পরিচয়ঃ
আমি আল-মামুন, পাবনা জেলার, বেড়া থানার, নতুন ভারেঙ্গা ইউনিয়নের, মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে।
গ্রামের সহজ সরল বালক বলতে পারেন….
আমার সাথে ঘটে যাওয়া দূর্ঘটনা সেয়ার করলাম আপনাদের সাথে, যাতে এমন ঘটনা আপনাদের সাথে ঘটার পূর্বে একটু হলেও সতর্কতা অবলম্বন করতে পারেন।
ইন্টারমিডিয়েট পাশ করার পরে বেকারের মত ঘুরাঘুরি আর মজা মাস্তি, সকল বন্ধ বান্ধব মিলে এক একদিন এক একটা গ্রামে উম্মাদের মত উরাউরি করি।
এই সব কিছু বাবা মায়ের চোখে একটু বেশিই বারাবাড়ি মনে হয়। আদর করে বুঝিয়ে আমাকে আমার মামার কাছে পাঠিয়ে দেয়।
মামা কাছে দুই মাস থাকার পরে, কোন এক ছোটভাই এর খোজে একটা চাকরির যোগার হয়।
লোকেশনঃ উত্তরা ১১নং সেক্টর, ( ইসতেমা ময়দানের পাশেই বলা চলে)
এবার আসল ঘটনায় আসি,,,,
১০ অক্টোবর ২০১৬.....
সময়ঃ ১১.৩০⌚
বাসা থেকে বের হই কলেজে যাবার উদ্দেশ্যে,
(টঙ্গি কলেজে ভর্তি ফ্রম জমা দিতে)
গুগুল ম্যাপ দেখে দেখে যাচ্ছি,🔭
কারণ,
এই প্রথম বার এই কলেজে যাচ্ছি, রাস্তা জানা নেই।
কামারপাড়া থেকে ছোট্ট একটা ব্রিজ পার করে এগতে থাকি
যখন সময়ঃ ১২.১০ (এরকমি হবে হয়তো),,,,,,,,⌚
আমাকে গুগুল ম্যাপ বলছে, ৯ মিনিট হাটলেই কলেজ পাবে,,,,
কিন্তু,
তা আর হলো কই......😯
তিন জন হাইজাকার এর নজর পরেগেছে মানুষ রূপের একটা বোকা গাধার উপর, যে দুপুরবেলা মেইন রোড এর পাশ দিয়ে ম্যাপ দেখতে দেখতে যাচ্ছে,
সেই মানুষ টা আমি ছাড়া কে আর হবে,,,
যখন বুঝতে পারি আমার সঙ্গে কী ঘটতে চলেছে,,,,,
ততখনে, আমাকে তারা উচু করে নিয়ে যায় রাস্তার সাইডে একটু আড়ালে, যাতে কেও দেখতে না পারে,
মেইন রোড বলেই মানুষ জন এর আনা-গোনা কম,
আর এই সুযোগ এই,
দুই জন আমার দুই হাত ধরে রাখে, আর অন্য জন
মায়ের দেওয়া দামী ফোন📱 টা হাতের মুঠ থেকে ছিনিয়ে নেয় এবং তিন জন তিন দিকে পালিয়ে যওয়ার চেষ্টা করে,,,,,,
আর তখনই আমার ভুল হয়ে যায়,,,,,😞
আমার ফোন হাতে নিয়ে যে পালাচ্ছিল, তাকে ধরে ফেলি চলন্ত রাস্তার মাঝ থেকে,,,,,
পেছন থেক ডান হাত দিয়ে ওর গলা চেপে ধরি, আর তখনই ফোনটা অন্য জনের কাছে ছুরে মারে, ২য় জন ফোনটা নিয়ে পালিয়ে যায় এবং ৩য় জন এগিয়ে আসে প্রথম জন কে আমার হাত থেকে ছাড়াতে,,,,,,
রাস্তার দুই পাশে চলন্ত গাড়ি 🚎আর মাঝ খানে চলছে তিন জনের জড়া-জড়ি,
আমার হাত থেকে ছাড়ানোর জন্য, আমার হাতে খুর দিয়ে আঘাত করে, কিন্তু বিন্দু মাত্র আমি অনুভব করতে পারিনি, যে আমার সাথে এমন কিছু করা হচ্ছে,
প্রায় ৫মিঃ এর উপরে হবে এমন ফাইট চলে।
অতঃপর, মহান আল্লাহর নিকট হতে সেনাবাহিনী রূপে ফেরেস্তার আগমন,,,,,🔆
একটু পরেই বুঝতে পারি, আমার হাতের উপর ওদের জঘন্য আক্রমন,,,😕
শরিল থেকে লাল ট্রি-সার্ট খুলে, ডান হাতের যে ক্ষত জায়গা দিয়ে রক্ত বের হচ্ছিল সেই জায়গা বাম হাত দিয়ে চেপে ধরে বসে আছি সেরাবাহিনীর গাড়ির ভেতর,,,,
বাবা-মা আর
কলেজ এর কথা ভাবতেই চোখ দিয়ে পানি বেরিয়ে আসে,
এরই মধ্যে একজন সেনা কে বলি,
আমার ফাইল ব্যাগ কোথায়?
তিনি বলে আমার কাছেই আছে,,,,
ওদের তিন জনের দুই জন তখন সেনাবাহিনীদের হাতে বন্দি,
ঘটনা স্থলে পুলিশের আগমন ঘটে এবং পরিস্থিতি বুঝে ফেলেন,,,
,,,,,
আমাকে এক জন লোকের সাথে টঙ্গি সরকারি হাসপাতালে পাঠানো হয়,
৫ মিনিট ধরে বসে থাকার পরে একজন ডাক্তার আমার হাত বেন্ডিস ও একটা ইনজেকসন দিয়ে দেন,,,,
কিছুক্ষন পরেই ছুটে আসে আমার অফিসের বস সহ কয়েক জন কর্মকর্তা,,,,,
তাদের দেখে আমার চোখ দিয়ে বেরিয়ে আসতে থাকে চোখের পানি,,,,
অতঃপর,
তারা আমাকে নিয়ে যায় একটা প্রাইভেট হাসপাতালে, যার নাম 🀄Uttara Lake View Specialized Hospital (PVT.) LTD.
এবং সেখানে ৭দিন আমাকে বেডে রাখা হয়।
আমার ডান হাতে ওরা খুরদিযে তিনটা পোছ মেরেছিলো, ডাক্তার আমার হাতে ২৭টার মত সেলাই করে, এবং হাত ভাংলে যেভাবে ব্যান্ডিজ করা হয়, তমন ভাবে ব্যান্ডিজ করে দেয়।
এই ছিলো আমার সাথে ঘটেযাওয়া ঘটনা,
সকলেই সাবধানে রাস্তায় চলাচল করবেন,
যেহেতু মোবাইলটা উদ্ধার হয়েছিলো না, আমি বেশি ছবি সেয়ার করতে পারলাম না।
আপনার পোস্ট পড়ে খুবই দুঃখ প্রকাশ করছি। আপনি হয়ে উঠুন সেই কামনা করি।
তবে
আমার বাংলা ব্লগে পোস্ট করতে হলে, সর্বপ্রথম একটি পরিচিতিমূলক পোস্ট লিখতে হবে।
আর অবশ্যই পোস্ট বাংলাতে হতে হবে।
পোস্টে অবশ্যই #abb-intro ট্যাগ ব্যাবহার করতে হবে। একটি পরিস্কার কাগজে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ লিখে সেই কাগজসহ আপনার ছবি তুলতে হবে। এই ছবির সাথে আরও নূন্যতম তিন চারটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখতে হবে। আপনার সম্পর্কে আরও তথ্য লিখতে হবে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার, জাতীয়তা, এলাকা সম্পর্কে সব তথ্য উল্লেখ করতে হবে। আপনাকে সঠিকভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হলে এই সকল নিয়ম মেনে আবার পোস্ট করতে হবে। আপনার পোস্টে রেফারার সম্পর্কে লিখতে হবে অথবা এই কমিউনিটির ব্যাপারে কোন 'মাধ্যম' থেকে জানতে পেরেছেন তা উল্লেখ করতে হবে অবশ্যই।
👇
এই মুহূর্তে আমার বাংলা ব্লগের নিউ মেম্বার নেয়া হচ্ছে না। তবে আপনি আমাদের discord server জয়েন থাকুন সঠিক সময় জানিয়ে দেয়া হবে discord এর মাধ্যমে।
নিচের লিংক টি ক্লিক করে দেখে নিতে পারেনঃ আমার বাংলা ব্লগ এর সর্বশেষ আপডেট নিয়মাবলী
👉 [লিংক] ঃ (https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21)
আরও কিছু জানতে জয়েন করুন আমাদের discord server এ
লিংক ঃ https://discord.gg/2eWjngYK
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপু, আমি ইস্টিমিটে নতুন, ইস্টিমিটের ব্যাসিক ধরনা গুলো পেয়েছি, ভালো ভাবে এগিয়ে যেতে মনে হয় আপনাদের অনেক সাপোর্ট দরকার,,,, আমাকে কী আপনাদের হেল্প বা সাপোর্ট কোন কমিউনিটি বা গ্রুপে রাখতে পারবেন, যেখান থেকে, ইস্টিমিট সম্পর্কে এডভান্স লেভেলের কিছু পেতে পারি অথবা আমি ইস্টিমিটকে কন্টিনিউ করতে পারি 🥺
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনি একটি দুর্দান্ত ও হৃদয় বিদারক পোস্ট করেছেন যা আসলেই পাঠকের মনকে জাগ্রত করবে। অবশেষে আপনি সুস্থ আছেন ও হেফাজতে আছেন এটাতেই মনে প্রশান্তি বয়ে নিয়ে আসলো। নেক্সটাইম সাবধানে থাকবেন। উপস্থাপনা সুন্দর ছিল। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ, ইনশাআল্লাহ চেষ্টা করবো সাবধানে চলার, আপনিও সাবধানে চলাফেরা করবেন, ঢাকা নিরাপত্তাহীন জায়গা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit