আমার বাংলা ব্লগের সবাইকে আসসালামুয়ালাইকুম/আদাব ! আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি । বাংলাদেশ থেকে আমি মুনতাকীমা তাসীন ঐশী। আমার স্টিমিট অ্যাকাউন্ট @muntakima27
আমার পরিবারে আমরা ৬জন সদস্য রয়েছি। আমি,আমার বাবা,আমার মা, আমার ভাই, ভাবী এবং আমার ভাইয়ের মেয়ে। এই ৬জন নিয়ে আমাদের সুখের পরিবার।
আমি ২০১৭ এবং ২০১৯ সালে আমার এসএসসি এবং এইচএসসি শেষ করেছি। বর্তমানে আমি স্থাপত্য বিভাগের একজন ছাত্রী । আমার বিভাগটি খুবই আকর্ষণীয় এবং সৃজনশীলতায় পূর্ণ।
রান্না, ফটোগ্রাফি এবং ভ্রমণ সম্পর্কে আমি খুব উৎসাহী । সময় পেলেই আমি নতুন নতুন রেসিপি ট্রাই করি।
আর ফটোগ্রাফি আমার হৃদয়ের খুব কাছের। আমি প্রকৃতিকে ভালোবাসি। আল্লাহর সৃষ্টি, এবং সেগুলোর সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে ধরে রাখি, ভবিষ্যতে লালন করার জন্য।
ভ্রমণও আমার একটি প্রিয় শখ। ইট কাঠ পাথরের এই শহরের ব্যস্ত জীবনের ফাঁকে ছোটখাট ভ্রমণ আমাকে একটি উৎফুল্লময় জীবনযাপনের শক্তি দেয়।
আমি আমার অবসর সময়ে গল্পের বই পড়তে এবং আমার স্কেচ বইতে বিভিন্ন ধরণের ছবি আঁকতে পছন্দ করি। আমার প্রিয় লেখক স্যার হুমায়ূন আহমেদ। আমি স্যারের অনেক বই পড়েছি। এবং একজন স্থাপত্যের ছাত্রী হিসাবে, আমাকে সবসময় একটি স্কেচ বই বহন করতে হয়, এর জন্য আঁকাআঁকি স্বাভাবিকভাবেই আমার করতে হয় যেটা আমি খুবই উপভোগ করি।
মূলত আমি ইউটিউব দ্বারা স্টিমিট সম্পর্কে জানি । আমি মনে করি এটি একটি সৃজনশীল-সম্পর্কিত প্ল্যাটফর্ম যেখানে আমি বিভিন্নভাবে আমার সৃজনশীলতা শেয়ার করতে পারবো, তাই সাইন আপ করেছি।
আর একজন বাংলাদেশী হিসেবে আমার মাতৃভাষা বাংলা। মাতৃভাষা কথা বলা,লেখা, এরচেয়ে প্রশান্তির বিষয় আর কোথাও আছে বলে আমার মনে হয় না। তাই আমার বাংলা ব্লগে আমার জয়েন করা।
আশাকরি আমার পরিচয় সম্পর্কে একটু হলেও আমি সবাইকে অবগত করতে পেরেছি। একদমই নতুন হিসেবে আপনারা সবাই আমার ভুলত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
আজকে এ পর্যন্তই রইলো তাহলে।
আমার লেখাটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ 😊
অনেক দক্ষতার সঙ্গে আপনার পরিচিত মূলক পোস্ট উপস্থাপন করেছেন। আপনার সম্পর্কে জানতে পেরে ভালো লাগলো। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এতো মূল্যবান একটি কমেন্টের জন্য আপনাকেও ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Curated By - @juichi
Curation Team - Team Newcomer .
Please keep using the #newcomer tag in your first three months after your Verification in the Newcomers Community for a chance of curator's support.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit