ব্লক চেইন কি ১০% সাই ফক্স ও ৫% এবিবি স্কুল

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম,
হ্যালো আমার স্টিমিট বন্ধুরা
আমি মোস্তাফিজুর বাংলাদেশ থেকে
নতুন ব্লগে স্বাগতম


আসসালামু আলাইকুম,সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন। আমি ও আল্লাহর অশেষ রহমাতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে ও আমি আপনাদের মাঝে একটি মোটিভেশন পোস্ট নিয়ে আলোচনা করবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো। আশা করি সবাই এর অনেক উপকৃত হবেন। তবে সবার কাছে অনুরোধ থাকবে সবাই আমার পোস্টটি মন দিয়ে একটু পরবেন। তাহলে কিছু হলেও জানতে পারবেন। আমরা যে যা জানি, বা আমরা যে বিষয়ে ভালো জ্ঞান রাখি সে বিষয়ে, সম্পর্কে অন্যদেরকে জানানো আমাদের কর্তব্য।যাইহোক সবাই পোস্ট পড়বেন এবং সুন্দর মতামতের মাধ্যমে উৎসাহিত করবেন। তো চলুন শুরু করা যাক


আজকে আমি ব্লক চেইন সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আকারে আলোচনা করবো। আসলে, ব্লক চেইন কি, ব্লক চেইন অর্থ কি। ব্লক চেইন অর্থ হচ্ছে, ব্লক দিয়ে তৈরি চেইন, বা ব্লকের চেইন। অনেকগুলো ব্লককে একটির সাথে আরেকটি জোড়া দেওয়ার মাধ্যমে ব্লককের একটি শিকল তৈরি করাই হচ্ছে ব্লকচেইন।যে ব্লকগুলোর দ্বারা এই চেইন গুলো তৈরি হয়, সেই ব্লক গুলো মুলত তথ্য সংরক্ষণ করে।মূলত ব্লকচেইন হচ্ছে একটি ডিস্ট্রিবিউটেড লেজার যা সবার জন্য উন্মুক্ত

window-7241905_1280.jpg

Source


ব্লকচেইনঃ ব্লকচেইন সম্পর্কে আপনারা হয়তো অনেকেই শুনেছেন,আবার কেউ শুনেননি।আর যদি বলি
বিটকয়েন, তাহলে আমি মনে করি এ নামটা আপনারা প্রাই প্রোত্যেকেই শুনেছেন। তো এই বিটকয়েন মার্কেটে আসার পর, ব্লকচেইন নিয়ে মানুষের আগ্রহ বেড়ে গেছে কারণ, বিটকয়েন বা অন্যনা ক্রিপ্টোকারেন্সি এই ব্লকচেইন, টেকনোলজি, ( blockchain-technology) এর উপর নির্ভর করে


ডেটা স্টোর জন্য সব থেকে নিরাপদ স্থান হলো একটি ব্লকচেইন।যা কেউ নষ্ট বা হ্যাক করতে পারবে না।মূলত বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি ব্যাকিং ইনভেস্টিং এর বিভিন্ন ডেটা, ব্লকচেইনে ( blockchain) এ স্টোর করে রাখা হয়।ব্লকচেইনের টেকনোলজির জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। (blockchain - technology ) জনপ্রিয়তা বৃদ্ধির প্রধান কারন হলো এর উন্নত সিকিউরিটি। এর ডাটা পরিবর্তন করা, বা hack করা অসম্ভব, তাই এর জনপ্রিয়তা বেড়েই চলছে। এছাড়া ব্লকচেইনের টেকনোলজির মাধ্যমে তৃতীয় কোন, ব্যক্তির মধ্যস্থতা ছাড়া ট্রানজেকশন নিরাপদ করা যাচ্ছে। আর এতে করে মানুষের অনেক সুবিধা হচ্ছে। এসব কারণের জন্যই মূলত
ব্লকচেইনের এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে

network-3539325_1280.jpg

Source


ব্লকচেইনের আর্বিভাব ঘটে ১৯৯১ সালে।2008 সালে সাতোসি নাকামোতো নামে, এক ব্যক্তি এই বিটকয়েন আবিষ্কার করেন।তো এই বিটকয়েন লেনদেনের ক্ষেত্রে তিনি সর্বপ্রথম এই ব্লকচেইন টেকনোলজির ব্যবহার করেন।তারপর থেকেই কিন্তু এর জনপ্রিয়তা তুমুল হারে বাড়তে থাকে।বিটকয়েন লেনদেনের সমস্ত ট্রানজেকশন,হিস্টরি ব্লকচেইনের মাধ্যমে সংরক্ষিত থাকে,কোন বিশ্বস্ত প্রতিষ্ঠান বা ব্যক্তির নিয়ন্ত্রণ ছাড়া।বলা হয়ে থাকে বিটকয়েন আবিষ্কারের পর থেকে ব্লকচেইনের এর যাত্রা শুরু হয়।প্রত্যেকটি ব্লক এ ডেটা স্টোর অনুযায়ী একটি hash তৈরি হয়।কোন ব্লকের ডেটা যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে অটোমেটিক সেই ব্লককের hash পরিবর্তন হয়ে যাবে


আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় এই কামনা রেখে শেষ করছি আজকের ব্লগ। আমার লেখার মধ্যে যদি কোন ভুল হয় তবে সবাই ক্ষমা করবেন যেন ভুল গুলো শুধরে নিতে পারি।আর বিশেষ করে আমার এই প্রথম ব্লক চেইন সম্পর্কে লেখা, তাই ভুলটুল হলে নিজ গুনে ক্ষমা করবেন। যাতে করে পরবর্তীতে আরও সুন্দর ভাবে উপস্থাপন করতে পারি সবাই দোয়া করবেন


আল্লাহ হাফেজ

🌷💚💝💓💜🤎❤️🧡💙💗❤💜❤️🤎💜🌹

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি ব্লকচেইন সম্পর্কে আমাদেরকে স্পষ্ট ধারণা দিয়েছেন। বিশেষ করে ব্লকচেইন আবির্ভাব ঘটায় দিনটি ছিল হাজার 1991 সাল। ধন্যবাদ আপনাকে।

ব্লকচেইন নিয়ে খুব সুন্দর একটি ধারণা দিয়েছেন আমাদের মাঝে। যা পড়ে বেশ ভালো লাগলো আমার কাছে। খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন আপনি। আপনাকে এরকম সুন্দর একটি তথ্যবহুল পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।