হাজীর বিরিয়ানি রেস্টুরেন্টে একটি সুন্দর সন্ধ্যা || 10% beneficiary @shy-fox

in hive-129948 •  3 years ago 
13-09-2021

সম্মানিত আমার বাংলা ব্লগ বাসি আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই সুস্থ সুন্দর ও ভালো আছেন। সবাইকে আরো একদিন"শারদীয় দুর্গাপূজার" শুভেচ্ছা জানিয়ে আজকের এই পোস্টটি শুরু করতেছি। উপস্থাপনায় ভুলভ্রান্তি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

IMG_20211006_203013_Riyan.jpg

Device:realme narzo 30a


হটাৎ একদিন আমি @sagor1233@ebrahim2021 এই তিনজন মিলে আমরা একটু ঘুরতে বের হলাম । আসলে বের হওয়ার মূল উদ্দেশ্য ছিল আমার কলেজ ড্রেস বানাইতে দেওয়া । তারপরে আমরা সবাই মিলে সন্ধ্যার পর দিনাজপুর লিলির মোড়ের উদ্দেশ্যে বের হলাম।

IMG_20211006_202406_Riyan.jpg

device:realmi narzo 30a


লিলির মোড় হচ্ছে দিনাজপুরের কাঁচা বাজার ও পাইকারি দরে কাপড় কেনার জন্য একটি পরিচিত জায়গা। অবশ্য লিলির মোড়ের আরো একটি সুনাম রয়েছে। সেখানে খুব ভালো মানের হাজীর বিরিয়ানি পাওয়া যায়। আমরা দিনাজপুরের যে জায়গায় থাকি সে জায়গার নাম হচ্ছে নিমনগর ।সেখান থেকে লিলির মোড়ের দুরত্ব প্রায় দুই কিলোমিটার।যাতায়াত ভাড়া জন প্রতি দশ টাকা করে । আমরা তিনজন মিলে একটি অটো ঠিক করলাম এবং অটোতে চড়ে লিলির মোড়ের উদ্দেশ্যে রওনা দিলাম । লিলির মোড়ে অটো থেকে নেমে মার্কেট এর উদ্দেশ্যে হাটা শুরু করলাম । এরপর মার্কেটের ভিতরে প্রবেশ করে একটি দোকানে গেলাম । সেখানে জিজ্ঞেস করলাম তাদের কাছে কলেজ ড্রেসের কাপড়ের পিচ আছে কিনা । উত্তরে তারা আরেকটি দোকান দেখিয়ে দিল । পরবর্তীতে সেখান থেকে কাপড় নিয়ে টেইলার্সের দোকানে কাপড় সেলাই করতে দিয়ে আসলাম ।

received_240969731412836.jpeg

received_559204778644963.jpeg

device:realme narzo 30a


এরপর ফেরার পথে @sagor1233 বললো লিলির মোড়ে আসছি অথচ হাজীর বিরিয়ানি খাব না তা কি হয় । আসলে সেদিন বিরিয়ানি খাওয়ার কোন প্লানই ছিলনা । হুট করে হাজীর বিরিয়ানির পাশ দিয়ে যাচ্ছিলাম । আর বিরিয়ানির গন্ধে পেটের ক্ষুধা মিটার স্কেল এ হু হু করে 100 এ পৌঁছাইলো । তারপর আর কি সবাই মিলে হাজীর বিরিয়ানি হোটেল রেস্টুরেন্টে ঢুকলাম।

IMG_20211006_205246_Riyan.jpg

device :realme narzo 30a


এরপর মেনু দেখে সাগর প্রথমে বললো যে সে তেহারি খাবে । আমরা বললাম তাহলে ঠিক আছে তাহলে প্রথমে হাফ লেট করে তেহারি খাই । সেহরি খাওয়া প্রায় শেষ কিন্ত ক্ষুধাটা যেন আরো বেড়ে গেল । এরপর ইব্রাহিম আবার মোরগ-পোলাও অর্থাৎ চিকেন বিরিয়ানি অর্ডার করলো । এবং বিরিয়ানির সাথে আরো ছিল ডিম কোক সালাদ।

received_985706725339551.jpeg

received_1332714300479518.jpeg

device :realme narzo 30a


আমরা সবাই খুব ভালোভাবে ও শান্তিপূর্ণভাবে খাইলাম । খাবারের রিভিউ ও হোটেলে রিভিউ যদি দিতে চাই তাহলে ৮/10 । পরিবেশন ও খাবার সবমিলে মোটামুটি ভালোই ছিল । খাওয়া-দাওয়া শেষ করে বিল সাগর এই সব দিল। তৃপ্তি সহকারে খাওয়া শেষে ঢেকুর তুলে ম্যাচের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এভাবেই আমাদের সুন্দর সন্ধ্যাটা শেষ হয়।

received_1251774801913084.jpeg

device :realme narzo 30a


আজকের মতো এখানেই শেষ করছি । ভাল থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন একরাশ ভালোবাসা নিবেন । আর পোস্টটি কেমন লাগলো কমেন্ট এর মাধ্যমে অবশ্যই জানাবেন।
ধন্যবাদ❤️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

হ্যাঁ মামা সেদিনকার দিনটা অনেক সুন্দর ছিলো। কোন প্ল্যান ছাড়াই এত খাওয়া-দাওয়া। প্ল্যান করলে না হয় আরো কত কি হতো।

এত সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

ধন্যবাদ মামা এত সুন্দর কমেন্ট করার জন্য ।
চলেন না কালকে প্লান করেই যাওয়া যাক কি বলেন? 😊