💌আমার বাংলা ব্লগে আমার কবিতা আবৃত্তি💌 ||10% for @shy-fox

in hive-129948 •  3 years ago 
12-11-2021
২৭ কার্তিক,১৪২৮ বঙ্গাব্দ">

🥀শুভেচ্ছা স্বাগতম🥀



সম্মানিত
"আমার বাংলা ব্লগ"
বাসি সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আমি @munna101 আছি আপনাদের সাথে।আজকে আমি আপনাদের মাঝে আমার লেখা একটা কবিতা আবৃত্তি করে পোস্ট করতেছি। কবিতার নাম "ফিরে আসা"


কবিতা আবৃত্তি

কণ্ঠে আমি @munna101😍


TableTable
কবিতা:ফিরে আসা

device :realme narzo 30a
Making: KineMaster apk

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png


ফিরে আসা



আমি যাচ্ছি চলে,,,
তবে শেষবারের মত নয়
আমি ফিরবই তোমার নীড়ে
যদি ঠাই পাই তোমার আশ্রয়ের ছায়াতলে।
তুমি মা তুমি বিধাত্রি,তুমি সপ্ন চারিনি
তোমার বিশালতার বুকে ঠাই দিও একটু খানি।
ভেবেছিলাম এবারেই দিবো বলে
এটাই শেষবার
ফিরে আসা তোমার ছায়াতলের নীড়ে।
ভেবে কুল হারিয়ে,
আরো একবার ফিরবো আমি তোমায় দেখব বলে।
নিজেকে বিলীন করে হারাবো তোমার অস্তিত্বে
শুরু হোক আমার কল্পনার বাঁধন ছিড়ে
বাঁচতে শেখা নতুন করে...
অথচ,
ভোরের ওই আকাশ দেখতো আমায়
ভাবাতে তোমার কথা।
তোমার ঐসর্গীক রূপ দেখে শিখেছি
হাসতে শিশুর মত,
কারণে অকারণে,কিংবা নিকষ কালো অন্ধকারে...


Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

কবিতার মূলভাব আমার মত করে



কবিতার মূলভাব যদি সহজ ভাবে বলি।তাহলে বলবো নিজ মাতৃভূমির প্রতি শত মান-অভিমান উপেক্ষা করে নিজ জন্মভূমিতে ফিরে আসা।নিজের ভূমিতে নিজের মাটিতে হাওয়া বাতাস সব সব কিছুর অনভূতি যেনো এক অন্যরকম ভালো লাগে।তাইতো ব্যাকুল হৃদয় বার বার আমার নিজ মাতৃকোড়ে ফিরে আসতে চায়।এই মাতৃভূমি হল আমাদের মা সমতুল্য।মায়ের দেওয়া কোনো দুঃখ ধরে রাখতে নেই,রাখলে কষ্ট টা আরো বেড়ে যায়।কারণ মায়ের কোলেই জে বেড়ে উঠা।মায়ের কাছ থেকে দূরে গেলেই মন টা ডুকরে কাদে আর ফিরতে চায় ওই চিরচেনা ভূমিতে।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

মন্তব্য:



আসুন দেশকে ভালোবাসি দেশের মাটিকে ভালোবাসি।এই জন্মভূমি আমাদের কি দিয়েছে না দিয়েছে সেটা না ভেবে একবার ভাবি আমরা তাকে কি দিয়েছি।দেশের উপর মান অভিমান ঝেড়ে ফেলে এই খোলা হাওয়ায় শাস নেওয়াতেই প্রশান্তি।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png



আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন,নিরাপদে থাকবেন।দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ।


আল্লাহ হাফেজ

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাই আপনার আবৃত্তি খুবই সুন্দর হয়েছে। স্পষ্ট ভাবে উচ্চারন করেছেন আপনি।

তবে ভাই পরবর্তী থেক্র ইন্ট্র টা একটু ছোট করার চেষ্টা করবেন।এখানে দুই মিনিট এর ভিডিও হলে এক মিনিট ইন্ট্র তেই শেষ হয়েছে।

পরবর্তী থেকে ইন্ট্রো ছোট করার চেষ্টা করবো।😍

অসাধারণ একটি কবিতা। কবিতাটি আমার মনকে পুরোপুরি ভাবে স্পর্শ করেছে। আমাদের সবাইকে দেশকে ভালোবাসা উচিত এবং তার প্রতি এমন মমতা থাকা উচিত। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য।

অত্যন্ত সুন্দরভাবে আপনি কবিতা আবৃত্তি করেছেন আর নিজের মাতৃভূমির প্রতি আমাদের সকলেরই ভালোবাসা থাকা উচিত এবং রাগ অভিমান করে ফিরে আসা উত্তম হবে। আসলেই খুব ভাল ছিল আপনি খুব সুন্দর কবিতা লিখেন এবং আবৃত্তি করেন

ধন্যবাদ ভাই আপনাকে।