উল্লেখ করতে হবে। #abb-intro এই ট্যাগ ব্যবহার করতে হবে অবশ্যই। আইডি ভেরিফাই হওয়ার পর আপনি পোস্ট করতে পারবেন।

চমৎকার হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।

নদীর ছবি দুটো চমৎকার ছিল কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটির অনেক নিয়ম আছে যেগুলো মেনে পোস্ট করতে হবে। এখানে সবকিছু বাংলায় লিখতে হবে কিন্তু আপনি পোস্টের টাইটেল ইংরেজিতে লিখেছেন। এটা কোন ভাবেই কাম্য নয়। ধন্যবাদ আপনাকে ভাই।

আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে স্বাগতম আপনাকে এই কমিটিতে পোস্ট করতে হলে অবশ্যই প্রথমে একটি পরিচিতিমূলক পোস্ট করবেন যেখানে আপনার নাম ঠিকানা জেলার নাম এবং আরো ব্যক্তিগত তথ্য দিয়ে ভেরিফিকেশন এর নিয়মাবলী রয়েছে সেগুলো কমপ্লিট করে নেবেন ধন্যবাদ