পড়ন্ত বিকেলে প্রকৃতির মাঝে বিচরণ

in hive-129948 •  3 years ago 

গতকাল গেলাম আমরা যে এলাকা তে আছি সেখান থেকে কিছুটা দূরে একটি গ্রামে । করোনার যে ভয়ানক অবস্থা এই অবস্থায় কোনো শপিং মল বা বাজার ঘাট যে কোনো জায়গায় যাওয়াই একটা ঝুঁকির ব্যাপার। তাই গ্রামের দিকেই গেলাম । সবুজ গাছপালা আর পাখিদের কলতানে মুখরিত চার পাশ।
যেকোন গ্রামের পরিবেশ মূলত একই রকম । ঘন সবুজ আর সবুজ । যে দিকে দু চোখ যায় চোখটা জুড়িয়ে যায়।

আমরা দুপুর খাওয়ার পর ই বেরিয়ে পড়লাম। গাড়িতে যেতে আসে পাশে গাছপালার সারি আর মনোমুগ্ধকর পরিবেশ আমরা চোখের শান্তি ও মনের শান্তি দুটোই পেলাম। আঁকা বাঁকা পথ , গ্রামের মাঝ বরাবর চলে গেছে সরু পিচ ঢালা পথ। আর পথের দুই পাশ দিয়ে গ্রামের লোকের গর বাড়ি। এই পথ ই শহরের সাথে গ্রামের সংযোগ রক্ষা করে।

আর একটু এগিয়ে দেখলাম মাঠের পর মাঠ সবজি লাগানো হয়েছে। আমরা একটি ক্ষেতের পাশে নেমে পড়লাম । বাড়িতে কিছু সবজি র দরকার ছিল ভাবলাম কিছু ফ্রেশ সবজি যদি এখন থেকে নিতে পারি তাহলে অনেকদিন পর ফ্রেশ সবজির স্বাদ পাওয়া যাবে। আমরা বেশ কিছু টাটকা সবজি নিলাম ক্ষেতের থেকে। পালং শাক , মুলো, বেগুন , ফুল কপি, বাধা কপি মোটামুটি সব ধরনের সবজি চাষ হয়েছে মাঠে।

20220110_171554.jpg
নতুন নতুন লাউ গাছে সাদা সাদা ফুল ভরে গেছে।
ফুল গুলো লাউ গাছের ডগায় ডগায় ফুটে রয়েছে। আমি কয়েকটা ছবি তুলে নিলাম।

()
সরিষার ফুলের সৌন্দর্য সবারই নজর কেড়ে নেয়। সরিষা ফুলের কাঁচা হলুদের রং খুবই আকর্ষণীয়।এটি একটি সরিষা ফুলের ম্যাক্রো ফটগাফি। আমি যদি এ ধরনের ফটোগ্রাফি করতে অভ্যস্ত নই তার পর চেষ্টা করলাম।

20220110_170842.jpg
বিস্তীর্ণ সরিষা খেত। সরিষা ফুল গুলো ফুটে রয়েছে সারা খেত জুড়ে । খেয়াল বাবু খুব বায়না করছিল ছবি তোলার জন্য । আমি ও কয়েকটি ছবি তুলে নিলাম। সরিষা ফুলের সমারোহ প্রাণ জুড়িয়ে যায়।

20220110_170548.jpg
সরিষা খেতে র মাঝে সরিষা ফুলের মাঝখানে খেয়াল বাবুর একটি ছবি।

20220110_165354.jpg
এখানে সারি সারি লাল বাঁধাকপি লাগানো হয়েছে। সেগুলো অনেকটা বড়ো হয়ে উঠেছে। আর কিছুদিন পর এগুলো কাটা হবে।
20220110_165337.jpg

20220110_164655.jpg
শীতের শেষে আবার নতুন করে বাঁধাকপির চাষ করা হচ্ছে নতু মৌসুমের জন্য।

20220110_164434.jpg

20220110_164418.jpg
কৃষক রা মাঠে কাজ করছিল। সবজি তুলে স্টক করছিল পরে দিন বিক্রির জন্য। আমরা বলাতে কিছুসব্জি আমাদের তুলে দিল।
20220110_163955.jpg
সবজি খেতে ঘুরতে ঘুরতে অনেকটা সময় কেটে গেল । সন্ধ্যার ঢাক ততক্ষণে বেজে উঠেছে আমরাও বাড়ির দিকেও রওনা হলাম । অনেকটা ফ্রেশ সবজি, ফ্রেশ বাতাস আর অক্সিজেন নিয়ে বাড়ি ফিরলাম।

ছবি : প্রকৃতি

ছবির মাধ্যম: SamsungS20 ultra

তারিখ: ১০-১-২০২১

ছবির স্থান: পশ্চিম বাংলা, ভারত

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

করোনাভাইরাস মহামারীর কারণে মানুষ এমনিতেই বিপর্যস্ত ।বর্তমানে করোনাভাইরাস এর নতুন রূপ হানা দিয়েছে। যেটা আবার পরিবেশের ভারসাম্য কে ক্ষতিগ্রস্ত করবে। আপনি পড়ন্ত বিকেলে সবুজ প্রকৃতির সাথে কাটানো মুহূর্ত আমাদের সাথে শেয়ার করলেন ।খুব সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন শেয়ার করার জন্য ধন্যবাদ।

অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

পড়ন্ত বিকেলে সবুজ প্রকৃতির সাথে কাটানো মুহূর্তটাই অনেক মজা লাগে। প্রকৃতির সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। খুবই ভালো লাগলো পোস্ট পরে। শুভকামনা রইল আপনার জন‍্য।

অনেক ধন্যবাদ।