নিজের উপর আত্মবিশ্বাস রাখা খুব জরুরি ||

in hive-129948 •  2 years ago 

"আমার বাংলা ব্লগে আপনাদের সকলকে জানাই আমার সালাম"


today 21 August,2022
আজ ০৬ ভাদ্র,১৪২৯ বঙ্গাব্দ


self-confidence-2121159_640.webp

image source

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


মার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শুরু করছি আমার আজকের এই ব্লগ।আশা করি আমি আমার দক্ষতার মাধ্যমে আপনাদের সকলের নিকট ভালো কিছু উপস্থাপন করতে সক্ষম হবো,এবং আপনাদের ও ভালো লাগবে।


ভালো নাই আমি।কেনো ভালো নাই সেটাও ঠিক বুঝে উঠতে পারছি না।এই মুহূর্তে ঠিক কি করা দরকার সেটাও ঠিক করতে পারতেছি।সবমিলিয়ে বলা যায় এক টালমাতাল অবস্থায় আছি।এদিকে রাতের বেলা ঘুমের সাথে যুদ্ধ চলে রীতিমত তারপরেও নির্ঘুম রাত পার করতে হয়।মাঝে মাঝে মনে হয় করে গেলে হয়তো বেচে যেতাম।


তো আজকে কলেজ এর শেষ ক্লাস ছিলো।ক্লাস বললে ভুল হবে কারণ ক্লাস তো কয়দিন আগেই শেষ হয়েছে।আজকে মূলত একটা ভাইবা ছিল।তো সেই হিসেবে কলেজে সবার সরব উপস্থিতি ছিল কারণ বাদ পড়লেও প্রাকটিকাল নম্বর মিস।তো মেম আসতে দেরি হওয়ায় ভাইবা শুরু হয় 9 টার দিকে।এদিকে শান্তিপূর্ণভাবে ভাইবা চলে।তো হটাৎ করেই মাঝে অন্য আরেকটা স্যার চলে আসে।উনি মূলত আমাদের ভাইবা নিতে আসে,উনি আবার অন্য কলেজ এর শিক্ষক।উনি হটাৎ মাঝপথে ভাইবা শেষ না করেই উনি ক্লাসে আসেন। ক্লাসে এসে প্রথমেই সবাইকে নিজের পরিচয় দিলেন এবং আমাদের সাথে কুশল বিনিময় করেন।এবং আমাদের সাথে কিছু উপদেশমূলক কথা শেয়ার করেন।


LMC_20220820_100639729_📸DSLR premium by Riyan (lmc8.4).jpg

image source

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


তো উনি ভাইবা নিতে নিতে এক পর্যায়ে একটু অতিষ্ট হয়ে যান।মূলত সবার শোচনীয় অবস্থা দেখে তার এই অবস্থা।কারণ ভাইবায় কেউই ঠিকঠাক ভাবে প্রশ্নের উত্তর দিতে পারছে না আবার কেউ স্মার্টলি কথাও বলতে পারতেছে না।এই নিয়ে তিনি বেশ হতাশ কারণ আমরা এখন ডিপ্লোমার শেষ ভাগে এসে পৌঁছেছি অথচ তেমন কিছুই জানি না।আর ডিপ্লোমা শেষে যখন কম্পিটিটিভ মার্কেটে যাবো তখন জব পাওয়া আমাদের জন্য অনেকটাই দুঃসাধ্য হয়ে দাঁড়াবে। তো আমাদের এই বেহাল অবস্থা দেখে বললেন দেখো বাবারা আমি জানি তোমাদের এখনো অনেক লেক আছে।আর এই অবস্থায় তোমরা কখনোই কোনো জব পাবা না।তাই তোমাদের হাতে এখনো যতটুক সময় আছে সেটাকে কাজে লাগাও।তিনি আরো বলেন জীবনে দুইটা জিনিস মনে রাখবা ১.নিজের উপর কখনো আত্মবিশ্বাস হারাবা না ২.নিজেকে সবসময় স্মার্টলি উপস্থাপন করবা এবং পরিবেশের সাথে সবসময় নিজেকে মানায় চলবা।কারণ এই বর্তমান বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে সবার সাথে যদি তাল মিলিয়ে চলতে না পারি তবে এই প্রতিযোগিতার বাজারে টিকিয়ে রাখা অসম্ভব প্রায়।আর ক্লাসে যখন উনি কথাগুলো বলতেছিল সবাই বেশ মনোযোগ দিয়ে শুনছিল আমিও শুনতেছিলাম।আর নিজের মধ্যে কিছু আত্মবিশ্বাস গুলো একটু দানা বাধতেছিল।আসলে আমাদের একটা কথা খুব বিশ্বাস করা উচিত সেটা হচ্ছে আমাদের প্রত্যেকেরই একটা নিজস্ব সত্তা আছে।আমাদের প্রত্যেকেরো ক্ষমতা আছে কিছু করে দেখানোর।কিন্তু সমস্যা আমাদের একটাই আমাদের নিজেদের উপরই আমাদের বিশ্বাস নাই।আমরা নিজেকে নিয়েই দ্বিধাদ্বন্দ্বে থাকি এই জন্যে আমাদের ভিতরের সত্তাটাকে জাগ্রত করতে পারি না।


IMG_0178.JPG

image source

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


তবে যাইহোক আমি মনে করি এইসব মোটিভেশনাল কথাবার্তা মানুষের জীবনের খুব একটা প্রভাব ফেলতে পারে না।এই কথাগুলো কেবল মাত্র শুনতেই ভালো লাগে।আমরা সবাই জানি কিভাবে কি করলে কি হয়।তাই আমি মনে করি যতক্ষণ পর্যন্ত না আমরা নিজেই নিজেকে চিনতে পারব নিজের সত্তাকে জাগ্রত করতে পারবো ততক্ষন পর্যন্ত নিজের দ্বারা কিছুই সম্ভব না।যদি মোটিভেশন এর কথাগুলো পানিতে চুবিয়ে খাওয়ানো হয় আমাদের তাতেও কিছু হবে না ।ওই পর নির্ভশীল হয়েই থাকতে হবে।সবাই তো মোটিভেশন শুনে শুনে বড় হয় কিন্তু সফল হয় কয়জন।তবে মোটিভেশন ও দরকার আছে তবে মানুষের জীবন পরিবর্তনের জন্যে অতটাও নয়।যাইহোক অনেক লেখালেখি হইছে তাই আজকের মত এখানেই শেষ।সবাই ভালো থাকবেন।



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি অনেক সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন। আসলেই নিজের প্রতি বিশ্বাস না রাখলে আমরা কোন কিছু সঠিকভাবে করতে পারিনা। নিজের প্রতি বিশ্বাস ও নিজের আগ্রহ থাকলে আমরা সব কিছুই সব সময় করে থাকতে পারি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি বিষয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য

নিজের উপর বিশ্বাস রেখেই এগিয়ে যেতে হবে।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

ভাই আপনার লেখাটি পড়ে অনেক ভালো লাগলো। তবে একটি কথা সত্যি কি যে জগতে বড় হয়েছে তারা কিন্তু মোটিভেশন হয়ে বড় হয়েছে। তাই মটিভেশনকে ছোট করে দেখার কোন উপায় নেই। নিজের উপর তখনই আত্মবিশ্বাস আসবে যখন দেখা যায় অন্যে সফলতা লাভ করছে‌।

ভাই সবাই তো মোটিভেশন হয়ে সফল হতে চায় কিন্তু হয় না কেন?সফল তারাই হয় যারা নিজের উপর বিশ্বাস রেখে পরিশ্রম করে যায়।মোটিভেশন কেবল মুখের বুলি যা শুনতেই কেবল ভালো লাগে তাছাড়া আর কিছু না।