রাগ মানুষকে ধ্বংস করে দেয় ১০% সাই ফক্স ৫% এবিবি স্কুল

in hive-129948 •  3 years ago 

হ্যালো বন্ধুরা
আমার বাংলা ব্লগ পরিবার
নতুন ব্লগে স্বাগতম


আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালোই আছেন। আমি ও আল্লাহর অশেষ রহমাতে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আজকে ও আমি আপনাদের মাঝে একটি মোটিভেশন পোস্ট নিয়ে আলোচনা করবো। সবাই আমার পোস্টটি মনযোগ সহকারে পড়বেন। এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন, যেন আরও সুন্দর সুন্দর পোস্ট নিয়ে হাজির হতে পারি চলুন শুরু করা যাক।


মানুষের জীবনে একটি মন্দ জিনিস হল রাগ বা ক্রোধ।রাগ যখন মাত্রা ছাড়িয়ে যায় তখন সেটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।রাগ মানুষকে বেসামাল করে দেয় তখন সে, অন্যের উপর মানুষকে অত্যাচার করতে দ্বিধাবোধ করে না।তবে অনিয়ন্ত্রিত রাগ ক্ষতি কারক,যা মানুষের জন্য নানা সমস্যা সৃষ্টি করে।যে ব্যক্তি রাগকে নিয়ন্ত্রণ রাখতে পারে,সে সামাজিক-রাজনৈতিক ক্ষেএেসহ সব অঙ্গনে সফল।মাত্রাতিরিক্ত রাগ কখনোই ভালো নয়।সব কিছুর মধ্যে ভারসাম্য রাখা জুরুরি।রাগ নেই এমন মানুষ খুজে পাওয়া বরই মুশকিল। জ্ঞানীরা বলেন, রাগ হলো বারুদের গুদামের মত।যা মানুষের স্বাভাবিক অর্জনকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেয়।


মানুষ সাধারন তো কোন কারণ ছাড়া রাগ করে না। তবে কোন কারন গ্রহণযোগ্য এবং কোন কারণ গ্রহণযোগ্য না।অনেক মানুষেই আছে যাঁরা কোন কারণ ছাড়াই শুধু শুধু রাগ হয়ে যায়। এটা একদম একটা খারাপ অভ্যাস,কারণ রাগের কারনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। বিশেষ করে একটা কারণ হলো, রাগ করলে মানুষের
মাথা ঠিক থাকে না। আর এই রাগের কারনে, সে বিভিন্ন জিনিস ভাংচুর করে ফেলে।হাতের কাছে যেটা পাবে সেটাই ভেংগে ফেলবে।কারন মানুষ যখন রাগ করে তখন তার মাথার মস্তিকে কাজ করে না।


lovers-7258617_1280.webp

Source


শুধু কি এই সমস্যা, আরও কতো সমস্যা, রাগ এমন একটা জিনিস, রাগ যখন মানুষের মাথায় এসে যায়। তখন তার কাছে সবাই সমান, মানে কে বাব, কে মা, কে ভাই, কে বোন,সেদিকে খেয়াল থাকে না। তখন সবাই কেই উল্টা পাল্টা গালি দিতে দিন্দাবোধ করে না। তাই রাগ করা আমাদের মোটেও ঠিক না,কারন এতে মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। এবং রাগ আমাদের কে এজন্য রাগ করলে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় ।অনেকেই আছে নিজে রাগ করলে, সেই রাগ অন্যের উপর দেখায় শুধু শুধু। খুবই খারাপ একটা অভ্যাস এটি।


tent-4558240_1280.webp

Source


ইসলাম ধর্মের মানুষের রাগ নিয়ন্ত্রণ করার নির্দেশ দিয়েছে।রাগ মানুষকে জ্ঞান বিবেক ধর্মের পথ থেকে পিছিয়ে নিয়ে যায়।মানুষের আচার-আচরণ চিন্তায় খারাপ প্রভাব পড়ে,রাগান্বিত অবস্থায় ক্ষমা করার গুরুত্ব নির্দেশ দিয়েছে ইসলাম।বিশেষ করে কোন ব্যক্তি যদি প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরও প্রতিশোধ না নেয়,এবং ক্ষমা করে দেয়। তাহলে ইসলামের দৃষ্টিতে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ হিসাবে বিবেচিত হবে। তবে ইসলাম একেবারে রাগহীন জীবনকে উৎসাহিত না করে কিছু, কিছু, ক্ষেত্রে রাগ বা ক্ষোভ প্রকাশের কথা বলা হয়েছে। প্রবাদ বাক্য আছে, যে রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ করা সত্যিই ভালো না, এটি খুবই খারাপ অভ্যাস। রাগ মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায় না।রাগ মানুষের বিবেককে গেলে ফেলে। যত বেশি রাগ হয় ততবেশি মানুষের জ্ঞান বুদ্ধি লোপ পায়।রাগের কারণে হয়তো কথাবার্তা বেশি হয় আর বেশি কথাবার্তা হয়নি ঝগড়া-বিবাদ ফাসাদের মধ্যে লিপ্ত হয়।


আপনার মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আল্লাহ হাফেজ

🌷❤️💛💙💜💗🧡💚🤎🧡💗❤️💛💙💗🤎🌹

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। আপনার লেখার মান আগের তুলনায় অনেক বেড়েছে, যা সত্যিই প্রশংসনীয়। আসলে রাগ হচ্ছে মানুষের সবকিছু ধ্বংস করে দেওয়ার মত একটি জিনিস। কথায় আছে রেগে গেলেন তো হেরে গেলেন, ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাই এতো সুন্দর একটা গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য। এভাবেই পাশে থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।

রাগ হল আসলে আমাদের শত্রু। এটা আমাদের জীবনের সবকিছু ধ্বংস করে দেয়। এটা আসলে আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। আপনার আজকে রাগ নিয়ে খুব ভালো একটি পড়া লেখা পড়লাম খুব ভালো লাগল। অনেক ধন্যবাদ আপনাকে এই লেখাটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা মন্তব্য করার জন্য।

ভাইয়া আপনি রাগ নিয়ে খুব সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। খুবই ভালো লেগেছে আপনি ঠিকই বলেছেন ভাইয়া আমাদের সকলেরই উচিত রাগ নিয়ন্ত্রণ করা। কারণ অতিরিক্ত রাগ আমাদের সবকিছু ধ্বংস করে দেয়। আপনাকে ধন্যবাদ মূল্যবান এই পোষ্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।আপনার জন্য শুভকামনা রইলো।

এতো সুন্দর একটা গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনার জন্য ও অনেক অনেক শুভকামনা রইল।

আজকে অনেক বাস্তবিক একটি পোস্ট করেছেন আপনি।যেখানে রাগ সম্পর্কে অনেক মূল্যবান কিছু কথা বলেছেন। প্রকৃতপক্ষে রাগ কন্ট্রোল না করতে পারলে ওভারঅল নিজেরই ক্ষতি। আপনার এই লাইন গুলো বেশি ভাল লেগেছে ধন্যবাদ।

রাগ মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায় না।রাগ মানুষের বিবেককে গেলে ফেলে। যত বেশি রাগ হয় ততবেশি মানুষের জ্ঞান বুদ্ধি লোপ পায়।রাগের কারণে হয়তো কথাবার্তা বেশি হয় আর বেশি কথাবার্তা হয়নি ঝগড়া-বিবাদ ফাসাদের মধ্যে লিপ্ত হয়।

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।

আপনাকে ও অনেক ধন্যবাদ আশা করি এরকম আরো শিক্ষনীয় কিছু ব্লগ আমাদের সাথে শেয়ার করবেন।

নিজের রাগকে যে নিয়ন্ত্রণ করতে শিখে যায় তার দ্বারা কোনো খারাপ কাজ হয় না এটা আমার বিশ্বাস। রাগ এমন একটা জিনিস যা মানুষের ভালো মন্দ জ্ঞানকে নষ্ট করে দেয়। আমাদের উচিত নিজের রাগকে নিয়ন্ত্রণ করা। যাইহোক অনেক সুন্দর গুছিয়ে লিখেছেন ভাই। ভালো লাগল পড়ে।।

ধন্যবাদ আপনাকে সুন্দর মতামতের জন্য।

খুব সুন্দর ভাবে আপনি বর্ণনাসহ আমাদের মাঝে সচেতন একটি বিষয় তুলে ধরেছেন। আপনার রাগ বা ক্রোধ বিষয়ক সুন্দর পোস্ট আমাকে মুগ্ধ করেছে।

ভাই আপনি যথার্থই বলেছেন রাগ নিয়ন্ত্রণ না করতে পারলে সমাজে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। এবং মানুষের রাগ বেশি হলে গিয়ান বুদ্ধি লোপ পায় ।ধন্যবাদ আপনাকে ।

আপনাকেও অনেক ধন্যবাদ।