শুভেচ্ছা স্বাগতম
আমি @munna101 সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি প্রতিদিনের ন্যায়। আশা রাখি আপনারা সকলেই ভাল আছেন সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি।
আজকে আমি ও আমার বন্ধু সাগর দুইজন মিলেই ঘুরতে বের হয়েছিলাম। আসলে ঘুরাঘুরির কোনো উদ্দেশ্যই ছিল না আমাদের। সাগরের ল্যাপটপে প্রবলেম হওয়ার কারণে সেটা সার্ভিসিং করাতে নিয়ে যাওয়ায় ছিলো আমাদের প্রধান উদ্দেশ্য। আর এরই ফাঁকে একটু খাওয়া-দাওয়া ঘোরাঘুরি। |
---|
সাগর আমাকে বলল চল বাইরে একটু বের হবো। আমি তাকে জিজ্ঞেস করলাম কেন আজকে হঠাৎ করে? তুই তো এমনি ও খুব বাইরে বের হতে চাস না। সে আমাকে বলল তার ল্যাপটপে নেই কি যেন একটা প্রবলেম হয়েছে সেটা সার্ভিসিং করাতে হবে। আমি আর না করলাম না তাই দুইজন মিলেই বেরিয়ে পড়লাম ল্যাপটপ সার্ভিসিং সেন্টার এর উদ্দেশ্যে।
এরপর আমিও সাগর দিনাজপুর মর্ডান মোড় এ কম্পিউটার সার্ভিসিং সেন্টারে পৌছালাম। এবং সাগর সার্ভিসিং সেন্টার এর ম্যানেজারের সঙ্গে কথা বলতে শুরু করল। এবং ম্যানেজার সেখানকার দুইজন সার্ভিস হোল্ডার ডাকলো এবং সাগর তাদেরকে বিস্তারিত বলে দিলো তার ল্যাপটপের কি প্রবলেম হয়েছে। এবং যারা বলল আপনার ল্যাপটপটি ঠিক করতে আমাদের ঘন্টা খানেক সময় লাগতে পারে। আপনারা ততক্ষণ অপেক্ষা করুন না হয় কোথা থেকে ঘুরে আসুন। আমি আবার সাগরকে বললাম এতক্ষণ এখানে অপেক্ষা করার থেকে চলো বাইরে থেকে কোথাও ঘুরে আসি ততক্ষণে ওদেরও কাজ হবে আমাদের একটু ঘোরাঘুরি হয়ে যাবে।
ল্যাপটপ সার্ভিসিং দিয়ে আমরা সেখান থেকে বের হলাম। এরপর সাগর আমাকে বলল কোথায় যাবি আমি বললাম কোথায় আর যাই চল কোথাও গিয়ে বসি চা-টা খাই। সাগর আমাকে বলল চল রেস্টুরেন্টে গিয়ে কিছু হালকা নাস্তা করি।আমি তাকে মজার ছলে বললাম খাওয়া শেষে তুমি যদি বিল টা দাও তাহলে আমি না করব না। সাগর বললো আরে এগুলো ব্যাপার না চলো খাওয়াটাই আসল ব্যাপার। এরপর আমিও সাগর আমাদের পরিচিত রেস্টুরেন্ট হোটেল রোলেক্সে চলে গেলাম। এরপর সাগর আমাকে অফার করলো কি খাবি আমি তাকে বললাম যেটা খাওয়াবে সেটাই।সে মেনু দেখে দুইটা চিকেন বারবিকিউ বাটার নান অর্ডার করলো। এবং ওয়েটার আমাদেরকে বন্ধু কিছুক্ষণ সময় লাগবে আপনারা ধৈর্য ধরে বসে থাকুন। এই ফাঁকে আমি আর সাগর দুজনের খোশগল্প শুরু করে দিলাম।
এদিকে গল্প শেষ হতে না হতেই আমাদের অর্ডারকৃত বাটার নান চিকেন বারবিকিউ হাজির। এরপর আমরা খাওয়া শুরু করলাম। বাটার নান টি জোশ ছিলো তবে চিকেন বারবিকিউ টা দেখেই কেন জানি বেশি পোড়া মনে হচ্ছিল একটু। যাইহোক দুইজনেই খাওয়া শুরু করলাম। সাগর তো বেশ খাচ্ছিল অবশ্য আমার পেট বাড়ি ছিল তাই আমি অল্প একটু খেয়ে আর লোড নিতে পারছিলাম না। এরপর আমার ভাগের বাকি অংশ বিশেষ সাগরের সাথে শেয়ার করি। বেচারা অবশ্য খাওয়া-দাওয়া তে একটু বেশি পটু। খাওয়া শেষে সে পেটের মধ্যে হাত বুলিয়ে বলে বন্ধু একটু বেশি খেয়ে ফেললাম না মনে হয়! আমি একটু মৃদু হেসে বললাম আরে ব্যাপারনা বেটা তুই তো খেতে পারিস। একটু একটু বেশি করে খেয়ে আর একটু মোটা হও। এরপর খাওয়া-দাওয়া শেষে ওয়েটার এসে বিল ধরায় দিয়ে চলে গেল।
খাওয়া-দাওয়া শেষে আমরা কিছুক্ষণ বসে রিলাক্স করি। কারণ সাগরের নাকি একটু খাওয়া বেশি হয়ে গেছিল। আমার অবশ্য কোনো সমস্যা হয়নি ঠিকঠাকই ছিলাম আমি। ওই টেবিলের পাশে টেবিল এই দুইজন কাপল ছিল দেখে মনে হচ্ছিল তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আমি মজার ছলে বললাম কবে যে এরকম একজন হবে তার সাথে রেস্টুরেন্টে এসে পাশাপাশি বসে গল্প করবো আর খাবো। কিন্তু এই রোমান্টিক মুডে জল ঢেলে দেয় সে বলে ব্যাটা তুই তো জন্মগত সিঙ্গেল তোর আবার এত কিসের আশা আকাঙ্ক্ষা। আমিও তার কাউন্টার দিয়ে বলি তোমার মত ভুঁড়িওয়ালা গুলারেই তো মেয়ে গুলা পছন্দ করে। আমার মত সুদর্শন চেহারার ছেলেগুলোকে তো তারা চক্ষেই দেখেনা। এরপর খাওয়া-দাওয়া শেষে আমরা কম্পিউটার সার্ভিসিং সেন্টারে ফিরে যাই এবং গিয়ে দেখি রাত ল্যাপটপ ইতিমধ্যে ঠিক করা হয়ে গিয়েছে। এরপর ল্যাপটপ নিয়ে বিল পেমেন্ট করে মেসের উদ্দেশ্যে আবার রওনা দিই।
device:realme narzo 30a | location:image source |
---|
দুই বন্ধু মিলে খুব সুন্দর একটি মুহুর্ত উপভোগ করেছেন। ঘোরাঘুরি করেছেন আসলে ল্যাপটপ মাঝে মাঝে দেখি নষ্ট হয়ে যায় আসলে এটা খুবই দুঃখজনক। আপনারা তারপরও টি সার্ভিসিং করার পর আপনি বন্ধুকে বললেন যে চলো কোথাও চা-টা খেয়ে আসি আসলেই মজার ছলে বলেছেন বন্ধুতো বন্ধুই😇 আসলেই তারপর আপনার অনেক খাওয়া-দাওয়া করলেন তারপর আবার বাড়ি চলে আসলেন। সুন্দর একটি মুহূর্ত ছিল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit