গান আড্ডা আর ঘোরাঘুরিতে আজকের কাটানো সুন্দর একটি বিকেল || 10 for @shy-fox

in hive-129948 •  3 years ago 
14-01-2022


৩০ পৌষ,১৪২৮ বঙ্গাব্দ



🦋স্বাগতম🦋




সম্মানিত আর বাংলা ব্লগ পরিবারে সকল জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন।আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে আজকের পোস্ট শুরু করছি।


আপনারা সকলেই জানেন আজকে শুক্রবার ছিলো সাপ্তাহিক ছুটির দিন।এই দিনে কোনো কলেজ প্রাইভেট কিছুই থাকে না।তাই একটু ঘুরাঘুরি রিফ্রেশমেন্ট এর জন্য প্রায় সময় আমরা ঘুরতে বের হই।আর আমাদের গন্তব্য স্থল ওই একটাই বড়ো মাঠ।ওখানে গেলে সময়টা বেশ ভালই কাটে।তাই আজকেও আমি সহ আর কিছু বন্ধুবান্ধব মিলে ঘুরতে যাই সেখানে।


IMG_20220114_210627_953.jpg


ডিভাইস: মোবাইল
মডেল:realme narzo 30a
এডিট:adobe Lightroom
ইমেজ সোর্স:image source

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81LwSQQb6zZrvpa6kRc2ijbuxYFpPQYF6CrYPJoBTs85rLBcmqWTF8A6e4HXQ5hEtayZFEdWB47y9FgmBkqdjUJr.jpeg



আমার বন্ধু সজীব প্রথমে আমাকে ফোন দিয়ে তাদের মেসে ডেকে নেয় এরপর নিরব আর মিনার আসে।চারজন মিলে আমরা বড়ো মাঠের উদ্দেশ্যে যাই যাওয়ার সময় আমরা হেঁটেই চলে যাই।কারণ আমাদের মেস থেকে খুব বেশি দূরে না সেই বড়ো মাঠ।আর সবার ছুটির দিনটা ইনজয় করার জন্য সেখানে যেয়ে থাকে।কারণ বড়ো মাঠের সাথেই শিশু উদ্যান ও আছে।বড়ো মাঠে গিয়ে আমরা সেখানে বেশিক্ষণ ছিলাম না আমরা ওখান থেকে শিশু উদ্যানে চলে যাই।



IMG_20220114_210634_017.jpgIMG_20220114_210635_878.jpg


ডিভাইস: মোবাইল
মডেল:realme narzo 30a
এডিট:adobe Lightroom
ইমেজ সোর্স:image source

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81LwSQQb6zZrvpa6kRc2ijbuxYFpPQYF6CrYPJoBTs85rLBcmqWTF8A6e4HXQ5hEtayZFEdWB47y9FgmBkqdjUJr.jpeg


শিশু উদ্যানে গিয়ে দেখি একটি ছেলে সেখানে হাওয়াই মিঠাই বিক্রি করতেসে।আমি সজিবকে বললাম খাবা নাকি। দশ টাকা দিয়ে একটি হাওয়াই মিঠাই নিয়ে নেই। কিন্তু এদিকে নিরব পিছন দিক দিয়ে এসে কেড়ে নিয়ে চলে যায়। শেষমেষ সেটি আর খাওয়াই হলো না 🤣।



IMG_20220114_210640_607.jpg
IMG_20220114_210629_607.jpg


ডিভাইস: মোবাইল
মডেল:realme narzo 30a
এডিট:adobe Lightroom
ইমেজ সোর্স:image source

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81LwSQQb6zZrvpa6kRc2ijbuxYFpPQYF6CrYPJoBTs85rLBcmqWTF8A6e4HXQ5hEtayZFEdWB47y9FgmBkqdjUJr.jpeg


শিশু উদ্যানে গিয়ে দেখি সেখানে নাগরদোলাও রয়েছে। নাগরদোলাটিতে সবাই চড়তেসিল‍ তাই আমি সবাইকে বললাম চলো আমরাও চড়ি।কারণ নাগরদোলা হরহামেশা খুব একটা দেখা যায় না মেলা ছাড়া।কিন্তু মিনার জানায় সে চড়বে না তার নাকি মাথা ঘুরায়।তাই আমি সজীব আর নিরব তিনজন মিলেই উঠে পড়লাম।আর যখন চরকি ঘুরাছিল তখন নামার সময় কেমন যেনো একটা লাগতেছিল।অবশ্য সব মিলিয়ে অনুভূতি টা দারুন ছিলো।



IMG_20220114_210642_920.jpg


ডিভাইস: মোবাইল
মডেল:realme narzo 30a
এডিট:adobe Lightroom
ইমেজ সোর্স:image source

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81LwSQQb6zZrvpa6kRc2ijbuxYFpPQYF6CrYPJoBTs85rLBcmqWTF8A6e4HXQ5hEtayZFEdWB47y9FgmBkqdjUJr.jpeg


ঘুরাঘুরি শেষে বড় মাঠে বসে সবাই মিলে বাদাম খাচ্ছিলাম।আবার এইদিকে কিছু বন্ধু ফোন দিয়ে বললো ওরা নাকি বড়ো মাঠে আসতেছে সবাই মিলে কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে।ওরা নাকি আজকে আসর বসাবে।ওয়েট আসর মনে আবার অন্য কিছু মনে করিয়েন না গানের আসর।ঠিক সন্ধার সময় প্র সবাই মিলে উপস্থিত গিটার এবং কাজন নিয়ে।



গানের আসরের একাংশ:



ডিভাইস: মোবাইল
মডেল:realme narzo 30a
ভিডিও সোর্স:image source

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81LwSQQb6zZrvpa6kRc2ijbuxYFpPQYF6CrYPJoBTs85rLBcmqWTF8A6e4HXQ5hEtayZFEdWB47y9FgmBkqdjUJr.jpeg


সবাই মিলে গোল হয়ে বসে গেলো আর সবাই সবার মোবাইল এর আলো জ্বালিয়ে মাটিতে রেখে দিল।খুব দারুন একটা গানের পরিবেশ তৈরি হয়ে গেলো।এরপর শুরু হয় গেলো গ্রামের নাওজোয়ান গান দিয়ে একে একে সম্মলিত কণ্ঠে অনেক কয়টি গান পরিবেশন করলাম আমরা।আর চারদিকে সবাই জড়ো হয়ে গেলো এবং সবাই আমাদের সাথে গলা মেলানো শুরু করলো।


আর এভাবেই গানে আড্ডায় আর ঘুরাঘুরির মধ্য দিয়ে অতিবাহিত হয়ে গেলো খুব সুন্দর একটি দিন।আজকের দিনটা খুবই ভালো গেলো সব মিলিয়ে।


আজকের মত আমি এখানেই সমাপ্তি করলাম।দেখা হবে পরবর্তী কোনো পোস্টে পরবর্তী কোনো ব্লগে।ততদিন সবাই সুস্থতা কামনা করছি।


🌿🌿আল্লাহ্ হাফেজ🌿🌿




C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iP5EQNf9UhgoCRXfwUz17YQAKX13QameeYo9G5k1jxErds3ajiK4Urb2XheQwne75zqnxKeZJYn.png

banner-abb3.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iP5EQNf9UhgoCRXfwUz17YQAKX13QameeYo9G5k1jxErds3ajiK4Urb2XheQwne75zqnxKeZJYn.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আগে কি সুন্দর দিন কাটাইতাম আহা গানটি অসাধারণ ভাই। বন্ধুরা মিলে ভালো গেয়েছেন একসাথে। আজকের দিনটি ভালোই উপভোগ করেছেন দেখছি। ধন্যবাদ আপনাকে সময়টকু শেয়ার করে নেয়ার জন্য।

আপনাকেও ধন্যবাদ নিজের মূল্যবান মন্তব্যের জন্য।

ওয়াও ভাইয়া আজকের ছুটির দিনটি আপনি খুব সুন্দর ভাবে কাটিয়েছেন। বন্ধুবান্ধবের সাথে থাকলেই প্রত্যেকটা দিন অনেক সুন্দর ভাবে কেটে যায়। আসলে বন্ধুবান্ধব যেখানে-সেখানে খুশির বন্যা সব সময় বয়। বন্ধুবান্ধব ছাড়া খুশি কখনই মেলে না এই বিষয়টি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। বন্ধুর সাথে কেটে যাওয়া এত সুন্দর একটি সময় আমাদের মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালোবাসা রইলো আপনার প্রতি।

জি ভাইয়া খুব সুন্দর সময় গেছে আজকে আমাদের।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png
আপনার ঘুরাঘুরির মুহুর্তগুলো দেখে অনেক ভালো লাগলো। আসলে বন্ধুদের সাথে ঘুরাঘুরির মজাই আলাদা। একটা কথা আছে বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল। এই কথাটা আমি একদম বিশ্বাস করি৷ লাইফে আড্ডা বিনোদন সব কিছুর দরকার আছে।
আপনার ঘুরাঘুরির ছবিগুলো দেখেই বুঝা যাচ্ছে আপনি অনেক সুন্দর সময় কাটিয়েছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

জি যথার্থ বলেছেন বন্ধু ছাড়া জীবন এর মজা গুলা নেওয়াই অসম্ভব।বন্ধু পাশে থাকলে সাত সমুদ্র পাড়ি দিতে ও ভয় নাই।

ভাই আপনারা বন্ধুরা মিলে বড় মাঠে গিয়ে অনেক সুন্দর সময় কাটিয়েছেন। বিশেষ করে নাগরদোলায় ঘোরার মুহূর্তটা আমার কাছে বেশি ভালো লাগে। ছোটবেলার কথা মনে করিয়ে দিলেন ভাই। শুভকামনা রইল আপনার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া। খুবই সুন্দর কমেন্ট করেছেন আর আবার মাধ্যমে আপনার ছোটবেলা আপনাকে স্মরণ করিয়ে দিতে পেরেছি এটাই আমার জন্য খুবই বড় একটি পাওয়া।