চকবাজারে ইফতারের আয়োজন ১০% লাজুক খ্যাক এর জন্য।

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন আশা করি রমজানের খুশিতে সবাই অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমাতে অনেক ভালো আছি।

আমি মোস্তাফিজুর রহমান বাংলাদেশ থেকে বলছি। আমার সকল ভারতীয় ও বাংলাদেশের বন্ধুদের সুস্থতা কামনা রেখে শুরু করছি আজকের ব্লগ।আমার পোস্টের
১০% সাই ফক্স ও ৫% এবিবি স্কুল


আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো চকবাজার ইফতারের কিছু ফটোগ্রাফি। তো আজকে আমি মুলত আসছিলাম অন্য একটি কাজে। চকবাজারের পাশাপাশি একটি মসজিদ আছে। মসজিদের নাম হচ্ছে সাহি মসজিদ এটা বড় নাম করা মসজিদ। আমি এই মসজিদের ইমাম সাহেবের কাছে আসছিলাম একটা কাজ কাজে।তো হুজুরের কাছে আইসা তাকে পাই নায়।তাই মসজিদে অনেক সময় বইসা রইলাম দেখি হজুর আসলে তারপর দেখা করবো।তো আমি মসজিদে বইসা শুনতে আছি যে বাহিরে অনেক চিল্লা চিল্লি। বুঝতে পারছি যে বেচাকেনা চলতাছে। তো চিন্তা করলাম একটু দেখে আসি কি অবস্থা বাজারের। মসজিদ থেকে বাহিরে নামলাম দেখে তো আমি অবাক যে এতো মানুষের ভিড়।এতো তারাতাড়ি মানুষ ইফতারি নেওয়ার জন্য চলে আসছে। কি বা করবো তারাতাড়ি না আসলে ইফতার পাওয়াই যাইবো না এই মানুষ তারাতাড়ি চলে আসে।কারন আপনারা অনেকেই জানেন চকবাজার এমনিতেই অনেক নামকরা বাজার এখানে মানুষের আনাগোনা একটু বেশি থাকে। আপনারা হয়তো অনেকেই মোবাইলে দেখেছেন যে চকবাজারের ইফতারের কি অবস্থা। এখানে বিভিন্ন ধরনের ইফতারের খাবার আয়োজন করা হয়।এমন এমন ইফতারে খাবার আনে যা গরিব মানুষের পক্ষে কেনা সম্ভব না।এতো দামি ও দামিও প্রকারের খাবার। বড়লোক ছাড়া এখানে খুবই মানুষে ইফতারে বাজার করে। বিশেষ করে খাবার গুলো দেখলে লোভ সামলিয়ে রাখা যায় না এমন ভাবে তৈরি করে আনে।আপনারা যারা এখনো দেখেন নায় চকবাজারের ইফতারের বাজার। তারা একটু মোবাইলে দেখে নিবেন আর দেখলেই বুঝবেন। কারন আমার মনে হয় না চকবাজার ছাড়া অন্য কোথাও এরকম ভাবে ইফতারের আয়োজন করা হয়। হয়তো থাকতে পারে কিন্তু আমার জানা নাই। আপনারা ফটোগ্রাফি গুলো দেখলেই বুঝবেন মাংস তারা বিভিন্ন পদ্ধতিতে রান্না করে বানিয়ে আনে। এরকম রেসিপি মনে হয় না বাসায় কেউ তৈরি করে।কত রকমের ডিজাইনে মাংস তৈরি করে তারা দেখলেই বুঝবেন। মাংসের কালার গুলো দেখলেই পরানটা জুড়িয়ে যায়। মনে চাচ্ছিলো কিনে এখনি খাই কিন্তু রোজা দেইখা পারলাম না। কিন্তু একমাত্র রোজার কারণেই এতো মজাদার সুস্বাদু মানের মাংস তৈরি করা হয়। তারা ছাড়া অন্য সময় তৈরি করা হয় না। শুধু রোজার সময় তৈরি করে তাড়া বিক্রি করে। তো আর কথা না বাড়িয়ে খাবারের ছবি গুলো আপনাদের মাঝে শেয়ার করে দেই

IMG_20220412_140801~2.jpg

Original image ১.@mustafiz99 Vivo Y15s


IMG_20220412_154933~2.jpg


Original image২.@mustafiz99 VivoY15s

IMG_20220412_142833~2.jpg

original image ৩. @mustafiz99 Vivo Y15s


IMG_20220412_141931~2.jpg


Original image ৪. @mustafiz99 Vivo Y15s

IMG_20220412_141901~2.jpg


Original image ৫. @mustafiz99 VivoY15s

IMG_20220412_142011~2.jpg


Original image ৬. @mustafiz99 VivoY15s

IMG_20220412_142033~2.jpg


Original image ৭. @mustafuz99 VivoY15s

IMG_20220412_142143~2.jpg


Original image ৮. @mustafiz99 VivoY15s


IMG_20220412_142129~2.jpg

Original image ৯. @mustafiz99 Vivo Y15s


IMG_20220412_142236~2.jpg


Original image ১০. @mustafiz99 Vivo Y15s

IMG_20220412_142230~2.jpg


Original image ১১. @mustafiz99 VivoY15s

IMG_20220412_142736~2.jpg


Original image ১২. @mustafiz99 Vivo Y15s

IMG_20220412_142806~2.jpg


যাইহোক এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়। আমার বাংলা ব্লগের সকল বন্ধুূদের সুস্থতা কামনা রেখে শেষ করছি আজকের ব্লগ।


Name :@mustafiz99

Device :VivoY15s

Photo :mobile photographer

Location :Dhaka chocbajar

https://w3w.co/consults.aced.craftsmen

আল্লাহ হাফেজ


আমার পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাইয়া চকবাজার শাহী মসজিদের সামনে প্রতিবছরই এখানে বিভিন্ন রকম আইটেম নিয়ে ইফতারের মেলা বসে। আর আজকে আপনি সেটা আমাদের সাথে উপস্থাপন করেছেন। আমার ইচ্ছা আছে আমি এখানে একদিন ইফতার করব। কেননা এখানে খাবারের অনেক সুনাম ও আমি শুনেছি। ধন্যবাদ শেয়ার করার জন্য।

চকবাজারে বিশাল বড় ইফতারের আয়োজন ছিল। ক্রেতা ও অনেক ছিল। জমজমাট আয়োজন ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো দেখলেই বোঝা যায়। বিভিন্ন ধরনের খাবারের আইটেম ছিলো।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। এবং আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

ধন্যবাদ আপনাকে সুন্দর একটা মন্তব্য করার জন্য।

ফটোগ্রাফি গুলো দেখে বোঝাই যাচ্ছে ইফতারি কেনাকাটার জন্য মানুষের কত উপচে পড়া ভিড়। তবে বাহিরের এই খোলা খাবার গুলো নিয়ে আমার অনেক কিন্তু আছে, কারণ এগুলো অনেকটাই অস্বাস্থ্যকর। যাইহোক সুন্দর ছিল আপনার উপস্থাপনা টি।

ধন্যবাদ আপনাকে

ভাই যতোই যাই বলেন চকবজারের ইফতারি ফালতু ইফতারি। আমি আজকে ৫-৬ টা আইটেম কিনছি একটাও ভালো ছিলো না। সব দুই নাম্বারিতে ভরা। ইফতারি খেয়ে আজকে অনেক মেজাজ গরম হইছে।

ভাই তা ঠিক আছে দুই নাম্বারি ছাড়া এ দুনিয়ায় কিছুই পাবেন না। তবে চকবাজার এ গুলোই চলে আর বিশেষ করে মানুষ ভালো জিনিস টা চোখে দেখে না শুধু মজা পাইলেই হয়।সেটাই গাপুস গুপুস করে খায় বাংগালীরা।