"আমার বাংলা ব্লগে আপনাদের সকলকে জানাই আমার সালাম"
আমার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শুরু করছি আমার আজকের এই ব্লগ।আশা করি আমি আমার দক্ষতার মাধ্যমে আপনাদের সকলের নিকট ভালো কিছু উপস্থাপন করতে সক্ষম হবো,এবং আপনাদের ও ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে এমন একটি নাটক এর রিভিউ করছি যেটা একবার দেখার পর আপনি আরেকবার না দেখে খান্ত হবেন না।বর্তমানে সস্তা কন্টেন্ট এর মাঝেও যে এত সুন্দর একটি নাটক খুঁজে পাবো আমি ভাবতেই পারছি না।নাটক 2011 সালে নিয়ম হলেও এখন দেখার পর মনে হচ্ছে নাটকটি এইতো সেদিন তৈরি হলো।আর এই নাটক আর বিশ্বাস আজ থেকে 50 বছর পরেও ঠিক একই রকম থাকবে আমার বিশ্বাস কারণ কোয়ালিটি জিনিস কখনো ফুরায় না।তো চলুন বেশি দের না করে নাটক এর মূল কাহিনীতে যাওয়া যাক আশা করি সাথেই থাকবেন।
নাটক এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
নাটকের নাম | জে জীবন ফড়িং এর |
---|---|
রিলিজ | ২০১১ সাল |
ব্যাপ্তিকাল | ১ ঘন্টা ৫ মিনিট |
অভিনয় | প্রবর রিপন,অপি করিমে |
পার্সোনাল রেটিং | ১০/১০ |
নাটকের মূল কাহিনী:
এ জীবন ফড়িং এর:
এই নাটকের প্রত্যেকটা লাইন আপনাকে এতটাই মুগ্ধ করবে জে আপনি শুধু হতবাক হয়ে তাকিয়ে থাকবেন।
নাটকের একজন চরিত্রের নাম হচ্ছে মুদ্রা।তো নাটকের শুরুতেই মুদ্রা একজন আগন্তুক মহিলার গাড়ির সাথে ধাক্কা লেগে যায়।আর মহিলা টি হচ্ছে জুন যে নাটকের অন্যতম প্রধান চরিত্র যে জীবনের মানে খুজতেছে।আর এরপরে শুরু হয় একেকটা ধারালো সংলাপ এরা ম মাধ্যেমে যেগুলো ছিলো বুলেট এর তীক্ষ্ণ গতির চেয়েও ধারালো।তো যখন মুদ্রা গাড়ির সাথে ধাক্কা খেল এই দৃশ্য দেখে জুন বেশ ঘাবড়ে গিয়েছিল। ভাবলো লোকটি মারা গেল নাকি। কিন্তু তেমন কোনো গুরুতর দুর্ঘটনা ঘটেনা,, মুদ্রা গাড়ির উপর শুয়ে ছিল। যখন মেয়েটি গাড়ি থেকে বের হয়ে এসে জিজ্ঞেস করল সে বলল আরে না তেমন কিছু হয়নি আমি একটু ঘুমিয়ে ছিলাম কেবল। এরপর কথোপকথন শুরু হলো। এক পর্যায়ে জুন বলল আচ্ছা রাস্তার মধ্যে এভাবে দাঁড়িয়ে আর কথা না বলি আপনি থাকেন আমি যাই। ঠিক ওই মুহূর্তে মুদ্রা বলল আমি যদি মারা যেতাম তাহলে আমাকে ছেড়ে কিন্তু এভাবে যেতে পারতেন না। এরপর কাব্যিক মুদ্রা একেকটা সংলাপ ছুরছিল যেন বুলেটের মতো। এক পর্যায়ে জুন তো বলেই ফেলল একটু সহজ করে বলুন এত দুর্বোধ্য ভাষা আমার দ্বারা বোঝা সম্ভব না। এরপর জুন তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে বলল কিছু টাকা নেন পরে গিয়ে কিছু খেয়ে নিয়েন। প্রত্যুত্তরে মুদ্রা বলে উঠলো আমি কিন্তু একজন কবি ভিক্ষুক নই বরং আমাকে কিছু বিদেশি চাইনিজ স্যান্ডউইচ অথবা বার্গার খাওয়াতে পারেন। জুন বেশ ইতস্ত বোধ করে তাকে নিয়ে গেল একটি বার্গার এর দোকানে। এরপর বার্গার খেয়ে মুদ্রা চলে গেলো।এবং এরপর আবির্ভাব ঘটলো মুদ্রার বন্ধু হাসেম এর যে কিনা একজন হকার পত্রিকা বিক্রি করে। কিন্তু হাশেম একদিনো একটিও পত্রিকা বিক্রি করতে পারে না যার কারণে তাকে প্রত্যেক দিন না খেয়ে থাকতে হয়। এবার সন্ধ্যায় মুদ্রা ও হাশেমের সাক্ষাৎ হলো যেখানে হাশেম কিছু প্রলাপ বকছিল। এরপর তাদের আড্ডায় মুদ্রা তার আজকের এই কাহিনীটি তাদেরকে জানায় এবং শুরু হয় গানে গানে কিছু কথা। আর এভাবেই এগোতে থাকে গল্পের পটভূমি। এরপর মুদ্রার সাথে পরের দিন আবার দেখা হয় জুনের। মুদ্রা জুনকে জিজ্ঞেস করল তুমি কি প্রেম করো,প্রথমে সে অস্বীকার করলেও পরে তার কথা বার্তা শুনে মুদ্রা বুঝে গেছে তারও একজন কেউ আছে। মুদ্রা তাকে বলল সে কিন্তু আমার চেয়ে সুদর্শন নয়। জুন মুখে অহংকার এর এক হাসি দিয়ে বললো তুমি সুন্দর কিভাবে,আর সেই যে অসুন্দর সেটা কিভাবে তুমি বুঝলে। মুদ্রা তখন বলল তোমার মুখের ওই কর্পোরেট হাসি দেখেই বোঝা যায়।তখন কথার প্রসঙ্গে জুন তাকে জিজ্ঞেস করলো তবে কি জীবনের নিরাপত্তা খোঁজা অন্যায় তার প্রত্যুত্তরে মুদ্রা বললো “নিরাপত্তায় যদি শেষ কথা হতো তাহলে মাতৃগর্ভের সেই প্রবল নিরাপত্তা থেকে কখনোই এই ধুলোর পৃথিবীতে আসতাম না”।একবার শুধু চিন্তা করুন কতটা গভীর এই উক্তির ভাবার্থ। এরপর গল্পে আমরা দেখতে পাব জুনের বয়ফ্রেন্ড তাকে মোটেও সময় দেয় না বরং সে কর্পোরেট দুনিয়ার হিসাব-নিকাশ নিয়ে ব্যস্ত। এবং এদিকে মুদ্রার কর্মকাণ্ড এবং চালচলন দেখে জুন তাকে ভালোবেসে ফেলে মুদ্রাও কিন্তু ভালো বেশে ফেলে।কিন্তু মুদ্রা তাকে জানায় কবিরা কিছু পায় না,কবিদের চাওয়ায় পাওয়ায় যদি পূরণ হয় তবে জগতের নিয়ম ভঙ্গ হয়ে যাবে। আর এরই মাঝে জুন তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে এসেছে মুদ্রার সাথে বাকি জীবন কাটাবে বলে। কিন্তু সে যখন মুদ্রার খোজে আসে।এসে সে হাসেমের কাছে শুনতে পায় মুদ্রা আর বেঁচে নেই। আর এভাবেই আগুন ঝরা সংলাপ এর মধ্য দিয়ে শেষ হয় এই সুন্দর নাটকটি।
নাটক এর শিক্ষা:
এই নাটকটি আমার কাছে মনে হয়েছে জীবনের মর্ম শিক্ষা নেয়ার একটি গল্প। এটিকে কোন নাটক, গল্প কিংবা টেলিফিল্ম বললে ভুল হবে। এটি একটি কবিতা যেটি নাটকের প্রতিটি লাইনে ফুটিয়ে তুলেছে খুব সুন্দরভাবে। আমরা এই কর্পোরেট দুনিয়ায় হিসাব-নিকাশ করতে করতে জীবনের আসল মানেটাই ভুলে গেছি। আবার জীবনের মানে খুঁজতে গিয়ে পুরো জীবনটাকে নরক বানিয়ে ফেলেছি। আজকে আমাদের হৃদপিণ্ড নামক হৃদয়ে ভালোবাসা নেই আছে শুধু কস থিটা সাইন থিটা আর কিছু গাণিতিক হিসাব। এই সুন্দর জীবন টাকে যদি ভালবাসতেই না জানলাম ভালবাসার মানেটাই রাজার নাম তাহলে এই জীবনের মানেই বাকি। তাই আসুন এই জীবনের অনর্থক সব কিছুর পিছনে না ছুটি, আর যদি ছুটি হয় তবে জীবনটাকে সাথে নিয়েই ছুটি।
ব্যাক্তিগত মতামত:
কিভাবে বা কি দিয়েই আমার অনুভূতি আবেগ উপস্থাপন করবো এই নাটকটি নিয়ে সেটা আমার মাথায় আসছে না। শুধু এক কথায় বলবো সেরা ছিল একদম সেরা। এই একযুগে এর চেয়েও ভালো কোন নাটক সৃষ্টি হয়েছে কিনা তা আমার জানা নেই হয়তো এটি আমার দেখা এখন পর্যন্ত সেরা নাটক। আমি সাধারণত নাটক খুবই কম দেখি আর যদি নাটক দেখি এক ঘণ্টার নাটক সর্বোচ্চ বিশ মিনিট লাগে আমার। অথচ এই নাটকটি যখন দেখা শুরু করেছিলাম একটি সেকেন্ড কাটার দু:সাহস করিনি। সবার প্রতি অনুরোধ রইল নাটকটি একবার হলেও দেখার চেষ্টা করবেন। যদিও নাটকের রিভিউটি অত সুন্দর গোছানো ভাবে উপস্থাপন করতে পারেনি তবে যদি আপনারা দেখেন তাহলে সার্থক হবে আমার এই রিভিউ টি। এই নাটকের মধ্যেই আপনি খুঁজে পাবেন জীবনের অন্তর্নিহিত মানে।
জীবন ফড়িং নাটকে জীবন নিয়ে অনেক সুন্দর কিছু শিক্ষা আমাদেরকে দিয়ে যায়। আমি এই নাটকটি আগে কখনো দেখিনি তবে আপনি যেভাবে নাটকটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন মনে হচ্ছে নাটকটি খুবই শিক্ষণীয় একটি নাটক হবে। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি নাটক রিভিউ পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হয়তো আমি ভালো ভাবে উপস্থাপন করতে পারিনি। তবে আপনি যদি নাটকটি কখনো দেখেন তাহলেই বুঝতে পারবেন কি লেভেনের একটি নাটক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি সব ভালো বুঝিনা তার পরেও বলব যে গল্পটা অনেক ভাল ছিল।আসলেই আমরা হৃদয়হীন পাথরের মত হয়ে গেছি। যেখানে কস থিটা ছাড়া আর কিছুই বসত করে না ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম যথার্থ বলেছেন। তবে অনুরোধ রইল যদি কখনো সময় পান নাটকটি দেখে নিবেন তাহলে হয়তো বুঝতে পারবেন জীবনের মানে টা আসলে কি? কিসের পিছনে ছুটছি আমরা। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সাথে থাকার প্রত্যেক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া জীবন ফড়িং নাটক এর নাম টা আমি আজকে প্রথম শুনেছি। তবে আপনি নাটকের রিভিউ যেই ভাবে সুন্দর করে উপস্থাপন করেছেন। আমার পড়তে খুব ভালো লেগেছে ভাইয়া। আমি আজকে রাতে এই নাটক টি অবশ্যই দেখবো।অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আপনার নাটকের রিভিউ পোস্ট দেখে খুবই ভালো লাগলো। আপনি খুব সুন্দর করে নাটকের পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমি এ নাটকটি দেখিনি। আপনার পোস্ট পড়ে অনেক কিছু জানতে পেরেছি নাটকটি সম্পর্কে। নাটকটি দেখার জন্য কৌতুহল জাগলো সুযোগ পেলে অবশ্যই দেখে নেবো। এত সুন্দর নাটকের রিভিউ পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অবশ্যই সময় সুযোগ পেলে দেখে নেবেন নাটকটি। আর ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই সুন্দর একটি নাটকের রিভিউ আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। যদিও এই নাটকটি আমি আগে দেখেছিলাম না কিন্তু আপনার রিভিউ পোস্ট টি পড়ার মাধ্যমে এ নাটকটি দেখান উৎসাহ আমার মধ্যে কাজ করছে। আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব এই নাটকটি একবার হলেও দেখার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই নাটকটি এখনো দেখা হয়নি আমার কাছে যে কোনো ধরনের নাটক দেখতে খুবই ভালো লাগে। আপনার রিভিউটি পড়ে খুবই ভালো লাগলো একসময় নাটকটি দেখার চেষ্টা করব। সুন্দর করে রিভিউ এর মাধ্যমে নাটকের দৃশ্য তুলে ধরার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাই সময় সুযোগ পেলে অবশ্যই দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন নাটক কাকে বলে আর নাটকের কোয়ালিটি কি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কাছ থেকে এই নাটকটির এতই প্রশংসা শুনলাম যে,না দেখে থাকতে পারবো না।আজ রাতেই নাটকটি দেখে নিবো।নাটকটির রিভিউ আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।পুরনো নাটক হলেও ভালই হয়েছে।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নাটকটি দেখা হলে অবশ্যই একটি ফিরতি রিপ্লাই দিবেন এই কমেন্টে। 😍
ভালোবাসা রইলো আপনার জন্য 🖤
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit