শেয়ার করো তোমার উৎসবের ভ্রমণ কাহিনী || প্রতিযোগিতা-১৭ || 10% for @shy-fox

in hive-129948 •  2 years ago 

"আমার বাংলা ব্লগে আপনাদের সকলকে জানাই আমার সালাম"


today 09 May,2022
আজ ২৬ই বৈশাখ,১৪২৯ বঙ্গাব্দ


Picsart_22-05-10_00-06-33-224.jpg

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


মার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শুরু করছি আমার আজকের এই ব্লগ।আশা করি আমি আমার দক্ষতার মাধ্যমে আপনাদের সকলের নিকট ভালো কিছু উপস্থাপন করতে সক্ষম হবো,এবং আপনাদের ও ভালো লাগবে।


প্রত্যেকবারের ন্যায় এবারও দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করেছে আর বাংলা ব্লগ।তবে এবারের প্রতিযোগিতাটা আমার কাছে মনে হচ্ছে বেশি আকর্ষণীয় হবে।কারণ ঈদ উৎসবের ঘুরাঘুরি কে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এবারের প্রতিযোগিতা।যদিও ঈদ আনন্দ অনেকটাই পানসে লাগে আমার কাছে এখন।কিন্তু কেবল মাত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ উদ্দেশ্যে এবং বন্ধুদের সাথে দেখা করার নিমিত্তে ঈদের দিন বিকেলে একটু ঘুরতে বের হয়েছিলাম। তো যাইহোক সেই গল্পই আজকে শেয়ার করতে চলছি আপনাদের সাথে,আশা করি ভালো লাগবে😍।


ভৌগলিক অবস্থান:

দেখুন আমি প্রথমেই বলছি আমি কোনো দর্শনীয় স্থানে ভ্রমণ কিংবা দর্শন করার জন্যে মোটেও বের হই নি।কেবল মাত্র বন্ধুদের সাথে দেখা,এবং সুন্দর একটি মুহূর্ত উপভোগ করার জন্য বেরিয়েছিলাম।আর যে জায়গাতে ঘুরতে গেছি সেখানেও বেশিক্ষণ থাকা হয় নি,অতিরিক্ত লোক সমাগম এর জন্য। তো জায়গাটির অবস্থান হচ্ছে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায়।এবং পার্বতীপুর থেকে রংপুর রুটে একটি ক্যানেল আছে এবং ক্যানেল এর দুই ধারে খুব সুন্দর পাড় সাথে গাছ।অর্থাৎ বলা যায় বিকলের সুন্দর মুহূর্ত পার করার জন্য বেশ উপযুক্ত জায়গা,তবে দর্শনীয় কোনো জায়গা টায়গা নয় কোনো🤪

IMG_20220509_215623_644.jpg

IMG_20220509_215612_407.jpg


ডিভাইস: মোবাইল
অবস্থান:

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


ঈদের দিন এমনিতেই সারারাত ঘুম হয় নি তারউপর নামাজ পড়ে এসে ছোট ভাইদের সাথে খেলছি ক্রিকেট।আর এদিকে সাগর ও বার বার ফোন দিচ্ছে দিয়ে বলতেছে কই তুই তাড়াাড়ি আয় আমরা সবাই তোর জন্য অপেক্ষা করতেছি।শেষমেষ আমি আর আমার আরেক বন্ধু সাথে ছিলো এক ছোটভাই টিজন বাইকে করে রওনা দিলাম পার্বতীপুর এর উদ্দেশ্যে।


IMG_20220509_215604_736.jpgIMG_20220509_215615_528.jpg


ডিভাইস: মোবাইল
অবস্থান:

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


রাস্তা দিয়ে ঠিঠাকমতো যাচ্ছিলাম কিন্তু অল্পের জন্যে প্রাণে রক্ষা পেয়েছি।মোটরসাইকেলে বেশ সাভাবিক গতিতেই যাচ্ছি আমরা।আর সেদিন রাস্তায় এত ভিড় ছিল আমার মনে হয়,যে নাবালক এর এখন দুধের দাত পড়েনি সেও বাইক নিয়ে বেরিয়েছে।পুরায় অসস্তিকর একটা ব্যাপার।না পারে ভালো করে ড্রাইভ করতে,খালি মানুষকে ভাব দেখানোর জন্য পিকাপ ঠেকায় দিয়ে বসে আছে এদিকে গাড়ি কোনদিক যায় যাক।আর এইসব কারণে ঈদের দিন বের হতে খুব একটা ইচ্ছে করে না। তো একটা গাড়িকে আমরা ক্রস করছিলাম গাড়ির স্পিড সাভাবিক সাথে সিগনাল ও ছিল কিন্তু ওই পাশ থেকে ভূতের মত একজন আসলো আর আমাদের গাড়ির ব্রেক ধরায় পিছনের চাকা স্লিপ করে গেলো,শুধু কপাল ভালো বেচে গিয়েছি।নাহলে হসপিটাল এর বেড়ে চিৎপাডাং হয়ে থাকা লাগতো।যাইহোক তারপর গেলাম সেই ক্যানেল,কিন্তু বিশ্বাস করুন রাসেল ভাই সেখানে যাওয়ার পর মনে হচ্ছিল আবার ঘুরে বাড়ি যাই 🥱।এতটাই ভিড় যে সেখান থেকে পার্বতীপুর যাওয়ার রাস্তা পুরোটাই জ্যামে ভর্তি।একজন মানুষ যে যাবে সেই অবস্থাও নেই। অথচ এই রাস্তা সারাবছর ফাঁকা।আর ক্যানেল এর পাড়ে কি ঢুকবো সেখানে তো আরো বেহাল অবস্থা।

IMG_20220509_215607_131.jpgIMG_20220509_215642_728.jpg

IMG_20220509_215601_666.jpg

IMG_20220509_215609_086.jpgIMG_20220509_215610_873.jpg

IMG_20220509_215629_646.jpg


ডিভাইস: মোবাইল
অবস্থান:

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


অবস্থা খারাপ দেখে ভিতরে ঢুকার সাহস আর করলাম না।সাইডে এসে সবার সাথে ছবি তুলা এটা সেটা করলাম।যাইহোক সাগর আর ইব্রাহিম কে তো কমবেশি সবাই চিনেন।আর ওপর দিকে সাদা পাঞ্জাবি পরা যে ছেলেটি তার নাম মুন প্রায় এক বছর পর ওর সাথে দেখা। ওহ এখন ঢাকা ইউনভার্সিটিতে অ্যাপ্লাইড ম্যাথ নিয়ে পড়ছে।আর কালো পাঞ্জাবি সে হইল আমাদের সুন্দরী আপা এবার মেডিকেলে চান্স পাইছে।ওর নাম হচ্ছে মেহেরাজ।আগে এমন কোনোদিন নাই ওদের সাথে আড্ডা হতো না,তবে এখনো হয় কিন্তু ভার্চুয়ালি।কোথাও গেলে সবাই একসাথে যেতাম সবসময়।আর সেই তাদের সাথেই দেখা নাই প্রায় এক বছর। মেহেরাজ এর সাথে প্রায় দেখা হয় বাড়িতে গেলে তবে মুন এর সাথে দেখা হয় না বললেই চলে।কারণ ও আসলই প্রায় এক বছর পর।ঢাকাতেই থাকে বেশিরভাগ সময়,মানুষ পরিবর্তন হলে যা হয় আরকি🤪।তারপর তাদের সবার সাথে বেশ খোশ গল্প। মুন আগে থেকেই একটু গল্প ছাড়ে বেশি,তবে সে এবার তার অনুভূতি গুলা খুব মন খুলে শেয়ার করলো আমাদের সাথে।সে নাকি ঢাকায় টিউশনি করায় দুইটা টিউশনি 20 হাজার টাকা।এবং তার ভবিষ্যত নিয়ে বেশ গল্প ঝারলো আমাদের মাঝে।তাদের কথা বার্তা শুনে এক পর্যায়ে আমি বিরক্ত হয়ে বললাম ভাই বকর বকর বাদ দে তোরা চল এই গেঞ্জাম থেকে বের হই আগে।

IMG_20220509_215619_978.jpg

IMG_20220509_215621_910.jpg

IMG_20220509_215653_215.jpg

IMG_20220509_215654_828.jpg

IMG_20220509_215656_457.jpg


ডিভাইস: মোবাইল
অবস্থান:

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


যেহেতু রাস্তা সামনে দিয়ে পুরো ব্লক আর পার্বতীপুর ঢুকার ও কোনো উপায় নাই ।তাই বাধ্য হয়ে কয়েক কিলোমিটার ঘুরে বাই রোড দিয়ে পার্বতীপুরে ঢুকতে হয়েছিল।তারপর রেষ্টুরেন্ট এ গিয়ে ঢুকে আরো মাথা খারাপ অবস্থা নাই কোনো সিট 🤣।তারপর দেখি একটা টেবিলে সবার খাওয়া অর্ধেক শেষের পথে ওই টেবিল বুকিং দিয়ে বাইরে এসে বসে আছি।তারপর কোনরকম কষ্ট করে সিট নিলাম।কিন্তু এদিকে ওয়েটার কে ডাকতে ডাকতে হয়রান।আবার অর্ডার দিয়ে বসে আছি খাবার এর কোনো পাত্তা নাই।যাইহোক শেষমেষ দিছে সবাই মিলে বসে তৃপ্তির ঢেঁকুর তুলে খাইলাম এই আরকি😍।তবে আর যাইহোক খুব কাছের মানুষ গুলোর সাথে অনেকদিন পর দেখা এটাই অনেক কিছু।



সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের মত এখানেই বিদায় নিচ্ছি।



আল্লাহ হাফেজ🌿




8SzwQc8j2KJZWBXFXnbnQ1FtoZhRqrTWozhqoqWHpGmpmnKbH2aXgvEHL86Grag4XAKog4igp4yqWuDvpB3jnZYauA71PhjLSqVVjyBkKwBxpSheevA.png

আমার পরিচয় :

প্রথমত আমি একজন বাঙালি।এবং দ্বিতীয় আমি একজন আমার বাংলা ব্লগ এর নিবেদিত সৈনিক।আপাতত এতটুকুই অর্জন করতে পেরেছি। তারপরেও যদি বলতে হয় আমি একজন ছাত্র এবং শিক্ষানবিশ হিসেবে সবার কাছ থেকেই শিখছি।সেই সাথে আমি স্বাধীন চেতা ভাবুক শ্রেণীর একজন ব্যাক্তি।নিজের চিন্তা ভাবনা গুলোকে ব্লগে প্রকাশ করার এক অনন্য প্লাটফর্ম পেয়ে আজ আমি গর্বিত।সবসময় নিজেকে আবিষ্কার করি ভিন্ন এক রূপে আর নিজের আবিষ্কার গুলো প্রকাশ করি আপনাদের সামনে।


45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZuj6oTYKs1WsMYL4GjvYG8jyHvkLUASU9U7Y2WqhDjpgqe1KPEzN7jG6YN7NQ...mcwa2hjjKJYshWHKGUWNaMKwm8JQJfFkzq1wnaVJP8bHftgupwV2ndY1mzFkthygVSsL4V9Rt51ksbGZpNUu9FPxSstPSnWwHgF3SYhKeeZuufdGBrCXiJ8gAS.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81R73dHAE6Ew3WjyveXn6UfQ8ahESLfvvdHjthdnPNKJby2matSBUDur7QMrVroCpwxQmohTSZHpBAXjQT9ZkpEa.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZuj6oTYKs1WsMYL4GjvYG8jyHvkLUASU9U7Y2WqhDjpgqe1KPEzN7jG6YN7NQ...mcwa2hjjKJYshWHKGUWNaMKwm8JQJfFkzq1wnaVJP8bHftgupwV2ndY1mzFkthygVSsL4V9Rt51ksbGZpNUu9FPxSstPSnWwHgF3SYhKeeZuufdGBrCXiJ8gAS.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। দেখে বোঝা যাচ্ছে আপনি খুবই সুন্দর একটি সময় অতিবাহিত করেছেন আপনার বন্ধুদের সাথে।। এভাবে বন্ধুদের সাথে ঘুরতে আমার কাছে অনেক ভালো লাগে।। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা পোষ্ট শেয়ার করার জন্য।

আশা রাখছি আপনিও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।আমারও ভালই লাগছিল সেদিন বন্ধুদের সাথে ঘুরতে।এবং তাদের সাথে বেশ গল্প করেছি।

ওয়াও আপনার ভ্রমণ কাহিনী দারুন ছিল বন্ধুদের সাথে দেখা করার পাশাপাশি খুব সুন্দর মত পার করলেন ।জায়গাটি দেখে অনেক ভালো লাগলো এরকম মুহূর্ত উপভোগ করতে সবাই পছন্দ করে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

প্রথম কারণ ছিল বন্ধুদের সাথে দেখা করা এবং দ্বিতীয় কারণ ছিল প্রতিযোগিতায় অংশগ্রহণ ।এবং সব মিলিয়ে সেইদিন দারুন কিছু মুহূর্ত কাটিয়েছি।আর বন্ধুদের সাফল্য শুনে গর্বে বুকটা ফুলে উঠেছিল।🖤

আসলে বন্ধুদের সাথে মোটরসাইকেলে করার মধ্যে একটি অন্যরকম এর অনুমতি রয়েছে। আসলেই এখন রাস্তায় মোটরসাইকেল চালানো অনেক কষ্টকর হয়ে গেছে কেননা এত ছোট ছোট বাচ্চারা এত গতিতে মোটর সাইকেল চালায় যা দেখে নিজেরই ভয় করে।

পার্বতীপুর ভ্রমণের পরে আপনি আপনার মানুষের সাথে রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করেছেন। আসলে খাবার গুলো দেখে আমার অনেক লোভ হচ্ছিল ভাইয়া।

আর বইলেন না এইসব ইচড়ে পাকা ছেলেপেলেদের জ্বালায় এখন রাস্তায় চলাচল মুস্কিল হয়ে গেছে।আর হ্যা খাবে গুলো সত্যি ডাউন ছিল।বিশেষ করে দই টা সেই ছিল।

ঈদের দিন সবাই মোটামুটি ঘোরাঘুরি করে তবে আপনি যে শুধু প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ঘুরতে বের হয়েছিলেন সেটা আমার মানতে কষ্ট হচ্ছে। এবং এই ঈদের সময়ে রাস্তায় যেন বের হওয়াই যায় না প্রাণের ঝুঁকি থাকে। এবং আমিও আপনার মতো ভীড় এড়িয়ে চলি। বেশি লোক সমাগম আমারও ভালো লাগে না। এবং এই দিনে হোটেল রেস্তোরাঁয় খালি টেবিল পাওয়া তো কপালের বিষয়। বেশ দারুণ সময় কাটিয়েছিলেন বন্ধুদের সাথে। ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

আরেহ না ,আমার প্রথম উদ্দেশ্য ছিল বন্ধুদের সাথে দেখা করা টা নাহলে যেতামই না।করা এখন বাইরে থাকে আর আমিও বাইরে থাকি তাদের সাথে দেখা খুব একটা কম হয়।আর এবার গেট টুগেদার ও হয় নি এইজন্যে আগ্রহ টা বেশি ছিল।তবে আগের দিন সুমন ভাই ঘোষণা দেখার পর এই প্ল্যান টি বানিয়ে রেখছি।

আপনি আপনার ঈদ-পরবর্তী দারুণ এক অনুভূতি উপভোগের দিন আমাদের মানুষের করেছেন আপনার মাধ্যমে কি প্রিয় মুখ দেখতে পেলাম যারা আমার বাংলা ব্লগ কে আলোকিত করেছে। আপনারা সবাই মিলে দারুন একটি দিন উপভোগ করেছেন এবং তা আমাদের মাঝে শেয়ার করেছেন। রেস্টুরেন্টে দারুন খেয়েছেন দইআমার খুব ভালো লাগে। আপনাদের বন্ধুদের একসাথে হওয়ার অনুভূতি গুলো ও ভালো লাগা গুলো সত্যিই অনেক সুন্দর। অনেকদিন পর যখন বন্ধুদের সাথে দেখা হয় তখন ভেতরে এক আলাদা অনুভূতি কাজ করে ম যাই হোক আপনি খুব সুন্দর ভাবে আপনার এ দিনটিকে আমাদেরকে শেয়ার করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

আসলেই অনেক দিন পর প্রিও বন্ধুদের সাথে দেখা হওয়ায় দারুন এক রোমাঞ্চকর ব্যাপার।তারউপর বন্ধুরা জীবনে অনেকটাই সফল সেটাও বা কম কিসের।তাদের নিয়ে এখন অনেকটাই গর্ব হয়।🖤

আমার বাংলা ব্লগ মানেই হলো ইউনিক কিছু।এবারের প্রতিযোগিতা টা ইউনিক ছিল। অনেক দারুন ভাবে গুছিয়ে আপনার ঘুরাঘুরির মুহূর্ত শেয়ার করেছেন আপনি অসংখ্য ধন্যবাদ এবং শুভ কামনা রইলো

হুম আর ইউনিক হওয়ার কারণে আমি মাঝে মাঝে সব প্রতিযোগিতায় অংশগ্রহণ ও করতে পারি না।তবে যাইহোক এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে দারুন লাগছে।আপনি অংশগ্রহণ করেছেন তো?

হাহাহা!! ভাই খুব মজা করলেন তাহলে।। এই খাওয়া নিয়ে সাগর ভাই দেখছিলাম ফেইসবুকে ছবি দিয়েছিল 😁। অনেকদিন পর বন্ধুদের সাথে ঘুরাঘুরি করলে ভালোই লাগে। তবে বাইক এখন দেখি সবাই চালায়। স্কুলে উঠলেই এখনকার পুলাপান বাইক দিয়ে স্কুলে আসতে চায়।

আর বইলেন না আমি হারি নিয়ে বসেছিলাম খেতে সেটা আবার সে ভিডিও করে রেখেছিল।আর আমাকে নিয়ে পড়ে trol।আসলে বাপ মায়েদের লাই পেয়ে পেয়ে এই ধরনের ছেলে গুলও ইচড়ে পাকা হয়ে যাচ্ছে।

এটা কি ঠিক হলো বলেনতো ভাইয়া সবার সামনে আপনি দই এর বাটিটা দিলেন 😟। দই আমার খুবই পছন্দ তাই দেখলেই খেতে ইচ্ছা করে 😋। ঈদের পরবর্তী সময় আপনি আপনার বন্ধুদের সাথে খুব সুন্দর একটা সময় কাটিয়েছেন। আসলে বন্ধুদের সাথে ভ্রমণ করার মজাই আলাদা। আপনাদের ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে আপনার হাসি আনন্দে দিনটি উপভোগ করেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার ভ্রমণ কাহিনীটুকু আমাদের মাঝে শেয়ার করার জন্যে। আপনার জন্য শুভেচ্ছা রইল।

আগে বলবেন না আপনার জন্য একটু পাঠায় দিতাম অনলাইনে😍।দই আমারও পছন্দ আর সেদিনের দই গুলো বেশ ভালো ছিল।ভ্রমণ আর কই হলো বন্ধুদের সাথে আড্ডা দেওয়াই হয়েছে খালি😍

ঈদ আগের মতোই আছে আর ঈদের দিনের আনন্দও ঠিকঠাক আছে। শুধুমাত্র আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে আমরা এখন অনেক বড় হয়েছি। ঈদের আনন্দ আসলে ছোট বেলাতেই বেশি থাকে। আপনার ঈদ তো পানসে লাগার কারণ দেখছিনা। ঈদের দিন ক্রিকেট খেলে সিনিয়ররা ম্যাচ জিতে নিয়েছেন তাহলেতো জমজমাট যাওয়ার কথা। যাই হোক আপনি খুব চমৎকার করে উৎসবের ভ্রমণ কাহিনী আমাদের মাঝে শেয়ার করেছেন। ভ্রমণ কাহিনীটি আমার কাছে খুব ভালো লাগলো ধন্যবাদ

কিন্তু সারারাত ঘুম হয় নি,ঘুমে চোখ ঢলে পড়ছে😆।তবে শেষ বিকেলটা খুব চমৎকার কেটেছে।অনেকদিন পর প্রিও দুই বন্ধুর সাথে দেখা হয়েছে।হাসি আড্ডা তামাশা।এই নিয়ে বেশ ভালই কেটেছে ঈদ।

ঈদ মানে আনন্দ,;আর ঈদ মানে উৎসব। আর এই উৎসব আনন্দের দিনে আপনি ঘোরাঘুরি করেন না জেনে খুব খারাপ লাগলো ভাই। যাইহোক এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে যে আপনি ঘুরতে বেরিয়েছেন জেনে খুব ভালো লাগলো। সব মিলিয়ে অনেক সুন্দর সময় উপভোগ করেছেন। ধন্যবাদ ভাই।

আরেহ না ঘুরাঘুরির বিষয়ে আগে থেকেই আমার আগ্রহ কম।আর ঈদের সময় আমাদের খেলাধুলা চলে সেগুলো বাদ দিয়ে কিভাবে ঘুরতে যাই বলুনতো।কিন্তু এবার বন্ধুরা ছিল বলে ঘুরতে গেছিলাম আরকি।

একটা বিষয় ঠিকই বলেছেন এখন দেখা যায় প্রায় নাবালক ছেলেরা ঠিকমতো বাইক চালাতে না পারলেও ওরা বাইক নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু এটা একদমই ঠিক কাজ নয়। তাছাড়া ভাই ঠিকমতো চালাতে পারলেও উচিত খুব সচেতনতার সাথে আস্তে আস্তে বাইক চালানো। কারন একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। এই বিষয়টা তো আর ওরা বুঝতে পারে না। আপনার ভ্রমণ কাহিনী শুনে ভালো লাগলো। যদিও কোন দর্শনীয় স্থানে যাননি কিন্তু বন্ধুদের সাথে অনেক কষ্ট করে মিলিত হয়েছেন বিষয়টি খুব ভালো লাগলো। তাছাড়া এখন ঈদ উপলক্ষে প্রত্যেকটা রেস্টুরেন্ট একদম জমাট হয়ে থাকে কোন জায়গা খালি পাওয়া যায়না। আপনার পোস্ট বেশ ভালো লাগলো।

একদম আপু একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না।যদিও হায়াত মউত সবার আল্লাহর কাছে।তারপরেও সাবধানতা অবলম্বন করা উচিত আমাদের।

প্রথমেই আপনাকে অভিনন্দন জানাই চলমান প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। চলমান প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সাথে সাথে আপনি অনেক চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখেই বোঝা যাচ্ছে অনেক চমৎকার একটি মুহূর্ত অতিবাহিত করেছেন সকলের সঙ্গে ।এত সুন্দর একটি মুহুর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।

আসলে বন্ধুরা পাশে থাকলে চমৎকার সময় কাটবে এটাই স্বাভাবিক।তবে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।আশা করি আপনিও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন

ঠিক বলেছেন ভাইয়া নাবালক ছেলেরা ঠিকঠাকমতো বাইক ড্রাইভ করতে পারেনা তারা আবার রাস্তায় বের হয়ে যায় হাই স্পিডে বাইক ড্রাইভ করার জন্য এই জন্যই এদের ভেতর বাইক চালাতে খুব ভয় করে। আপনি দারুন সময় পার করেছেন শুভকামনা রইল আপনার জন্য ঔ

এত জোরে বাইক চালায় আমার নিজেরই দেখলে ভয় করে ।কিন্তু কি আর করার।আর এগুলা হচ্ছে আমাদের সম্পূর্ণ অসচেতনতার ফল।হুম ভাইয়া খুব দারুন সময় পার করেছি

প্রতিযোগিতা-১৭ উপলক্ষে আপনি আজকে আমাদের সাথে আপনার উৎসবের ভ্রমণ কাহিনী শেয়ার করেছেন। আপনি বেশ ভালোই ঘোরাফেরা করেছেন, যেগুলো আপনার ফটোগ্রাফির দেখলেই বুঝা যায় এবং ভালো সময় কাটিয়েছেন। অনেক ভালো খাওয়া-দাওয়া করেছেন।

ঘুরাঘুরি তেমন একটা করা হয় নি।তবে বন্ধুদের সাথে দারুন একটা সময় পার করেছি ।এবং বেশ ভালই খাওয়া দাওয়া হয়েছে বটে 😍।আশা করি আপনিও অংশগ্রহণ করেছেন এবারের প্রতিযোগিতায় 😍

লম্বা ভ্রমণ না হলেও,বন্ধুদের সাথে চুটিয়ে আড্ডা, খুনসুটি , রুচি মতো খাবার গ্রহণ পরিশেষে দীর্ঘদিন মনের মধ্যে জমিয়ে থাকা ভাব প্রকাশের চেষ্টা সহ সবকিছুতেই স্বাভাবিকতা বজায় ছিল । ফটোগ্রাফির বর্ণনা আর করতে হয় না।

সেরা ছিল ভাই আপনার মন্তব্য।আসলে কথায় আছে না গুণী মানুষের গুণী মন্তব্য।ভালো থাকবেন ভাই আর এভাবে পাশে থাকবেন।🖤

ভাইয়া আপনাকে প্রথমে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাই। আপনি খুব সুন্দর মুহূর্ত গুলো আমাদের সাথে শেয়ার করেছেন। ঈদের দিন নামাজ থেকে এসে আপনি আপনার ছোট ভাইদের আবদার রেখেছেন। তাদের সাথে ক্রিকেট খেলতে গিয়েছিলেন এরপর আবার বন্ধুদের সাথে দেখা করেছেন খুব ভালো লাগলো। এইসব মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

চেষ্টা করেছি সাধারণ বিষয়গুলোকে একটু গুছিয়ে আপনাদের সাথে তুলে ধরার জন্য।আর গল্প গুলো পড়ে আপনার ভালো লেগেছে জেনে আমিও অনেক খুশি।ধন্যবাদ আপনাকে।

ঈদ পরবর্তীতে খুব সুন্দর আনন্দ উপভোগ করেছেন । খুব অসাধারণ মুহূর্ত কাটিয়েছেন। ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। আপনার ভ্রমণ কাহিনী এত সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্ট টি পরিদর্শন করার জন্য।ভালই ছিল আপনার মন্তব্যটি।আশা করি এভাবেই পাশে থাকবেন।