আবৃত্তি 🙏 ||

in hive-129948 •  2 years ago 

"আমার বাংলা ব্লগে আপনাদের সকলকে জানাই আমার সালাম"


today 15 August,2022
আজ ৩১ শ্রাবণ,১৪২৯ বঙ্গাব্দ


IMG_20220815_230253.jpg



মার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শুরু করছি আমার আজকের এই ব্লগ।আশা করি আমি আমার দক্ষতার মাধ্যমে আপনাদের সকলের নিকট ভালো কিছু উপস্থাপন করতে সক্ষম হবো,এবং আপনাদের ও ভালো লাগবে।


আজকে একটা গান কভার করবো আপনাদের সাথে।কিনি এটা আদতেও শুধু গান বললে ভুল হবে।এখানে একসাথে সংলাপ,গল্প এবং গীতিকবিতা আছে।অনেকদিন থেকেই ভাবতেছিলাম এটা গাইব।কিন্তু সাহস হয়ে উঠছিল না।তো অনেকদিন থেকেই গানটা শোনার পর যখন গানের সাথে গলা মেলাতে শুরু করলাম।আর ব্যাস এভাবেই পুরো গানটা আবৃত্তি করি।তো আজকে যখন হ্যাং আউটে এইটা আবৃত্তি করি।সবার কাছেই বেশ লাগে এবং সবাই অনেক প্রশংসা করে।তো এখন এই আবৃতিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি।


ভিডিও লিংক:



লিরিক্স:

“- কি-রে এত রাত্রে ফোন দিছস্‌ ক্যা?
আজ ইউনিভার্সিটিতে কি হলো দেখলি? কাদেরেক হল থেকে মারতে মারতে বের করে দিলো, অথচ কেউ কিছু বললো না!
আরে ব্যাট্টা,মানুষের জানের ভয় আছে না, প্রতিবাদ কইরা হলের সিটটা হারায় আরকি! যা রাইত হইছে ঘুমা, চাচা আপন প্রান বাঁচা"


"মা,
এখন মাঝরাত, আমি জানি তুমি আমাদের মত ঘুমাও নি।
একটা সময় ছিলো, তুমি রাতে বিশ্রাম নিতে,
এখন আর সেই ফুরসত কই?
তোমার বুকে যে ২৪ ঘন্টাই ঘোরে অর্খনীতির চাকা!
তাই এই অসময়েই তোমাকে স্মরণ করছি।


মা,
৯ মাসের অবিচল ধৈর্য্য- উত্তাল বেদনার পরই তো তুমি ‘মা’।
শৈশবে যে শিশু উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখতো,
যৌবনে প্রাচুর্যের মোহে সে লাগামহীন টাট্টু ঘোড়া,
বেয়াড়াপনা তার রন্ধ্রে-রন্ধ্রে।
দু’দশক আগেও, এটাকে বোধ হয় দুষ্টুমি বলা যেতো,
কিন্তু এখন, কিন্তু এখন নষ্টামি বলা ছাড়া কোনো গতি দেখছি না।


তোমার প্রসব বেদনার ক’বছর আগে
যে ধ্বনি বা বর্ণমালার জন্য জীবন হারিয়ে শহীদ পেলাম;
সেই সালাম, বরকত, রফিক, জব্বারের রক্তে ভেজা শার্ট যাদুঘরে না থেকে,
ঐ শার্টের একটি সুতাও যদি আমার হৃদয়ে থাকতো,
তাহলে, তাহলে বুলিতে যে মিথ্যা, আর ঝুলিতে যে পাপ,
তার শাপ কিছুটা হলেও মোচন হতো।"


♫♪♫
রাজপথে সব প্রজারাই ছিলো, ভাষার দাবীতে প্রানের আকুতি
শক্ত পিচে ফুল ফুটেছিলো, স্বরে অ b- স্বরে আ - হ্রস্ব ই
এখন ভাষার বাসা শুধু বুকে, মুখ খুঁজে ফিরে ধুঁকে-ধুঁকে,
মুখে ফোটে ফিরিঙ্গি খই, ক-খ-গ পলাতক রই...
♫♪♫


"রফিক সাহেব, ছেলেটাকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দিলাম, আন্তর্জাতিক ভাষায় শিক্ষিত হোক, ওসব বাংলা-টাংলা শিখে আর কি হবে!
-ঠিকই করেছেন জামান সাহেব। এ-লেভেল পাশ করলেই আমেরিকা কিংবা ইংল্যান্ডে পাঠিয়ে দিবেন। এ দেশে রেখে শুধু শুধু ছেলের ভবিষ্যতটা নষ্ট করবেন নাকি?"


"সুখ বা শোক দিবস দুটোই এখন বানিজ্যিক হায়েনার খাদ্য,
১৬ই ডিসেম্বর বা একুশে ফেব্রুয়ারি, সবই ফুরফুরে “হলিডে”।
কনসার্ট, কনফারেন্স, সেমিনার, সিম্পোজিয়াম,
এমনকি, এমনকি সংসদ অধিবেশন; সব এখন “স্পনসর্ড”!
সার্বজনীন পুরস্কার বিতরনী অনুষ্ঠানে লাখ টাকার আতশবাজি ফুটে;
আর সেই একই অনুষ্ঠানে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে ভিক্ষা করে একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা।


যে মানচিত্রের সীমানা লাখো শহীদের রক্তের কালিতে আঁকা,
সে সীমানায় আজো রক্ত ঝড়ে।
যে সার্বভৌমত্বের বড়াই করে বলি “আমরা বাংলাদেশী”;
সেই সার্বভৌমত্ব কেনা-বেচা হয় আন্তর্জাতিক মীমাংসার টেবিলে।


“কূট”এর সংগে “নীতি”যায়না বলেই বোধ হয়, কূটনীতি না বলে সবাই “ডিপ্লোমেসি” বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন।
আর, আর প্রতিনিয়ত নিজের সাথে প্রতারনা করা জনগন বোঝেনা যে পাঁচ বছর পর-পর তারা একই ভুল করে।
থোড়-বড়ি-খাড়া আর খাড়া-বড়ি-থোড়; বার বার খাল কেটে কুমির আনা কবে, কবে শেষ হবে তোর?"


♫♪♫
প্রচারনাতেই প্রসার, “আর্ট”এ শুধু টাকার কালচার,
স্বাধীনতা হলো পন্য, বিলবোর্ড-প্ল্যাকার্ডে রঙের বাহার।
আমলাতান্ত্রিক জটিলতায় দেশটা এখন পাশার বোর্ডে
ষোলো কোটি জনতা, পিঠ বাঁচিয়ে নিজেরাই বাঁচে॥
♫♪♫


" - আপনি যে প্রশ্নটি করেছেন তা অর্থনৈতিক ও সামাজিক দৃষ্টিকোন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ন। দেখুন আমাদের সময়ে কিন্তু এমনটা হয়নি। গনতন্ত্র এবার জাগবেই, এ ম্যাসাকার বন্ধ হবেই…
আরে রাখেন আপনার গনতন্ত্র। দেশের আইন-শৃংখলা পরিস্থিতি এখন অন্য যে কোন সময়ের চেয়ে ভালো। দেশের মানুষ এখন যে শান্তিতে আছে, তা তো আমেরিকার মানুষও নেই!


মা,
জানি তুমি মমতাময়ী, একটাও আগ্নেয়গিরি নেই তোমার বুকে,
আছে কেবল জালের মত বিছিয়ে রাখা নদী।
তোমার শোকের বহি:প্রকাশ হিসেবে সেখানে প্রায়ই চর পড়ে।
তোমার ক্ষোভ দেখি টর্নেডোতে, ভুমিকম্পে, জলোচ্ছাসে…
তোমার কি একবারও মনে হয় না মা, এ অস্তিত্বের কোন মানে নেই,
এই ঘর ঠিকানাবিহীন? তোমার কি মনে হয় না,
আঁতুড় ঘরে লবন দিয়ে শেষ করে দেয়া উচিৎ ছিলো তোমার পথভ্রষ্ট সন্তানকে,
মনে হয় না, মনে হয় না “সাফারি পার্ক” থেকে জঙ্গল ভালো?
আমার তো মনে হয়, ছোট খাঁচা থেকে মুক্ত হয়ে আরো বড় খাঁচায় এলাম!
জেলখানাতেই আছি এখনো…
এখান থেকেই চিঠিটা পোস্ট করবো।
পেলে,পেলে উত্তর দিও…"


এই ছিল আজকের পরিবেশনা।আর গানটার অর্থ আর মানে আপনারা নাহয় নিজেই পড়ে নিয়েন।যাইহোক আজকের মত বিদায়,দেখা হবে পরবর্তী কোনো গান কিংবা আবৃত্তি নিয়ে।ততক্ষন সবার সুস্বাস্থ্য কামনা করি।



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার কবিতা আবৃত্তি নিয়ে তেমন কমেন্ট করতে চাই না । এক কথায় অসাধারণ ছিল ভাই । কবিতার লাইনগুলো যেন একদম জীবন্ত । খুব সুন্দর মানিয়েছে আপনার গলায় ।

আরেহ কিযে বলেন ভাই।সব আপনাদের ভালোবাসা আর উৎসাহের ফল।তবে আপনিও কিন্তু খারাপ আবৃতি করেন না।সেইদিন আপনার আবৃত্তি শুনেছি বেশ ভালো ছিল।

এই চমৎকার একটি কবিতা পরিবেশনা করেছেন আপনি কবিতা আবৃত্তি আমার কাছে বরাবরই ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে কবিতাটি আবৃত্তি করেছেন যে আমি মুগ্ধ হয়ে শুনেছিলাম। যেন হৃদয়ে গেঁথে আছে খুবই ভালো লাগলো তার পরিবেশনা।

আমি সবসময় চেষ্টা করি সেরাটা দেওয়ার।এবং ব্যাতিক্রমধর্মী কিছু উপস্থাপনা করার।আর আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

ভাই আপনার আবৃতিটা সেই লেভেলের হয়েছে। অনেক ভালো লাগলো আপনার আবৃত্তিটা।ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে ভিডিও আকারে আমাদের সাথে আবৃতি করে তুলে ধরার জন্য ভালো থাকবেন।

আসলে ভাই এটা একটা গান কবিতার সংমিশ্রণ।যদিও অতটা পারফেক্ট বলা ঠিক হবে না।তবে আমার সর্বোচ্চ চেষ্টা করেছি।

ভাই আপনার অসাধারণ প্রতিভা খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন ধন্যবাদ আপনাকে

বা কি চমৎতার গান লিখেছেন। এক গানের মধ্যে বাংলাদেশের, বাংলা ভাষার অনেক ইতিহাস টেনে আনলেন। সুর দিয়ে তো মিলাতে পারবো না, এমনি পড়েছি ভালই লাগলো। আসলেই সবাই জামান সাহেবের মত করে ভাবে। কি করবে বলুন। দুষ তো আমাদেরই। ধন্যবাদ।

এটা আমার লেখা না ভাই।
এটা শহরতলী ব্যান্ড এর একটি গান।আমার অন্যতম পছন্দের একটি ব্যান্ড।সবসময় এই গানটা শুনি,তাই ভাবলাম একটু চেষ্টা করা যাক।

কবিতা টা শুনে শরীরের মধ্যে শিহরণ সৃষ্টি হচ্ছে। আহ কী সুন্দর কবিতা। একেবারে সত্যি কথাগুলো তুলে ধরা হয়েছে। আবার কবিতার মাঝে গান দারুণ কম্বিনেশন। এবং আপনার প্রশংসা করতেই হয়। দারুণ ভাই দারুণ।।

আসলে কবিতার কথা যখন মানুষের সাথে সরাসরি কানেক্ট করে তখন শিহরণ জাগাটাই সাভাবিক।যাইহোক সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

দারুন দারুন । শুনছি আর মন্তব্য টি লেখার চেষ্টা করছি। রফিক সাহেব আর জামান সাহেব এর চিন্তাটাই সঠিক বলে আমি মনে করি। এ দেশের পেক্ষাপট দৃশ্যমান এখানে। ধন্যবাদ।

ভাই আমরা তো জানি আমাদের পরিস্থিতি।কিন্তু তারপরেও এই অবস্থা থেকে মুক্তির পথ না খুজে আমরা যদি বাইরে চলে জাই।তবে এই মূর্খরা তো এমনটাই করবে সাভাবিক।😢

বিগত বছর গুলোতে যখন মুক্তির পথ খুজে পায় নি তো এখনও পাবে না। কারন আমরা সৎ নই মিথ্যাবাদী। চুরি করি । নিজের কোন আত্মসন্মান বোধ নেই । নেই কোন নীতিবোধ। সুতরাং মানুষের মত মানুষ হতে হলে বাহিরে চলে যাওয়াই ভাল। যদি কারো মন চায় দেশের জন্য কিছু করতে তবে সে নিজেকে তো আগে প্রতিষ্ঠিত করতে হবে নতুবা আমাদের মতন ধুকে ধুকে বেলা শেষ হবে।একটা কথা মনে রাখা বাঞ্চনীয় যে কাটার আগা চোক্ষা করা লাগে না। ধন্যবাদ।

আপনি বরাবরই আমাদের মাঝে সুন্দর আবৃত্তি উপস্থাপন করে থাকেন আপনারা আবৃত্তিগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে এর আগেও আবৃত্তি আমি শুনেছিলাম আপনার কন্ঠে। এত সুন্দর একটি আবৃতি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

যাইহোক আপনাদের ভালোবাসায় আমাকে বাধ্য করে সুন্দর আবৃত্তি করার জন্য।ভালো থাকবেন ভাই,আর এভাবেই পাশে থাকবেন।

সত্যি ভাইয়া অসম্ভব সুন্দর একটি কবিতা আবৃত্তি শুনলাম। আপনার কবিতা আবৃত্তি মানে অসাধারণ। খুব ভালো লাগলো আপনার কবিতা আবৃত্তি শুনে। পুরো কবিতাটা খুব সুন্দর করে আবৃত্তি করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি আবৃতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

আপনার কন্ঠ ও কিন্তু অনেক সুন্দর আপু।আপনার গান কবিতা আমারও বেশ ভালো লাগে।আর আপনার জন্যেও শুভেচ্ছা রইলো।

যেমন চমৎকার ভাবে লেখা ঠিক তেমন চমৎকারভাবে আবৃত্তি করা। অসম্ভব সুন্দর লাগলো আপনার গলাতে ভাই। এর আগেও আপনার আবৃত্তি শুনেছি এবং বারবারই ভালো লাগে। পুরো লেখাটা চোখ বুজে শুনতে শুনতে অন্য একটা জগতে যেন হারিয়ে গিয়েছিলাম। অনেক শুভেচ্ছা রইল।

এটাই তো লেখা আর আবৃত্তি এর মহত্ব।
যখন কেউ আমার আবৃত্তি শুনে লেখাগুলোকে কানেক্ট করতে পারে সেখানেই এখন আবৃত্তি কারক এর সার্থকতা।ভালো থাকবেন ভাই,ভালোবাসা রইলো।

দারুন, দারুন অসাধারণ, সত্যি ভাইয়া প্রশংসা না করে থাকতে পারছি না আপনার এত চমৎকার খন্ডেরমান গলায় এত সুন্দর করে কবিতাটি উপভোগ করতে পেরে সত্যি আমি সারপ্রাইজ, ধন্যবাদ ভাই আপনাকে এমন সুন্দর একটি কবিতা টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।সুন্দর মন্তব্য করার জন্য।সামনে চেষ্টা করবো আপনাদের জন্য আর সুন্দর সুন্দর আবৃত্তি নিয়ে আসার জন্য।

ভাইয়া সত্যিই আপনার কবিতা আবৃত্তিটা অসাধারণ ছিল । আপনার কবিতা আবৃত্তিটা শুনে আমি আপনার আবৃত্তির প্রতি মুগ্ধ হয়ে গেলাম । এত সুন্দর করে কবিতাটি আবৃত্তি করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ।