ঈদুল আজহা ঈদ উদ্যাপন ২০২২

in hive-129948 •  3 years ago 

আচ্ছালামুয়ালাইকুম প্রিয় ব্লাগার বন্ধুরা, আসাকরি ঈদের এই খুশির দিন গুলোতে পরিবার আর বন্ধু দের নিয়ে ভালোই মজা মাস্তি করেছেন। আমিও থেমে থাকিনি আপনাদের সাথে আজকে সেয়ার করবো ঈদের ঘুরাঘুরি।

সকল ঈদের চাইতে এই ঈদটা কাটিয়েছি একটু ভিন্ন ভাবে

মূলত এই ঈদে সময় দিয়েছি পরিবার আর আত্মীয় স্বজনদের।
বন্ধুদের সাথে দেখা হয়েছে তবে অন্যান ঈদের তুলনায় খুবই কোম।

কারন, ঘুরা ঘুরির বিষয়টা বন্ধুদের সাথে হয়ে থাকে প্রতি বছরে কিন্তু এবার ঘুরাঘুরি হয়েছে পরিবার নিয়ে আত্মীয় স্বজনদের বাড়িতে।

গত পাঁচ বছরে আত্মীয় স্বজনদের সাথে তেমন দেখা সাক্ষাৎ হয়নি বললেই চলে।

তার ভেতরে কয়েকটা নতুন পরিবারও গড়ে উঠেছে।

যাইহোক শুরু করছি ঈদের দিন সকাল থেকেই ।

সকালে ঈদের নামাজ আদায় করে ফিরে আসি বাড়িতে,
খাবার খেয়ে হাল্কা বিশ্রাম করে নেই।

সেই সাথে চিন্তা ভাবনা করে মনে মনে সিডিউল আর ম্যাপ অঙ্কন করি।

সেই ম্যাপে প্রথম বাড়িটা হয় চাচাতো বোনের, তার পূর্বে দুপুরে চাচার বাড়িতে অল্প করে ঈদের খাবার গ্রহন করি।

এবং চাচতো ভাইকে সেখান থেকে নিয়ে আমরা মোট চার জন রওনা হই চাচতো বোনের বাড়ির দিকে। খুব একটা দুরে না বাড়িটা তবে অর্ধেকটা রাস্তা গাড়ি করেই যাই কারন বাজার থেকে মিষ্টি নিতে হবে। বড় ভাই হিসেবে এই দায়িত্বটা যে পালন করতেই হবে।

সেখান থেকে অল্প কিছুটা পথ তাই হেটেই রওনা দেই।

চাচাতো বোনের বিয়ে হয়েছে পাঁচ বছরের বেশি, বিয়েতে তো থাকতেই পারিনি এমনকি এখন পর্যন্ত ওদের বাড়িতেও যাওয়া হয়নি। ফোনে ফোনে কথা হয়েছে শুধু। এখন আমার চাচাতো বোন দুই সন্তানের মা।

বাড়িতে পৌছেই দেখা হয় ওর সাথে এবং ওর শাশুরির মানে আমার মাওই এর সাথে। মাওইকে শুভেচ্ছা জানিয়ে চলে যাই ঘরের ভেতরে। ফ্যান ছেরে শুয়ে ছিলো আমার নতুন ভাগ্নে-ভাগ্নী, ওদের দেখে কলিজাটা ঠান্ডা হয়ে যায়।

কিছুক্ষণ পরেই চলে আসে চাচাতো বোন এর স্বামী, এসে আমাকে সালাম জানায়।

আমার চাচাতো বোন আমার চেয়ে বয়সে তিন বছরের বেশি ছোট।

সেই সুত্রে আমাকে ওর স্বামী আপনি বলেই সম্বোধন করেন।
কিন্তু, ওর স্বামী আমার চেয়েও চার থেকে পাঁচ বছরের বড় হবে, তাই আমিও তাকে আপনি বলেই সম্বোধন করি।
মনেকরি,

এতে করে তিনিও নিজেকে আমার সাথে ভালো ভাবেই আমার সাথে মেসাতে পারবেন।
তিনি বাংলাদেশ পুলিস এর সদস্য এবারে ঈদের ছুটি পেয়েছেন তিন দিন। ঈদের পরের দিনই তাকে চলে যেতে হবে এমনটাই বললেন।

কিছুক্ষণ পরেই চাচাতো বোন খাবারের আয়জন করে, প্রথম বার এসেছি না খেয়েতো যাওয়াই যাবে না, তাই খাওয়ার জন্য বসে পরি।

প্রায় দুই ঘন্টা সময় ওদের বাড়িতে ছিলাম, সব শেষে বিদায় নিয়ে বেরিয়ে পরি ফুফুর বাড়ির দিকে।

ফুফুর ও বিয়ে হয়েছে চার বছরের উপরে, ফুফুটা আমার চাইতে ছোট (দাদার ২নাম্বার বউ এর সন্তান)।
উল্লেখ করে দিলাম তা'নাহলে বুঝতে একটু খটকা লাগতে পারে।
ও বয়সে আমার চাইতে ২-৩ বছরের ছোট, ওর বাড়িতে এখন পর্যন্ত কয়েকবার গিয়েছি কিন্তু লাষ্ট দুই বছরে তেমন দেখা হয় নাই। ও আর ওর স্বামী ঢাকায় থাকে, ঈদের ছুটিতে বাড়ি আসছে।

ওদের বাড়ির সকলের সাথেই দেখা ও কথা হয়। সেখানে খুব বেশি সময় থাকতে পারবো না, কারন এখনো বিশেষ জায়গায় যাওয়া হয় নাই।

তাই অল্প কিছু আহার করেই বেরিয়ে পরি। রওনা হই যমুনার তীরে, নদীর থইথই পানি দেখতে কি যে শান্তি লাগে সেটা বলে বোঝানো যায় না।

এটাই বিশেষ জায়গা এখানেই অনেক লোকের ভীড় জমে। যেহেতু কোরবানির ঈদ তাই খুব একটা ভীড় নেই।

IMG20220710185833_01.jpg

ছবিঃ ১০ জুলাই, ২০২২

এখানে কিছুক্ষণ কাটিয়ে বড়িতে ফিরে আসি, আর এভাবেই শেষ হয় ঈদের দিনের ঘুরাঘুরি।

আজ এপর্যন্তই এর পরের পোষ্টে সেয়ার করবো ঈদের দ্বিতীয় দিনের ঘুরাঘুরি ইনশাআল্লাহ।
সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি।
আল্লাহ হাফেজ

আমার পরিচয়

PicsArt_12-12-08.02.49.jpg

আমি ,আল - মামুন

আমার বাড়ি পাবনা জেলায়

বাংলা আমার মাতৃভাষা, আমি আমার মাতৃভাষাকে ব্যবহার করতে ভালোবাসি, এ ভাষায় আমি আমার মনের ভাব প্রকাশ করে শান্তি লাভ করি। এই ভাষাতে ব্লগিং করার জন্য "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে আমার পথ চলা শবে মাত্র শুরু। বর্তমানে আমি লেভেল ৩এ ক্লাসরত আছি

@MyFriendMamun.png
আমার বাংলা ব্লগ, বাংলা ভাষার ঐতিহ্য

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

পরিবারের সাথে ঈদের আনন্দ উপভোগ করার মজাই আলাদা। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো ভাই। আমিও ঈদের দিনগুলো ভালোভাবেই কাটিয়েছি। আপনার জন্য শুভকামনা রইলো।

শুনে খুবই ভালো খুশি হলাম আপনিও ঈদের দিন গুলো ভালোভাবেই কাটিয়েছেন। আপনার জন্যও শুভকামনা ভাইয়া

অনেক সুন্দর সময় ও সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। যা সবার ভাগ্যে হয় না। অনেক সুন্দর মুহূর্ত গুলো সবার সব সময় আসে না। সুন্দরভাবে এবং অনেক উদ্দীপনার সাথে ঈদ কাটিয়েছেন দেখে ভালো লাগলো। শুভকামনা ও সেই সাথে ঈদ মোবারক।