"হাসিমুখ" তুমি চেয়ে আছো তাই আমি পথে হেটে যাই || 10% beneficiary @shy-fox

in hive-129948 •  3 years ago 
19-10-2021

সম্মানিত আমার বাংলা ব্লগ বাসি "আসসালামু আলাইকুম"। আশা করি আপনারা সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সুস্থ সুন্দর ও ভালো আছেন। সবাইকে উষ্ম অভ্যর্থনা জানিয়ে আজকের পোস্ট শুরু করতেছি। উপস্থাপনায় ভুলভ্রান্তি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

আজকে আমি নতুন কিছু ট্রাই করেছি। প্রথমবারের মতো আমি গান কভার করলাম আশাকরি আপনাদের সবারই ভালো লাগবে। বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের হাসিমুখ গানটি কভার করেছি।

শিরোনামহীন সম্পর্কে কিছু কথা: শিরোনামহীন ১৯৯৬ থেকে তাদের যাত্রা শুরু করে ।এবং তারা তাদের যাত্রা রক ব্যান্ড হিসেবে শুরু করে ।এবং এখন পর্যন্ত এই ব্যান্ড বাংলাদেশ প্রচুর জনপ্রিয়। 1992 সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র জিয়াউর রহমান ও তার বন্ধু বান্ধবের হাত ধরে এই ব্যান্ডের যাত্রা। তখন পর্যন্ত এ লাইনআপ ধরে অনেক জনপ্রিয় গান আমাদেরকে উপহার দিয়ে আসতেছে 2007 এ হঠাৎ করে শিরোনামহীনের প্রধান ভোকাল তানজির তুহিন ভাই এইবার ত্যাগ করেন। এরপর ব্যান্ডটির জনপ্রিয়তা অনেকটাই কমে গেলেও বর্তমানে আবার ফিরে এসেছে। বর্তমানে যিনি বোকার রয়েছেন তার নাম হচ্ছে ইশতিয়াক মাহমুদ। তাদের উল্লেখযোগ্য ব্যবসাসফল অ্যালবামের মধ্যে অন্যতম হচ্ছে

ইচ্ছে ঘুড়ি(২০০৬), বন্ধ জানালা (২০০৯), রবীন্দ্রনাথ (২০১০) এবং শিরোনামহীন (২০১৩) প্রকাশ করে। তাদের "হাসিমুখ" (২০০৪) গানটি মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এছাড়াও তাদের অন্যতম জনপ্রিয় গানের মধ্যে "পাখি" ২০০৬ সালে সেরা গান বিভাগে সিটিসেল-চ্যানেল আই মিউজিক পুরস্কার লাভ করে। ব্যান্ডটি এছাড়াও দুটি চলচ্চিত্রের স্কোর পরিচালনা করেছে।
ব্যান্ড নাম:শিরোনামহীন
গানের নামহাসিমুখ
কথা ও সুরজিয়াউর রহমান
প্রকাশকাল২০১১

আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোন পোস্টে ততদিন সবাই সুস্থ থাকবেন ,সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন।

আল্লাহ হাফেজ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিক টা সেই ছিল ।এক কথায় এই ভাবে চেষ্টা করতে থাকলে ইনশাল্লাহ সামনে অনেক ভালো কিছু হবে ।এগিয়ে যান আমরা পাশে আছি।

ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে উৎসাহিত করার জন্য🥰❤️

বাহ অনেক সুন্দর হয়েছে ভাইয়া।নতুন চিন্তার মানুষ আপনি। চেষ্টা করে যান ভাই একদিন আরো ভালো কিছু হবে ইনশাআল্লাহ।

দুয়া করবেন ভাই

ভাইয়া আপনি যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে নিজের ভয়েজের লেভেলটা সেইম রাখতেন তাহলে আরো বেশি ভালো লাগতো। আমি বুঝাতে চাইলাম মিউজিকের চেয়ে একটু বেশি বড় হয়ে গেছে আপনার ভয়েজ। তবে আমি বিশ্বাস করি আপনি এভাবেই চেষ্টা করতে করতে একদিন অনেক ভালো গাইবেন।

ঠিক ধরেছেন,,মাইক্রোফোন দিয়ে করেছি টাই এরকম হয়েছে😍

যাইহোক ভাই আপনার চেষ্টা দেখে খুবই ভালো লাগলো।এখন ট্রাই করতে করতে সামনে অনেক ভালো কিছু হবে। তা অনেক সুন্দরভাবে পরিবেশন করার চেষ্টা করেছেন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক টা ভালো ছিল অনেক ভাল ছিল ভাইয়া শুভকামনা রইল

ওয়াও!!গানটা সুন্দর আপনার কন্ঠেও গানটা ভিষণ ভালো লেগেছে। শুভকামনা রইল