"আমার বাংলা ব্লগে আপনাদের সকলকে জানাই আমার সালাম"
আমার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শুরু করছি আমার আজকের এই ব্লগ।আশা করি আমি আমার দক্ষতার মাধ্যমে আপনাদের সকলের নিকট ভালো কিছু উপস্থাপন করতে সক্ষম হবো,এবং আপনাদের ও ভালো লাগবে।
দেখতে দেখতে শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর সিরিজটির পঞ্চম পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে। আসলে চেষ্টা করছি যত দ্রুত শেষ করা যায় এই সিরিজটি। কিন্তু প্রাচীন নিদর্শন গুলোর ছবি একটু বেশিয় তুলে ফেলছিলাম বোধয় আমি হাহা। জার কারণের শেষই হতে চাচ্ছে না। যাইহোক আর দু একটা পর্ব হবে হয়তো। সেগুলো সামনে সপ্তাহে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের এই পর্বে আমরা আরো কিছু প্রাচীন নিদর্শন দেখতে চলেছি। সাথেই থাকুন আশা করি উপভোগ করবেন।
এটি হচ্ছে কুলা। গ্রামীণ জীবন ধারার একটি অবিচ্ছেদ্য অংশ। এখনো গ্রামে চাল,ধান ও গম ঝাড়ার কাজে ব্যাবহৃত হয়।
তারিখ: ১১ নভেম্বর, ২০২২
সময়: বিকেল ৪ টা ২৪ মিনিট
স্থান: সোনারগাঁও,শিল্পাচার্য জয়নুল আবেদীন জাদুঘর
এটি হচ্ছে চালানি। এর বিশেষ ব্যাবহার দেখা হয় খই ও মুড়ি থেকে ধান আর আর বালু পরিষ্কার করার ক্ষেত্রে।
তারিখ: ১১ নভেম্বর, ২০২২
সময়: বিকেল ৪ টা ২৪ মিনিট
স্থান: সোনারগাঁও,শিল্পাচার্য জয়নুল আবেদীন জাদুঘর
তামার তৈরি বাটি,পাত্র। আগে যারা একটু সচ্ছল বা বিত্তবান ছিল তারা তাদের লেভেল বাড়ানোর জন্য এই ধরনের বাসন ব্যাবহার করত। যদিও এগুলা এখন অনেক রেয়ার দেখা যায় না বললেই চলে।
তারিখ: ১১ নভেম্বর, ২০২২
সময়: বিকেল ৪ টা ২৪ মিনিট
স্থান: সোনারগাঁও,শিল্পাচার্য জয়নুল আবেদীন জাদুঘর
এটাকে ঠিক কি বলে সেটা মনে নেই। তবে ঘরে পুজোর জন্য যে ছোট মন্দির থাকে এটি হচ্ছে সেটিয়।
তারিখ: ১১ নভেম্বর, ২০২২
সময়: বিকেল ৪ টা ২৪ মিনিট
স্থান: সোনারগাঁও,শিল্পাচার্য জয়নুল আবেদীন জাদুঘর
এটি হচ্ছে হিন্দু ধর্মের প্রধান দেবী ও কৃষ্ণের প্রিয়তমা রাধার মূর্তি।
তারিখ: ১১ নভেম্বর, ২০২২
সময়: বিকেল ৪ টা ২৪ মিনিট
স্থান: সোনারগাঁও,শিল্পাচার্য জয়নুল আবেদীন জাদুঘর
আগে মিউজিক করার জন্য আজকের মত এত অত্যাধুনিক বাদ্য যন্ত্র ছিল না। তখন হাতে বানানো তবলা, সেতারা,দোতারা কিংবা একতারা ব্যাবহার হতো। এটিই সেই তবলা।
তারিখ: ১১ নভেম্বর, ২০২২
সময়: বিকেল ৪ টা ২৪ মিনিট
স্থান: সোনারগাঁও,শিল্পাচার্য জয়নুল আবেদীন জাদুঘর
সেই সময়ে যুদ্ধের জন্য ব্যাবহৃত রামদা ও শত্রুর আক্রমন প্রতিহত করার জন্য ঢাল।
তারিখ: ১১ নভেম্বর, ২০২২
সময়: বিকেল ৪ টা ২৪ মিনিট
স্থান: সোনারগাঁও,শিল্পাচার্য জয়নুল আবেদীন জাদুঘর
ভাইয়া আপনি শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘরের খুব সুন্দর কিছু নির্দশন শেয়ার করেছেন। প্রতিটা নির্দশন দেখতে খুবই সুন্দর লেগেছে। বিশেষ করে কুলা আর চালনি আমার কাছে অনেক ভালো লেগেছে। বিভিন্ন জাদুঘরে গেলে প্রাচীন কালের এই নির্দশন গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ সুন্দর একটি ব্লগ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।🖤
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit