মহা নাম যজ্ঞ বাঙালির ঐতিহ্য

in hive-129948 •  3 years ago 

নামযজ্ঞ ধর্মাবলম্বীদের একটি ঐতিহ্যবাহি ধর্মীয় অনুষ্ঠান।সারা দিন রাত ধরে ভগবান শ্রী কৃষ্ণের নাম সংকীর্তন করা হয় নাম যজ্ঞ অনুষ্ঠানে। একাধারে ভগবানের নাম গানের মাধ্যমে তাকে ভক্তি ভোরে স্মরণ করা হয়। সাধারণত শীত কালে গ্রামাঞ্চলে গ্রামের লোকজন নাম যজ্ঞের আয়োজন করে থাকে। নাম যজ্ঞে একদিকে যেমন ভগবানের নাম গান করা অন্যদিকে তেমনি সারাদিন রাত ধরে ভোগ রান্না করা হয় । ভোগ যে স্থানে রান্না করা হয় সে জায়গা টাকে বলা হয় আনন্দ মেলা।
আনন্দমেলা য় সারাদিন রাত চলে প্রসাদ বিতরণ । আনন্দ মেলায় যে যায় তাকেই প্রসাদ দেওয়া হয় । এখানে ধনী গরিব সবাই প্রসাদ পায় । নেই কোনো ভেদাভেদ।
খুলনা জেলার ডুমুরিয়া থানার একটি গ্রাম নাম পঞ্চু । এই গ্রামে প্রতি বছর গ্রামের মানুষ সবাই মিলে নাম যজ্ঞ আয়োজন করে । ধুম ধাম করে সেই আয়োজন শুরু হয় ডিসেম্বর মাসের শুরু থেকে । অবশ্য নাম যজ্ঞ এর নির্দিষ্ট দিনক্ষণ থাকে যেটা পঞ্জিকা দেখে ঠিক করা হয়। পঞ্চু গ্রামের মানুষের মধ্যে রয়েছে দারুন একতা। সবাই মিলে মিলে মিশে নাম যজ্ঞ এর সকল জোগাড় যন্ত্র করে । অষ্ট প্রহর ব্যাপী চলে নাম গান। বিভিন্ন দল নাম গান করে। এক দলের নাম শেষ হয় সাথে সাথে অন্য দল শুরু করে এভাবেই চলে নাম গান ।

অধিবাস দিয়ে নাম যজ্ঞ শুরু হয় এবং একাধারে নাম গান চলতে থাকে । কত শত মানুষের সমাগম ঘটে এই নাম যজ্ঞে। এ যেন এক মিলন মেলা । পঞ্চু তে বিগত বেশ কয়েক বছর ধরে শীতের সময়ে নাম যজ্ঞের আয়োজন করা হয়। আগে বেশ কয়েক বার আমি গিয়েছি এই নাম যজ্ঞে কিন্তু এখন খুব বেশি যাওয়া হয় না । সময় ও সুযোগ দুটোরই খুব অভাব। এখনো আমি মিস করি সেই সব দিনগুলো। এই সময়টা আসলেই আমার ইচ্ছে করে নাম যজ্ঞে অংশ নিতে । কিন্তু সেটা হয়ে ওঠে না কি করা যাবে। বিগত বছর যখন এই সময়টায় গিয়েছিলাম তখন খুব মজা হয়েছিল। নাম যজ্ঞের প্রথম থেকে শেষ অব্দি সেখানে ছিলাম । কখন যে দিন গুলো কেটে গেল ঠিক বুজতেই পারলাম না। সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম ফুল তুলতে তারপর মালা গাঁথা, প্রসাদের জোগাড় যন্তর করা, অতিথিদের আপ্যায়ন করা , প্রসাদ বিতরণ সহ সব কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলাম । সত্যি সে এক অন্য রকম ভালো লাগা, অন্য রকম অনুভূতি।

আমি তখন বেশ কিছু ছবি ও তুলেছিলাম ।ভাবলাম সেই সব ছবি গুলো আজ আপনাদের সামনে তুলে ধরবো । আপনাদের ও নিশ্চই এই ছবি গুলো ভালো লাগবে।

FB_IMG_1640267552550.jpg
নাম যজ্ঞে ঢোকার গেট রং বেরঙের লাইট দিয়ে সাজানো হয়েছে।

FB_IMG_1640267549911.jpg
বহু দর্শক শ্রোতার আগমন হয়েছে । তারা নাম সংকীর্তন এর সাথে সাথে সন্ন্যাসী রাজার উপাখ্যান উপভোগ করছে।

FB_IMG_1640267546913.jpg

ভক্তি ভোরে মানুষ নাম গান শ্রবণ করছে ।

FB_IMG_1640267540041.jpg

নাম গানের মধ্যে চলছে ভাব বিনিময় । এই সময় নাম করতে করতে সবার হৃদয়ে অদ্ভুত এক অনুভূতি কাজ করে।

FB_IMG_1640267537855.jpg

নাম গানের ভিতর চলছে ভাব বিনিময় ও একে অন্যের সাথে আলিঙ্গন । আলিঙ্গনের মাধ্যমে একে অন্যের সাথে সকল ভেদাভেদ ভুলে এক হওয়া যায়।

FB_IMG_1640267546913.jpg

ভক্তি ভোরে সবাই মিলিত হয়ে নাম গান শ্রবণ করছে।

ছবি: নাম যজ্ঞ( গ্রামীন ঐতিহ্য)
ছবির স্থান: খুলনা , বাংলাদেশ
ছবি তোলার তারিখ: ২৬-১২-২০১৯
ছবি তোলার মাধ্যম: Samsung A70

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

যজ্ঞে যাওয়ার আমার কখনো সময় হয়ে উঠেনি, যোগ্য হলো বাঙালির ঐতিহ্য এটি আদিমকাল থেকেই হয়ে আসছে। যজ্ঞে এত সুন্দর গান হয় তা আমি আগে জানতাম না। আপনার পোষ্টের মাধ্যমে এই গানগুলো এবং সুন্দর মুহূর্ত গুলো উপভোগ করার সুযোগ পেলাম। আপনি অনেক সুন্দর করে পোস্ট টি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল।

আপু আপনার পোস্টটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। নামযজ্ঞ ধর্মাবলম্বীদের একটি ঐতিহ্যবাহি ধর্মীয় উৎসব খুবই সুন্দর ভাবে উদযাপন করেছেন সেটা আপনার পোস্টটি পড়ে বোঝা যাচ্ছে। আর এই ধর্মীয় অনুষ্ঠানের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। উক্ত ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করবেন খুবই সচেতনার সাথে এবং স্বাস্থ্যবিধি মেনে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ।

ভাই পুরো পোস্ট টা পড়ে দেখলে বুঝতে পারতেন এই ছবি গুলো বেশ আগের।