বার্থ প্রেম~সুনীল গঙ্গোপাধ্যায় | কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ || 10% for @shy-fox

in hive-129948 •  3 years ago  (edited)

"আমার বাংলা ব্লগে আপনাদের সকলকে জানাই আমার সালাম"



today 27 April,2022
আজ ১৪ই বৈশাখ,১৪২৯ বঙ্গাব্দ


20220427_221238_0000.png

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


মার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শুরু করছি আমার আজকের এই ব্লগ।আশা করি আমি আমার দক্ষতার মাধ্যমে আপনাদের সকলের নিকট ভালো কিছু উপস্থাপন করতে সক্ষম হবো,এবং আপনাদের ও ভালো লাগবে।


প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রতিযোগিতায় একটু দেরিতে অংশগ্রহণ করার জন্য।আসলে পরীক্ষা চলছিল তো তাই সব মিলিয়ে সময়টা বের করতে পারি নি।কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ করার বিষয়টি আমার মাথায় ছিল।এইতো কিছুদিন আগেও ছোট দাদা "সুনীল গঙ্গোপাধ্যায়" এর একটি কবিতা আবৃত্তি এর প্রতিযোগিতার আয়োজন করেছিল,এবং সেখানে সব বাঘা বাঘা প্রতিযোগীদের সাথে প্রতিযোগিতা করে আমি প্রথম হয়েছিলাম।আর সেই সাফল্য গাঁথা কথা মোটেও অতটা সহজ ছিল না।আর সেইদিন সবার কাছ থেকে এত্ত এত্ত ভালোবাসা পেয়েছিলাম যেটা বলে বুঝানোর মত না।আর এবারে যখন দাদা ঘোষণা দিলো সুনীল গঙ্গোপাধ্যায় এর আরেকটি চমৎকার কবিতা আবৃত্তি প্রতিযোগিতার । আমি সেদিন থেকেই বিষয়টি একদম সিরিয়াসভাবে নিয়ে নিয়েছিলাম।আসলে এর আগেরবার যখন প্রথম হয়েছিলাম সবাই বেশ প্রশংসা করেছিলেন।এবং স্বাভাবিকভাবে আমার প্রতি সবার এক্সপেক্টেশন একটু বেশিই থাকবে।তাই আমি ভাবছি একটু ব্যাতিক্রম ও স্পেশাল ভাবে আপনাদের প্রত্যাশার পারোদকে মেটানো যায় কি না।আমি জানি যদিও আমি প্রফেশনাল কিংবা অত ভালো আবৃত্তি পারি না তারপরেও নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি।এবং আমি আশা করি আপনাদের সেই প্রত্যাশা আমি ঠিকঠাক ভাবেই মেটাতে পারবো😍।

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


ধরুন, সেই সময়ে কবি (সুনীল গঙ্গোপাধ্যায়) এক নির্জন গাছের নিচে বসে তার ভাবনা চিন্তার ভান্ডার থেকে জীবনের ব্যর্থতা গুলোকে খাতায় লিখছে এক নির্জনে সময়ে।ঠিক সেই মুহূর্তে একজন পথচারী লোক (বিপুল) তার ব্যার্থতার গ্লানি কাধে নিয়ে পাশ দিয়ে হেঁটে যাচ্ছে।ঠিক সেই মুহূর্তে তাদের দুজনের মধ্যে কিরকম কথা বার্তা হতে পারে।আর এই সম্পূর্ণ বিষয়টি আমি আমার নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে আপনাদের আরেকটু মনোরঞ্জন করার জন্যে করেছি।যেনো আপনারা একটি সুন্দর কবিতা শুনার পাশাপাশি কিছু চমৎকার সংলাপ ও শুনতে পারেন।আসলে এটি সম্পূর্ণ আমার নিজের ইচ্ছে থেকে করা,আপনাদের কিন্তু ভালো নাও লাগতে পারে।কিন্তু বিশ্বাস করেন কেবল আপনাদের জন্যই এই কাজটি করেছি তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন🙏

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


সংলাপ


লোক: কি খবর মশাই?এই নির্জন সময়ে গাছের নিচে বসে একা একা কি ভাবছেন?


কবি: আরে বিপুল মশাই যে !তেমন কিছু না; নিজের ব্যর্থতা গুলোকে একটু হিসেব-নিকেষ করার চেষ্টা করছি আরকি। তো এই খাড়া দুপুরে ভার মুখ নিয়ে কোথা থেকে ফিরলেন?


লোক: আর বইলেন না বাবু,দুইদিন থেকে উনুনে আগুন জ্বলছে না;পানি খেয়ে কোনরকম জীবন পার করছি ।গঞ্জে গেছিলাম একটু কাজের আশায়,কিন্তু পরিচিত কেউ নেই বলে কাজটা আর পেলাম না। শেষমেষ ব্যর্থ হয়েই ফিরলাম।😢


কবি: ....(দীর্ঘ নিঃশ্বাস) বড়োই অদ্ভুত আমাদের এই জীবন। ব্যর্থতাই কেবল আমাদের পথযাত্রার সঙ্গী।


লোক: ঠিক বইলেছেন বাবু; মাঝেমাঝে মনে হয় এই ব্যর্থতা থেকে নিজেকে মুক্ত দিতে নিজেকে নিশেষ করে ফেলি।


কবি: ...(মৃদু হাসি হাহাহা) আমারও তাই মনে হয়েছিল কিন্তু;কিন্তু এখন ব্যর্থতাকেই সঙ্গী হিসেবে বেছে নিয়েছি। ব্যর্থতাকেই ঘিরে একটা কবিতা লিখেছি শুনবে তুমি?


লোক: বাবু শুনেছি আপনি ভালো কবিতা লিখেন ? একটু শুনান না আপনার কবিতাটি,যদি বেচে থাকার সাহস পাই।


কবি: ...তাই নাকি! তাহলে আসো পাশে বসো।শোনাচ্ছি তোমাকে আমার লেখা কবিতা.....


এরপর কবিতা আবৃত্তি শুরু............................................................................................................................................................................................................................আবৃত্তি শেষে দুইজনই এক দীর্ঘশ্বাস ছেড়ে কিছুক্ষণ এর জন্য চুপটি মেরে রইলো। সেই লোকটি হয়তো বুঝে নিয়েছে সে যা জানতে চেয়েছিল।এরপর কোনো কথা না বলে সোজা উঠে বাড়ি চলে গেলো।


(আমি আবারও বলছি দয়া করে কেউ কিছু মনে করবেন না,কেবল আপনাদের একটু আনন্দ কিংবা মনরঞ্জন করার চেষ্টা করেছি এর বেশি কিছুই না।এবং এগুলো কেবলই আমার মনগড়া এবং কাল্পনিক।এই সংলাপের সাথে বাস্তবে কবির বা কবিতার কোনো প্রেক্ষাপটের মিল নেই।তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন🙏)

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp



কবিতা আবৃত্তি:


gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp



ব্যর্থ প্রেম


সুনীল গঙ্গোপাধ্যায়

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp



প্রতিটি ব্যর্থ প্রেমই আমাকে নতুন অহঙ্কার দেয়
আমি মানুষ হিসেবে একটু লম্বা হয়ে উঠি
দুঃখ আমার মাথার চুল থেকে পায়ের আঙুল পর্যন্ত
ছড়িয়ে যায়
আমি সমস্ত মানুষের থেকে আলাদা হয়ে এক
অচেনা রাস্তা দিয়ে ধীরে পায়ে
হেঁটে যাই
সার্থক মানুষদের আরো-চাই মুখ আমার সহ্য হয় না
আমি পথের কুকুরকে বিস্কুট কিনে দিই
রিক্সাওয়ালাকে দিই সিগারেট
অন্ধ মানুষের শাদা লাঠি আমার পায়ের কাছে
খসে পড়ে
আমার দু‘হাত ভর্তি অঢেল দয়া, আমাকে কেউ
ফিরিয়ে দিয়েছে বলে গোটা দুনিয়াটাকে
মনে হয় খুব আপন
আমি বাড়ি থেকে বেরুই নতুন কাচা
প্যান্ট শার্ট পরে
আমার সদ্য দাড়ি কামানো নরম মুখখানিকে
আমি নিজেই আদর করি
খুব গোপনে
আমি একজন পরিচ্ছন্ন মানুষ
আমার সর্বাঙ্গে কোথাও
একটুও ময়লা নেই
অহঙ্কারের প্রতিভা জ্যোতির্বলয় হয়ে থাকে আমার
মাথার পেছনে
আর কেউ দেখুক বা না দেখুক
আমি ঠিক টের পাই
অভিমান আমার ওষ্ঠে এনে দেয় স্মিত হাস্য
আমি এমনভাবে পা ফেলি যেন মাটির বুকেও
আঘাত না লাগে
আমার তো কারুকে দুঃখ দেবার কথা নয়।

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


কবিতার মূলভাব:


কবিতাটি সম্পর্কে বুঝার জ্ঞান কিংবা এই কবিতাকে বিশ্লেষণ করার মতো এত সাহস আমার নেই।তবুও একটু খানি চেষ্টা করছি।আমি জানি ভুলভাল ব্যাখ্যা করবো।আর তাই আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের থেকে।🙏


আমি মনে করি কবি বুঝাতে চেয়েছেন ব্যর্থতাই কেবল জীবনের সঙ্গী।আর ব্যার্থতা আছে বলেই আমরা জীবনে সফলতার স্বাদ পাই।মানুষ জীবনে ব্যর্থ হতেই পারে,কিন্তু ব্যার্থতা মানে সবকিছু শেষ নয়।বরং ব্যার্থতা মানে জীবনে ঘুরে দাঁড়ানোর এক নতুন সূচনা।আজ ব্যর্থ বলেই কবি এত সুন্দর একটি কবিতা লিখেছেন।হয়তো তিনি যদি তার জীবনে সেই সময়ে খুব সফল হতেন হয়তো তিনি আজ এই সফলতা পেতেন না।জীবনে মানুষ আমাকে নিয়ে কি ভাবলো বা কি ভাবছে সেদিকে বিন্দু মাত্র তাকানোর সময় নেই।আমি কে?আমি কেমন সেটা নিয়েই মনে হয় আমাদের থাকা উচিত।তবে আজকে যারা সফল মানুষ তাদের দিকে একটু তাকান দেখবেন তাদের চাওয়া পাওয়ার এখনো শেষে নাই।ওরা তো কেবল জীবনের পিছনেই ছুটছে,তাদের শুধু আরো চাই।কিন্তু তারা কখনো জীবনটাকে উপভোগ করে দেখে নি। বস্তুত ওই সফল জীবনে কোনো স্বাদ নেই।আমি যে অবস্থানে আছি সেখান থেকে আমার নিচের দিকে যারা অবস্থান করছে তাদের দিকে একটু তাকান তাহলে বুঝতে পারবেন,জীবন অনেক সুন্দর এবং আপনি বেশ সুখে আছেন।তাই কেউ আপনাকে গুরুত্ত দিলো কি না সেটা বড়ো কথা নয়।ঠিক আপনি নিজেকে কতটা গুরুত্ত দিলেন সেটাই বড় কথা।ব্যার্থতা জীবনে আসবে আর আমাদের মনে রাখতে হবে ব্যর্থতাই জীবনের সবচেয়ে বড় সফলতা।বরং বেশি অহংকারী না হয়ে নম্র ভদ্র হয়ে জীবনটা উপভোগ করাই সবচেয়ে আনন্দের।

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp



যাইহোক অনেক কিছুই বললাম অনেক আবৃত্তি হলো।এবং আজকের মত এখানেই শেষে করছি।আমার বিশ্বাস আমি আপনাদের প্রত্যাশা মিটাতে পেরেছি।আর যদি পারে থাকি তাতেই আমার শান্তি আর বেশি কিছু লাগবে না আমার।এবং আপনাদের সবার অগাধ ভালোবাসা আমাকে নিয়ে যাবে দুর থেকে আরো বহুদূরে। ভালো থাকেন সুস্থ থাকেন কাল দেখা হচ্ছে হ্যাংআউট এ ইনশাল্লাহ।




আল্লাহ হাফেজ🌿




Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাহ! দারুন হয়েছে আপনার কবিতা আবৃত্তি। সাথে নতুন সংলাপ এ্যাড করার জন্য আরো বেশী মনোরম হয়ে উঠেছে। অনেক অনেক শুভকামনা আপনার জন্য♥♥

জ্বি আপু প্ল্যান ছিলো একটু ব্যাতিক্রমধর্মী কিছু উপস্থাপনা করার।এবং আমার মনে হয় সেটা আমি পেরেছি।তবে প্রশংসা বরাবর আমার জন্যে অনুপ্রেরণা।🖤

অনেক ভাল হয়েছে ভাই আপনার আবৃত্তি। অনেক মায়ামাখা কন্ঠে আবৃতি করেছেন। আশা করি ইউনিং লিস্ট এ থাকবেন। ধন্যবাদ আপনাকে

এবার ছিলাম না ভাই।কেন যে ছিলাম না!হয়তো আমার টা এবার ভালো হয় নি এই জন্যে।তবে হতাশ হই নি মোটেও।ইনশাল্লাহ সামনে ভালো কিছুই অপেক্ষা করছে আমার জন্য।

ভাই একদম কাঁপিয়ে তুলেছেন। সত্যিই আপনার কন্ঠে এই ব্যর্থ প্রেম কবিতাটি আবৃত্তি শুনতে পেয়ে আমার খুবই ভালো লাগছে। আবৃতি খুবই ভাল হয়েছে। আমি কয়েকবার শুনলাম, সত্যি অসাধারণ প্রতিভা আপনার। শুভ কামনা রইল।

কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাই।আসলে এমন ভালোবাসায় আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়।আশা করছি এভাবেই পাশে থাকবেন সবাই ।

ভাই আপনার কণ্ঠস্বরের সঙ্গে ছবিতে দেখা মানুষটাকে আমি কিছুতেই মেলাতে পারিনা। সত্যিই আপনার কন্ঠ মনে হয় একেবারে কবিতা আবৃত্তি করার জন্যই তৈরি হয়েছে। দারুন আবৃত্তি করেন আপনি। আর নিজের মত করে কিছু সংলাপ যোগ করায় অন্য রকম লাগলো। শুভকামনা রইল আপনার জন্য

আর লজ্জা দিয়েন ভাই।আপনার কন্ঠ ও কিন্তু সেই ভাই।একদম ভারী এবং পার্ফেক্ট।আপনার আবৃত্তি টাও আমি উপভোগ করেছি।😍

বাহ!! পুরাই অসাধারন হয়ছে ভাই । কবি আর পথচারীর মাঝের কথোপকথন আমার কাছে বেশি ভালো লেগেছে। আপনি খুব সুন্দর করে আবৃত্তি করতে পারেন। আজকের কবিতাটিও সুন্দর করে আবৃত্তি করেছেন। ❤️

চেষ্টা করেছি ভাই একটু বাতিক্রমধর্মি করে উপস্থাপন করার তবে আপনাদের ভালোবাসা দেখে মনে হচ্ছে আমি পেরেছি।😍
যাইহোক ভাই ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

প্রথম থেকে শেষ পর্যন্ত দারুন হয়েছে। অসাধারণ, অসাধারণ । সুন্দর কন্ঠস্বর স্পষ্ট উচ্চারন সবমিলিয়ে খুবি ভাল লাগলো কবিতাটি। ধন্যবাদ বাদ ভাই । ভাল থাকবেন।

আপনার টাও কিন্তু অসাধারণ ছিল ভাই।আর শেষমেষ তো কোপ দিয়েই দিলেন হাহা😍।আসলেই ভাই আপনার টা সেরা ছিল।🤟

আপনি চমৎকার ভাবে কবিতাটি আবৃতি করেছেন। আপনার কবিতা আবৃতি শুনে আমার খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের কবিতা আবৃতি আমাদের সাথে শেয়ার করার জন্য।

ভাই আমি চেষ্টা করি সবসময় ভালো কিছু আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য।এবং আপনাদের ভালোবাসায় বলে দেয় আমি সেটা পেরেছি ঠিকঠাক মত।এভাবেই পাশে থাকবেন ভাই সামনের দিনগুলোতে

আপনার সুন্দর কবিতা আবৃত্তি শুনে মুগ্ধ হয়ে গেলাম। যতকক্ষণ কবিতা আবৃত্তিতে শুনছিলাম মনে হচ্ছিল আমি এক অন্য জগতে ছিলাম। এভাবেই এগিয়ে যান বহুদূর। শুভ কামনা রইলো।

বলেন কি আপু এর থেকে বড় কমপ্লিমেন্ট আর কি হতে পারে।মনে থেকে অনেক ভালোবাসা রইলো আপু আপনার জন্য।আশা করি সামনের দিন গুলিতে এভাবেই পাশে থাকবেন।😍

আপনার আবৃত্তি করা এই কবিতাটি ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক ভালো লেগেছে ভাইয়া। কবিতাটি আবৃত্তি করার প্রথমে আপনি দুজন মানুষের মধ্যকার একটি সংলাপ আমাদের মাঝে উপহার দিয়েছেন যা কবিতার সৌন্দর্য টাকে আরো বেশি বৃদ্ধি করে দিয়েছে। অধীর অপেক্ষায় ছিলাম আপনার কন্ঠে এই কবিতাটি শোনার জন্য।

আপনার কাছে আমি কৃতজ্ঞ ভাই।আসলে আপনি যেভাবে আমাকে অনুপ্রেরণা দিয়েছেন এটাই আমার জন্যে বড়ো পাওয়া।আমি প্রথম হওয়ার স্বাদ আপনার মন্তব্য থেকেই পেয়ে গেছি,আর কিছু না হইলেও চলবে😍

ব্যর্থ প্রেম সুনীল গঙ্গোপাধ্যায় এর কবিতাটি অত্যন্ত সুন্দরভাবে আপনি আবৃত্তি করেছেন। অনেকটা প্রফেশনাল আবৃত্তির মতোই লাগছে। ধন্যবাদ আপনাকে।