"আমার বাংলা ব্লগে আপনাদের সকলকে জানাই আমার সালাম"
আমার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শুরু করছি আমার আজকের এই ব্লগ।আশা করি আমি আমার দক্ষতার মাধ্যমে আপনাদের সকলের নিকট ভালো কিছু উপস্থাপন করতে সক্ষম হবো,এবং আপনাদের ও ভালো লাগবে।
তারপর কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আমি ভালো আছি তবে দিনের বেলা অতিরিক্ত তাপমাত্রায় বেশ নাঝেহাল অবস্থা। যাইহোক আজকে আপনাদের জন্যে একটা নতুন গান নিয়ে উপস্থিতি হলাম। অনেকদিন থেকেই ভাবছি নতুন কোনো গান গাওয়ার কিন্তু হয়ে উঠছিল না। অবশেষে সেই সময় সুযোগ দুটোই হলো আর রেকর্ড করে ফেললাম জনপ্রিয় এবং সবার প্রিয় একটা গান। আর গলাটা একটু ভাঙ্গা ছিল তাই বেসুরো শোনা গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার গলা কিন্তু এমনিতেও সুরেলা না হাহা। আসলে আমি রক গান শুনি তো আর রক হওয়ার জন্য গলায় সুর না থাকলেও চলে। গানের তাল আর গলার পাওয়ার থাকলেই হয়ে যায় হিহি। যাইহোক নিচে গানের লিংক দেয়া আছে শুনতে পারেন।
গানের ভিডিও লিংক:
গান: স্রোতস্বিনী
ব্যান্ড: এনকোর
লিরিক্স ও সুর:সাকিবুল ইসলাম
অ্যালবাম: ছিন্ন
গানের লিরিক্স:
শ্রাবন ধারায়
এতো চেনা কি খুঁজে পাও
যা আমার মাঝে নেই
এক বিন্দু পরিমাণ
আমার সরল রেখার চিন্তা ধারায়
আড়াআড়ি করে দাগ কাটো কেনো?
নাকি কাঁদিয়ে আমাকে সেই
চোখের জল এই ভেজো
তৃষ্ণার্ত হৃদয় এ শুধু
আমি মরিচিকার মতো
তবে তাই যদি হয়
করি নাকো ভয়
জানি আঁধার রাত
ঘনিয়ে হবে সূর্যোদয়
আমি ভেবে নিলাম
তুমি সেই লাল গোলাপ
যারে নিরন্তর পাহারা দেয়
এক কাঁটার বাগান
পাহাড় চূড়ায়
বেয়ে আকাশ তো ছুতে দেখিনি
স্রোতস্বিনীর হাওয়ায়
পারি দাও সমুদ্দুর
আছড়ে পরে সে ঢেউ
আমার বুকে দুরন্ত বেগে
নাকি কাঁদিয়ে আমাকে সেই
চোখের জলে ভেজো
তৃষ্ণার্ত হৃদয় এ শুধু
আমি মরিচিকার মতো
তবে তাই যদি হয়
করি নাকো ভয়
জানি আঁধার রাত
ঘনিয়ে হবে সূর্যোদয়
আমি ভেবে নিলাম
তুমি সেই লাল গোলাপ
যারে নিরন্তর পাহারা দেয়
এক কাঁটার বাগান
আজকের মত এখানেই শেষ করছি। আর গানটা কেমন লাগলো শুনে অবশ্যই আপনার মতামত জানাবেন। খারাপ লাগলেও বলবেন সমস্যা নেই হিহি। যাইহোক এই অতি খরায় নিজেকে ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মত বিদায়। ইনশাল্লাহ দেখা হবে আবারও পরবর্তী পোস্টে। |
---|
অনেক অনেক সুন্দর একটি গানের ভিডিও কভার করেছেন ভাই। আপনার গানের কণ্ঠ কিন্তু বেশ সুন্দর । প্রতিনিয়ত দেখছি আপনি আমাদের জন্য ভিন্ন ধারার পোস্ট করে থাকেন। আর আজকের গানের কাভাটি কিন্তু বেশ সুন্দর হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই আবহাওয়া বেশ গরম হয়ে উঠেছে।
তবে দারুন একটি গান উপহার দিয়েছেন আমাদের। এধরনের গান আপনার কন্ঠে বেশ সুন্দর মানিয়ে যায়। আর সুর জাষ্ট পারফেক্ট ছিল।
এগিয়ে যান দোয়া রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ ভাইয়া ধারুন হয়েছে। গান এমনিতেও আমার কাছে অনেক ভাল লাগে। আপনার কণ্ঠস্বর তো অনেক সুন্দর। ভালই গান গাইতে পারেন। এভাবে ট্রাই করলে একদিন শিল্পী হয়ে যাবেন। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit