শুভেচ্ছা স্বাগতম
সম্মানিত আমার বাংলা ব্লগ বাসি আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ও নিরাপদে আছেন।এবং সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ ও একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে এই পোস্ট।
বাসায় আসার পর ভাবতেছিলাম আমার প্রিয় জায়গায় আমার সৃতির আড্ডাখানায় খোলাহাটি ক্যান্টনমেন্টে যাবো গিয়ে একটু ঘুরাঘুরি করে সবার সাথে দেখা করে আসবো।কিন্তু ব্যাস্ততার কারণে সময় এই হয়ে উঠতেছিল না।আজকে একটু সময় পেয়েছি তাই আমি ও আমার দুই ছোট ভাই মিলে খোলাহাটি ক্যান্ট এ যাই।এবং সেখানে গিয়ে পরিচিত সবার সাথে দেখা এবং আড্ডা মারলাম কিছুক্ষণ।কিন্তু একটি বিষয় লক্ষ করার মতো ছিলো এই জায়গাটা আগের থেকে অনেকটাই পাল্টে গিয়েছে এই অনুন্নত শহর টাতে যেনো উন্নতির ছোঁয়া লেগেছে,দেখে অবশ্য ভালই লাগলো।
image source
সবার সাথে আড্ডা প্রায় শেষ অনেকদিন সবার সাথে দেখা হয় নাই।সবার সাথে অনেকদিন পর দেখা হওয়াতে সবাই অনেক খুশি এবং বিশেষ করে আমার অনেক ভালো কেটেছে ওই মুহূর্তটি।তো আড্ডা শেষে ছোট দুইভাই কে জিজ্ঞেস করলাম এখানে তো একটা নতুন রেষ্টুরেন্ট দিয়েছে নাম শুনছি কখনো যাওয়ার সৌভাগ্য হয় নাই চলো আজকে যাই।আমি যতদিন খোলাহাটি ক্যান্ট এ পড়াশুনা করেছি তখন ক্যান্ট এর বাইরে সর্বসাধারণ এর জন্য কোনো রেষ্টুরেন্ট ছিল না।এই প্রথম সেনাবাহিনীর উদ্যোগে সবার জন্য উন্মুক্ত রেষ্টুরেন্ট এর ব্যাবস্থা করেছে তারা।এরপর আমরা হালকা নাস্তা করার জন্য সেখানে যাই।
image source
রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করে আমরা সত্যিই মুগ্ধ হয়ে যাই খুব সুন্দর আর মনোরম পরিবেশে সাজানো এই খোলাহাটি ক্যাফে।আর হবেই বা না কেনো যেখানে খোদ স্টেশন কমান্ডার নিজেই এই ক্যাফে এর জন্য অনুমোদন দিয়েছেন এবং নিজ সেনাবাহিনী দ্বারা নির্মিত ও পরিচালিত।বিশেষ করে দেয়ালের কারুকার্য আর লাইটিং গুলো বেশি আকর্ষণীয় ছিলো।
image source
এরপর আমি মেনু দেখে ছোট দুইভাই কে জিজ্ঞেস করি তোমরা কি খাবা?ওরা জানায় আমি যা অর্ডার দিবো তাই। তো ভাবলাম চলো আজকে বার্গার খাওয়া যাক।আমি মেনু দেখে বিফ বার্গার অর্ডার করলাম।এবং ওয়েটার অর্ডার নিয়ে চলে গেলো।ঠিক একটু পরেই বার্গার চলে আসলো এবং আমরা খাওয়া শুরু করলাম কিন্তু দুঃখের বিষয় হলো দাম অনুযায়ী মান আর স্বাদ একটাও ঠিক ছিলো না।কেমন জানি সস্তা বার্গার গুলোর মত মনে হচ্ছিল।কিন্তু অগুলার কি আর তোয়াক্কা আছে অনেকদিন পর প্রিয় জায়গায় এসেছি এটাই বিশাল কিছু ছিল আমার কাছে।
image source
এরপর খাওয়া দাওয়া শেষে দেখতেছি সবাই ছবি তুলতেছে।ভাবলাম আমরাও দুই একটা ছবি তুলি তাই আমিও একটা ছবি তুললাম।এরপর সেখান থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।