আচ্ছালামুআলাইকুম,
আমি আল-মামুন "আমার বাংলা ব্লগ" এর নতুন সদস্য। আলহামদুলিল্লাহ, লেভেল ওয়ান থেকে পাশ করার পরে "লেভেল টু" এর ক্লাস শেষ করে ভাইবা পরিক্ষা পাশ করেছি। লেভেল টু থেকে আমি যে বিষয় গুলো অর্জন করেছি তার কিছু কিছু আপনাদের সাথে পরিক্ষার মাধ্যমে সেয়ার করার চেষ্টা করছি।
"লেভেল টু" তে যে বিষয় গুলো আলোচনা করা হয়েছেঃ
- একাউন্ট নিরাপত্তা / কী সিকিউরিটি
- ডেলিগেশন কিভাবে করে, কেন ডেলিগেশন করা উচিৎ
- পাওয়ার আপ কী, কেন পাওয়া আপ করা জরুরি
- ওয়ালেটের কাজ
প্রশ্ন পত্রের প্রশ্ন অনুযায়ী উত্তরঃ
"পোষ্টিং কী"এর কাজঃ
পোষ্টিং কি এর মাধ্যমে স্টিমিট সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে লগইন করতে হয়। আর এখানে লগইন করার মাধ্যমে স্টিমিটের সোশ্যাল সাইটে পোস্ট করা, পোস্ট এডিট করা, কমেন্ট করা, কমেন্ট এডিট করা, রিস্টিম করা, পোষ্টে ভোট দেওয়া, কাউকে ফলো এবং আনফলো করা এমনকি মিউট করার এক্সেস পাওয়া যায়।
সুতরাং, "পোষ্টিং কী" চুরি হলে এই সকল এক্সেস চোর পেয়ে যাবে।
"এক্টিভ কী" এর কাজঃ
এক্টিভ কী দিয়ে স্টিমিট ওয়ালেটে লগইন করতে হয়।
স্টিমিট ওয়ালেটের স্টিম রিওয়ার্ড কালেক্ট করা থেকে শুরু করে পাউয়ার আপ করা, পাউয়ার ডাউন করা, স্টিম সেভিংসে ট্রানস্ফার করা, স্টিম উইথড্র করা, এসবিডি ট্রানস্ফার করা, এসবিডি সেভিংসে জমা করা, কাওকে স্টিম সেন্ড করার এক্সেস পাওয়া যায়।
সুতরাং, "এক্টিভ কী" চুরি হলে ওয়ালেটের সকল ধন-দৌলত চুরি করতে সক্ষম হবে। এটাকে অবশ্যই গুরুত্ব দিয়ে হেফাজত করতে হবে।
"ওনার কী" এর কাজঃ
উপরে "পোষ্টং কী" এবং "এক্টিভ কী" এর কাজ গুলো "ওনার কী" দিয়েও করা সম্ভব। সেই সাথে "পোষ্টিং কী" এবং "এক্টিভ কী" নতুন করে জেনারেট বা রিসেট করা হয় এই "ওনার কী" দিয়ে।
তাহলে তো, বোঝাই যাচ্ছে এটার মাধমে কি কি করা যায়।
"মেমো কী" এর কাজঃ
সকল "কী" এর চাইতে কোম গুরুত্বপূর্ণ হলেও এটা গোপনীয়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এই "মেমো কী" এর মাধ্যমে মেছেজ এনক্রিপ্ট করে পাঠানো হয় এবং এনক্রিপ্ট করা মেছেজ গুলো দেখতে এই "মেমো কী" এর প্রয়োজন হয়।
সুতরাং, এটার কাজ কোম তাই এটার গুরুত্বও কিছুটা কোম।
"মাষ্টার পাসওয়ার্ড" এর কাজঃ
স্টিমিটে একাউন্ট খোলার সময় এই পাসওয়ার্ড জেনারেট হয়। এমনকি এই পাসওয়ার্ড দিয়ে "ওনার কী" সহ সকল "কী" কেই দেখা যায়। এক কথায় সবচেযে বেশি ক্ষমতা এই পাসওয়ার্ডের।
"মাষ্টার পাসওয়ার্ড" নিরাপদে সংরক্ষণ করার জন্য আমার প্লানঃ
আমি ছাড়া আরকাওকে জানাবো না যে এরকম কোন পাসওয়ার্ড আমার আছে। তাহলে, কোথায় আছে সেই প্রশ্নটাও লক হয়ে থাকবে।
আমি প্রয়োজনীয় কী গুলোকে হালকা মডিফাইড করে অনলাইনে সংরক্ষণ করেছি যে গুলো শুধুমাত্র আমি সহজে বের করতে পারবো। তাছারা পিডিএফ ফাইলকেও এনক্রিপ্ট করে অনলাইনে সংরক্ষণ করেছি।
এই প্রশ্নের উত্তর এর চাইতে বেশি খোলামেলা ভাবে উপস্থাপন করতে পারবো না।
"পাওয়ার আপ" করার জরুরি বিষয় গুলোঃ
ব্লগ প্ল্যাটফর্মে দৈর্ঘ্য মেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপ করা জরুরি। যত বেশি পাওয়ার থাকবে ততো বেশি কিউরিশন রিওয়ার্ড জেনারেট হবে। আমরা পোষ্ট করে যে রিওয়ার্ড পাই সেখান থেকে কিছু কিছু করে আমরা আমাদের পাওয়ার বৃদ্ধি করতে পারবো। স্টিমিটে দ্রুত উন্নতি করার জন্য মার্কেট থেকে স্টিম ক্রয় করে পাওয়ার আপ করা সম্ভব।
পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আমার জ্ঞানঃ
ওয়ালেটে থাকা লিকুইড স্টিমকে পাওয়ারে পরিণত করার জন্য প্রথমে ওয়ালেটে যেতে হবে, এবং এক্টিভ কী দিয়ে লগইন করতে হবে।
ব্যলেন্সে থাকা স্টিমে ক্লিক করলে পাউয়ার আপ অপশন পাওয়া যাবে।
পাওয়ার আপ অপশনে ক্লিক করলে কী পরিমান স্টিম পাওয়ার আপে যোগ করবো সেই পরিমান সংখ্যায় দিতে হবে।
এর পরে "পাওয়ার আপ" বাটনে ক্লিক করতে হবে।
ক্লিক করার পরে কনফার্মেশন এর জন্য নতুন পেজ আসবে
সব শেষে "ওকে বাটনে" ক্লিক করে কাজ সম্পন্ন করতে হবে।
সেভিংস এ থাকা স্টিম অথবা এসবিডি উইথড্র দেওয়ার ৩ দিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয়।
মেমো ফিল্ড মূলত কাওকে লিকুইড স্টিমের সাথে মেছেজ পাঠানোর জন্য ব্যবহার করতে হয়৷
ডেলিগেশন ক্যানসেল করার ৪ দির পর উক্ত এস.পি নিজের একাউন্টে ফেরত আসে।
আমি হিরোইজম'কে ২০০ এস.পি ডেলিগেশন করেছি। কিছুদিন পরে আরো একশো এস.পি ডেলিগেশন করতে চাই। এখন ডেলিগেশনের পরিমান লেখার সময় আমাকে ৩০০ এস.পি লিখতে হবে।
পশ্ন পত্র অনুযায়ী সহজ ভাবে উপস্থাপন করার চেষ্ট করেছি। লেভল টু এর সকল বিষয় গুলো সম্পর্কে ভালোভাবেই ধারনা পেয়েছি, অনেক কিছু প্যাকটিক্যালি ট্রাই করেছি।
@tipu curate
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted 👌 (Mana: 6/8) Get profit votes with @tipU :)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লেবেল টু এর বিষয়বস্তু গুলো খুব সুন্দর ভাবেই পোস্টের মাঝে ফুটিয়ে তুলেছেন । আপনার এই পোস্টটা দেখে আমার খুবই ভালো লেগেছে এভাবে এগিয়ে যান ভাই আপনার জন্য বিশেষ দোয়া এবং শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক গুলো ধন্যবাদ ভাইয়া। খুবই ভালো লাগলো আপনার মূল্যবান মন্তব্য পেয়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর মামুন ভাই আপনি সহজ ভাবে খুঁটিনাটি বিষয়গুলো খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনি এবিবি স্কুল থেকে অনেক কিছুই জেনে গেছেন। সুন্দর হোক আপনার পথচলা এবং সুন্দর হোক আপনার আগামী দিনগুলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি লেবেল টু থেকে খুব ভালো অর্জন করেছেন। আসলে আমাদের কমিউনিটি স্কুল থেকে আমরা কন্টিনিউ শিক্ষা পেয়ে যাচ্ছি। এভাবে কমিউনিটি নিয়ম মেনে সামনে এগিয়ে যাবে। আপনার জন্য সবসময় শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার লেভেল 2 লিখিত পরীক্ষা পোস্ট দেখে বুঝতে পারলাম আপনি অনেক সুন্দর ভাবে প্রতিটি ক্লাস মনোযোগ সহকারে করেছেন। প্রতিটি প্রশ্নের উত্তর সুন্দর ভাবে দিয়েছেন। অনেক ভালো লাগলো পোস্ট টি দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু আপনার এত সুন্দর মন্তব্য করার জন্য, আমি আমার পক্ষ থেকে যতটুকো বুঝতে পেরেছি তার কিছু সেয়ার করেছি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুভকামনা জানাই আপনাকে । লেভেল ২ এর পরীক্ষা সম্পুর্ণ করার জন্য । আপনি খুব সুন্দর ভাবে প্রশ্ন পত্রের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন । লেভেল ০২ আমাদের জন্য ছিল খুব গুরুত্বপুর্ণ একটা পার্ট । তবে ভাইয়া বানান ভুল গুলো একটু দৃষ্টিকটু লাগছে ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া অনেক বড় উপকার করেছেন। ভুল বানান গুলো সঠিক করে দিয়েছি। তারাহুরো করে পোষ্ট শেষ করেছি তাই এমনটা হয়েছে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit