শুভেচ্ছা স্বাগতম
সম্মানিত আমার বাংলা ব্লগ বাসি সবাইকে জানাই আমার আন্তরিক শুচ্ছে ও প্রাণঢালা অভিনন্দন।আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের পোস্ট শুরু করছি।
অনেকদিন থেকেই ভাবতেছি একটা গান কভার করে আপনাদের শুনাই।কিন্তু সময় আর পরীক্ষার ব্যাস্ততার কারনে সেই সুযোগ হয়ে উঠেনি।অবশেষে পরীক্ষাও শেষ এবং সেই সুযোগ ও হয়ে এলো।আজকে আমি আপনাদের যে গানটি শুনাবো সেটি হচ্ছে ওপার বাংলার ব্যান্ড "মহিনের ঘোড়াগুলি থেকে একটি জনপ্রিয় গান ভালোবাসি হায়।"
আমার কণ্ঠে গানটি কভার করার চেষ্টা করেছি: |
---|
গানের নাম | ব্যান্ডের নাম | রিলিজ | কথা ও সুর | অ্যালবাম | ভোকাল |
---|---|---|---|---|---|
হায় ভালোবাসি | মহিনের ঘোড়াগুলি | ১৯৭৭ | রঞ্জন ঘোশাল,তাপস দাস ও তাপেশ বন্ধপদ্ধায় | মায়া | তাপস দাস ও তাপেস দাস |
গানের কথা:
ভালোবাসি জ্যোৎস্নায় কাশ বনে ছুটতে
ছায়া ঘেরা মেঠো পথে ভালোবাসি হাঁটতে
দূর পাহাড়ের গায়ে গোধূলীর আলো মেখে
কাছে ডাকে ধান খেত সবুজ দিগন্তে।
তবুও কিছুই যেন ভালো যে লাগে না কেন
উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন
কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও।
ভালো লাগে ডিঙ্গি নৌকায় চড়ে ভাসতে
প্রজাপতি বুনো হাঁস ভালো লাগে দেখতে।
জানলার কোণে বসে উদাসী বিকেল দেখে
ভালোবাসি এক মনে কবিতা পড়তে।
তবুও কিছুই যেন ভালো যে লাগে না কেন
উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন,
কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও।
যখন… দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে
শুধুই.. ফসল ফলায় ঘাম ঝরায় মাঠে প্রান্তরে
তখন.. ভালোলাগে না, লাগে না কোন কিছুই
সুদিন.. কাছে এসো,
ভালোবাসি একসাথে এই সব কিছুই।
ভালোবাসি পিকাসো, বুনুয়েল, দান্তে
বিট্ল্স্, ডিলান আর বেথোফেন শুনতে ।
রবিশঙ্কর আর আলি আকবর শুনে
ভালোবাসি ভোরে কুয়াশায় ঘরে ফিরতে।
তবুও কিছুই যেন ভালো যে লাগেনা কেন
উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন,
কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও।
যখন.. দেখি ওরা কাজ করে গ্রামে-বন্দরে
শুধুই.. ফসল ফলায় ঘাম ঝরায় মাঠে প্রান্তরে
তখন.. ভালোলাগে না, লাগে না কোন কিছুই
সুদিন.. কাছে এসো,
ভালোবাসি একসাথে এই সব কিছুই।
গানের মূলভাব:গানটি একটি গভীর তাৎপর্যপূর্ণ অর্থ বহন করে।আসলে ব্যান্ড গান এমনই হওয়া উচিত।এবং গানটি একটা মাস্টারপিস এবং ১৯৭৭ সালের পর থেকে গানটির জনপ্রিয়তা এখনো বিন্দু মাত্রও হ্রাস পায় নি।গানটির মাধ্যমে উপস্থাপন করতে চেয়েছে এই প্রকৃতির মাঝে মিশে যেতে ভালো লাগে,ভালো লাগে ডিঙি নৌকায় চড়ে ভাসতে।কিন্তু এই সব কিছু যারা বাচিয়ে রেখেছে যাদের অবদান বেশি তারাই এই সমাজে উপেক্ষিত।এটা কার ভালো লাগে।তাইতো গানে গানে বলেছেন সুদিন তুমি কাছে আসো। |
---|
মন্তব্য:গানটি শুনতে যেমন শ্রুতিমধুর ঠিক ততটাই গানের কথা গুলো হৃদয় ছুঁয়ে যায়।আশা রাখি এই গানে গানে একদিন এই সুদিন ফিরে আসবে। কৃষকরা তাদের সম্মান ও অধিকার ফিরে পাবে। |
---|
ওয়াও ভাই আপনার গান তো অসাধারণ হয়েছে। টিউন ছাড়া ভালোই গেয়েছেন আপনি। আসলে কালজয়ী এসব গান কখনো পুরাতন হয়না। আপনাকে ধন্যবাদ দিতে চাই এরকম একটি গান আমাদের সাথে শেয়ার করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit