08-12-2021
২৩ অগ্রহায়ণ,১৪২৮ বঙ্গাব্দ
সবার প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা
আমি আমার কৃতকর্মের জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী। |
আমি @munna101 আজ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির।আমি একটি বিশাল অপরাধ করে ফেলেছি তার জন্যে আমি সকলের কাছে ক্ষমার দরখাস্ত দিয়ে আজকের পোস্ট শুরু করছি।🙏
আমি দীর্ঘ দুই মাস যাবৎ এই কমিউনিটি তে কাজ করে যাচ্ছি কখনোই আমার দ্বারা কমিউনিটি এর কোনো নিয়ম ভঙ্গ হয় নি আশা করি ভবিষ্যতেও হবে না।কিন্তু কাল হটাৎ করে কিযে হয়ে গেলো🥺।আজকে যখন আমাকে মেনসন করে এনাউন্সমেন্ট এ ঘোষণা করা হলো তখন আমার চোখ যেনো ঝাপসা হওয়ার উপক্রম। হায় একি করলাম আমি।তারপর নিজের প্রতি নিজেরে যেনো ঘৃনা করতে ইচ্ছে করছিল, হায়! একি করলাম।এরপর কিছুক্ষণ চিন্তা করে বুঝতে পারলাম আমার ভুল টা আসলে কোথায় কোথায় ছিল।এবং আমি আমার এই অপরাধ এর জন্য খুবই অনুশুচিত। |
আমরা সবাই জানি আমাদের কমিউনিটির কিছু নিয়ম আছে।এবং এই নিয়ম এর উর্ধ্বে কেউ না।আমাদের সকলের উচিত নিয়ম এর প্রতি শ্রদ্ধা রেখে কাজ করে যাওয়া।এবং আমি প্রায় দুই মাস থেকে এখানে কাজ করে যাচ্ছি এবং #abb-school এর ক্লাসগুলো ও নিয়মিত করে যাচ্ছি।তাই বলা চলে এই এই নিয়ম গুলো আমার অজানা নয়।কিন্ত মানুষ তো ভুলের উর্ধ্বে নয়। যার ফলে অজ্ঞাত বসত আমি একটা ভুল করে বসি।যা অনেক বড় একটি ভুল যার প্রায়শ্চিত্ত করতে চাই আমি এবং সকলের নিকট ক্ষমা চাই।আমি জানি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কিংবা ডিস্কর্ড সার্ভারে রাজনৈতিক বিষয় কিংবা ধর্মীয় বিষয় ও কারো অনুভূতিতে আঘাত দেওয়া বা কাউকে কটু কথা বলা বা অশ্লীলল কোনো ইঙ্গিত দেওয়া অথবা এগুলা নিয়ে পোস্ট দেওয়া বা সমালোচনা করা সম্পূর্ণ নিয়ম এর খেলাপ।কারণ এগুলার কারণে কমিউনিটিতে অস্থবির পরিবেশের সৃষ্টি হতে পারে কিংবা এতে কারো মনঃক্ষুণ্ণ হতে পারে।এবং এসব বিষয় নিয়ে সমালোচনা করলে দেখা যাবে একসময় এই বাকবিতণ্ডা চলতে চলতে বিষয় টা গভীরে চলে গিয়ে ঝগড়ার পর্যায়ে যেতে পারে।তাই যথাসম্ভব এই বিষয়গুলো এড়িয়ে গিয়ে সবার প্রতি সম্মান রেখে কাজ করাই ভদ্রতার পরিচয়।আর এই নিয়মগুলোর মধ্যে অন্যতম একটি নিয়ম আমি ভঙ্গ করে ফেলি গতকাল😫।গত কাল ডিস্কর্ড সার্ভারে আমি একটি রাজনৈতিক কমেন্ট করে ফেলি যা আমার করা মোটেও উচিত হয়নি।কালকে blacks দাদা একটি প্রশ্ন করেন।আমি সেই প্রশ্নটির রিপ্লাই করেছিলাম হয়তো সেটা মোটেও যথাউপযুক্ত ছিল না।আমি কখনোই সেই রিপ্লাইয়ে বিদ্বেষ পূর্ণমনোভাব পোষণ করি নি কখনো করতেও চাই না।হয়তো আমি যা বোঝাতে চেয়েছিলাম সেটা আমার লেখার মধ্যে ভালোভাবে বর্ণনা করতে পারি নাই কিংবা আমার লেখার বচন একটু ভিন্ন আঙ্গিক প্রকাশ করছিলো।জার কারণে এই ভুল বোঝা-বুঝি হয়ে গিয়েছে।এবং সাধারণ ইউজার বা যারা রয়েছেন তাদের যে কারোরেই মনঃক্ষুণ্ণ হয়ে থাকতে পারে।এবং এর সম্পূর্ন দায়ভার আমার,কারণ আমার অপারগতা কিংবা আমার নিয়ম ভঙ্গ করার কারণেই এমনটি ঘটেছে।যা মোটেও আমার করা উচিৎ ছিল না।এর জন্য সম্পূর্ণ দোষী আমি নিজেই মনে করতেছি।আজকের এই বিষয় টার জন্য আমি লজ্জিত অনুতপ্ত।ক্ষমার যোগ্য কি না সেটাও জানি না।এবং আমার এই কৃতকার্যে কেউ যদি বিন্দু পরিমাণও কষ্ট পেয়ে থাকেন কিংবা কারো অনুভূতিতে আঘাত দিয়ে থাকি তাহলে দয়া করে এই অধমরে ক্ষমা করে দিবেন।🙏 |
আর সবার উদ্দেশ্যে একটি কথাই বলবো কেউ নিয়ম এর বাইরে যাবেন না।এমন কোনো কাজ করবেন না যাতে কমিউনিটির নিয়ম ব্রেক হয়।এমন কিছু করবেন না যাতে অন্যের রাজনৈতিক,ধর্মীয় অনুভূতিতে আঘাত করে।আসুন সবাই সবার প্রতি সম্মান রেখে ভালোবাসার সম্প্রীতিতে হাতে হাত রেখে একসাথে এই পথ পাড়ি দেই। ভালোবাসাই পারে মানুষকে এক করতে,মানুষকে সামনের দিকে এগিয়ে নিতে। |
সর্বশেষে আমি আবারও সেই চিরচেনা কথাই বলতে চাই "মানুষ ভুলের উর্দ্ধে নয়,মানুষ মাত্রই ভুল" এবং যারা ভুল থেকে শিক্ষা গ্রহণ করে তাদের ভুল একবারই হয়। তাই আমার এই অপরাধ কে এবারের মত বিবেচনা করে মহৎ গুনে ক্ষমা করে দিয়ে আমার বাংলা ব্লগের সাথে কাজ করে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক।আমিও এই পরিবারে সাথে একাগ্রচিত্তে এগিয়ে যেতে চাই ও আমার সৃজনশীল চিন্তাধারাকে সবার সামনে উপস্থাপন করতে চাই।এবং এর সাথে আমি আরো প্রতিশ্রুতি দিচ্ছি আজকের পর থেকে আমার বাংলা ব্লগে নিয়ম ভঙ্গ হয় এরকম কোনো কমেন্টস আচরণ আমার কাছ থেকে পাবেন না এইটাই আমার শেষ ভুল।এবং যথা সম্ভব আমি নিজেকে পরিবর্তন করে নিবো এবং সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে এগিয়ে যাবো🥺।@rme @blacks @hafizullah @nusranur আমাকে ক্ষমা করে পুনারায় বাংলা ব্লগে কাজ করার সুযোগ দিয়ে বাধিত করবেন দয়া করে🥺🙏 ইতি@munna101 |
সকলের কাছে
ক্ষমার দরখাস্ত🙏