আচ্ছালামুয়ালাইকুম প্রিয় ব্লগার বন্ধুরা, আসা করি আল্লাহর রহমতে ভালোই আছেন।
ঈদের ব্যস্ততা কটিয়ে,
বেশ কয়েক দিন পরে ঈদের আনন্দ সেয়ার করতে ফিরে আসলাম আপনাদের মাঝে।
ঈদ মানে আনন্দ
মুসলমানদের জন্য বছরে দুইটা আনন্দের দিন থাকে, একটা ঈদুল ফিতরের আর একটা এই ঈদুল আজহা। আমরা বাঙ্গালীরা রোজার ঈদ এবং কোরবানির ঈদ বলে বেশি প্রকাশ করি।
ঈদুল ফিতর
যে ঈদের ৩০ দিন পূর্ব থেকে সৃষ্টি কর্তার দেয়া আদেশ অনুযায়ী দিনের বেলায় পানাহার থেকে সিয়াম পালনের জন্য সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে খুশির একটা দিন হিসেবে যে ঈদ আনন্দ শুরু হয় সেটাকেই রোজার ঈদ বা ঈদুল ফিতরের ঈদ বলে।
ঈদুল আজহা
সকলের প্রতি ক্ষোভ ও হিংসা থেকে নিজেকে উৎসর্গ করে ভালো থাকা সকালের সাথে ভাগ করার জন্য সিম্বল হিসেবে পশু কোরবানি করে এবং সেই কোরবানি করা পশুর গোস্ত সকলের সাথে ভাগাভাগি করে আনন্দ অতিবাহিত করার জন্য যে ঈদ বা খুশির দিন পালন করা হয় তাকেই কোরবানির ঈদ বা ঈদুল আজহা বলে।
এবার আসি আমার আনন্দ নিয়েঃ
মুসলিমদের ঈদের আনন্দ শুরু হয় ঈদের কিছু দিন আগে থেকেই, আর আমি মনে করি মদ্ধবিত্ত পরিবারে যে দিন থেকে ঈদের মার্কেটিং শুরু সেদিন থেকেই ঈদ শুরু।
আমি পরিবারের বড় ছেলে, ঈদ উপলক্ষে বড় ছেলের দায়িত্ব সব থেকে বেশি থাকে। সকল দায়িত্ব আজকে আর আপনাদের সাথে সেয়ার করবো না। যেহেতু ঈদের খুশি সেয়ার করবো!
ঈদের তিন দিন পূর্বে কেনা-কাটা করার জন্য আমার স্ত্রীকে নিয়ে যাই মার্কেটে,
তাহার জন্য দোকানদার কে পায়ের জুতা বের করতি বলি, কিন্তু তিনি আমার জুতা আগে কিনবে এবং তার পরে তার জন্য দেখবেন।
এটা বলার মূল কারণ তাহার আম্মা মানে আমার শাশুরি আমাদের ঈদের কেনাকাটা জন্য অর্থ/মানি পাঠিয়েছেন। আমাদের কথার টানাটানিতে দোকানদার কিছুটা বিরক্ত বোধ করলেন। কিন্তু কাষ্টোমার হিসেবে আমাদের সাথে কোন নেগেটিভ আচারন করলেন না। তিনি বললেন দুজনের জন্যই দেখেন।
যাই হোক আমার পছন্দ করতে দেরি হলো না। কিন্তু তার পছন্দ হওয়ার মত কোন জুতাই পেলেন না।
যেহেতু পছন্দ হয়েছে এবার দামটা পছন্দ মত বললেই প্যকেটিং। দুঃখের বিষয় দামটা পছন্দের চাইতে অতিরিক্ত বললেন দোকানদার। অন্য দিকে আমার স্ত্রী, তার কোন জুতা পছন্দ হয়নি। তাই কথা না বাড়িয়ে অন্য দোকানে যায় এভাবে কয়েকটা দোকান ঘুরাঘুরি করি ইচ্ছে করেই।
কারন আমার সাথে একজন মেয়ে মানুষ আছে যার এত কছিু দেখার পরেও কোন কিছুই পছন্দ হয় না।
প্রায় দের ঘন্টা এভাবে দৌড়াদৌড়ি করে গলা শুকিয়ে যায়। একটু গলা ভেজানোর জন্য এগিয়ে যাই লেবুর পানি পান করার জন্য, রাস্তায় লেবু দিয়ে ৫৳ গ্লাস যে পানি পাওয়া যায় সেই টার দাম ঈদ উপলক্ষে ১০৳।
লেবুর পানি পান করার সময় আমার নজর চলে যায় খাচায় ধরে রাখা সুন্দর সুন্দর পাখির দিকে।
লেবুর পানি পান করা শেষ করে চলে যাই পাখিগুলোর দিকে।
আমারো একজোড়া পাখি ছিলো একটা পাখি হটাৎ করে মারা গেছে, এখন একটা পাখি খাচার ভেতরে দিন কাটাচ্ছে। যাইহোক এটা নিয়ে অন্য কোন দিন বিস্তারিত সেয়ার করবো ইনশাআল্লাহ।
ছবিঃ
লাভ বার্ডস নামে পরিচিত, কিন্তু অনেকে এটাকা আসল লাভ বার্ডস নামে স্বীকৃতি দেয় না
চেষ্ট করলাম এখান থেকে একটা পাখি নিয়ে যাওয়ার,
কিন্তু পাখি গুলোর বয়স অনেক কোম, কোন ভাবেই আমার পাখির সাথে জোড়া বাঁধবে না।
ভিডিওঃ
জোড়া বাধা পাখি গুলো দেখে আমাদের দুজনের জোড়া বেধে মার্কেটে ঘুরাঘুরি কেমন যেন একটা অনুভূতির ছোয়া লাগে।
ছবিঃ আমি আর আমার স্ত্রী
সময় | ৫ জুলাই, ২০২২ |
---|---|
ডিভাইসঃ | ওপ্পো এফ ১৯ প্রো |
সেখানে প্রায় ১৫ মিনিট কেটে যায় কিন্তু ভালো লাগার কারনে সেখান থেকে সরতেই মন চাইতেছিলো না।
অবশেষে মার্কেট থেকে কোন কিছু না কিনেই ফিরে আসি বাড়িতে।
আজ এপর্যন্তই, পরবর্তী পোষ্টে সেয়ার করবো এর পরের দিন গুলো নিয়ে ইনশাআল্লাহ।
ততক্ষন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি।
আমার পরিচয়
আমার বাড়ি পাবনা জেলায়
বাংলা আমার মাতৃভাষা, আমি আমার মাতৃভাষাকে ব্যবহার করতে ভালোবাসি, এ ভাষায় আমি আমার মনের ভাব প্রকাশ করে শান্তি লাভ করি। এই ভাষাতে ব্লগিং করার জন্য "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে আমার পথ চলা শবে মাত্র শুরু। বর্তমানে আমি লেভেল ৩এ ক্লাসরত আছি
আমার বাংলা ব্লগ, বাংলা ভাষার ঐতিহ্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর পোস্ট মামুন ভাই। লাভ বার্ডস পাখিগুলো অসম্ভব সুন্দর দেখতে যা আপনি নিজ থেকে আমরা ধারণ করেছেন এটা দেখে আরো মনোমুক্ত হলাম। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit