লেভেল ৪ হতে আমার অর্জন - by @myfriendmamun

in hive-129948 •  3 years ago  (edited)

আচ্ছালামুয়ালাইকুম প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটি সদস্য, আসা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।
আজ লেভেল ৪ এর ফাইনাল এক্সাম দিতে আমার এই পোষ্ট।

MyFriendMamun.jpg

প্রফেসরঃ @moh.arif

শুরুতেই কৃতজ্ঞতা স্বীকার করছি এত সুন্দর করে আমাদের শেখানোর জন্য, আমার কাছে সকল লেভেলের ক্লাসের চাইতে এই ক্লাস বেশী গুরুত্বপূর্ণ মনে হয়েছে।
কারন উপার্জিত অর্থ ঠিক ভাবে হাতে না আনতে পারি তাহলে সকল পরিশ্রমই এর মূল্য হবে শুন্য।

এই ক্লাসের মাধ্যমে আমরা শিখতে পেরেছি স্টিমিট একাউন্ট থেকে স্টিমিট একাউন্টে ও পলোনিক্স একাউন্টে কিভাবে স্টিম, এসবিডি, টি.আর.এক্স ট্রনেস্ফার করা যায়। এছাড়াও লেনদেন সম্পর্কে সঠিক গাইড দিয়েছেন আমাদের প্রফেসর।

আমার অর্জন গুলোর কিছু অংশ প্রশ্নপত্রের প্রশ্ন অনুযায়ী উত্তর গুলো আপনাদের সাথে সেয়ার করছিঃ


পি.টু.পি কী?

পি.টু.পি হচ্ছে পার্সোনালPerson টু পার্সোনালPerson । একজনের স্টিমিট একাউন্ট থেকে অন্য জনের একাউন্টে স্টিম, এস.বি.ডি এবং টি.আর.এক্স ট্রেনেস্ফার করাকে পি.টু.পি লেনদেন বলে।

পি.টু.পি এর মাধ্যমে আমার স্টিমিট একাউন্ট হতে @level4test একাউন্টে ০.০০১ এস.বি.ডি সেন্ড করার স্কৃনশটঃ

ধাপঃ ১
SBD Transfer.jpg

ধাপঃ ২

SBD Transfer ok.jpg

পি.টু.পি এর মাধ্যমে আমার স্টিমিট একাউন্ট হতে @level4test একাউন্টে ০.০০১ স্টিম সেন্ড করার স্কৃনশটঃ

ধাপঃ ১

Steem Transfer.jpg

ধাপঃ ২

Steem Transfer OK.jpg

পি.টু.পি এর মাধ্যমে আমার একাউন্ট হতে @level4test একাউন্টে ০.০১ টি.আর.এক্স সেন্ড করার স্কৃনশটঃ

ধাপঃ ১

TRX Transfer.jpg

ধাপঃ ২

TRX Transfer OK.jpg

ধাপঃ ৩

TRX Transfer Success.jpg

ইন্টারনাল মার্কেট এ ০.১ এস.বি.ডি কে স্টিম এ কন্ভার্ট করার স্কৃনশটঃ

ধাপঃ ১

SBD to STEEM.jpg

ধাপঃ ২

SBD to STEEM OK.jpg

পলোনিক্স এক্সচেঞ্জ সাইটে আমার একাউনটের একটি স্কৃনশটঃ

PolonixAccount.jpg

আমার স্টিমিট একাউন্ট হতে পলোনিক্স এক্সচেঞ্জ সাইটে স্টিমিট ট্রেনেস্ফার করার স্কৃনশটঃ

ধাপঃ ১

Polonix Deposit 1.jpg

ধাপঃ ২

Polonix Deposit 2.jpg

ধাপঃ ৩

Polonix Deposit 3.jpg

ধাপঃ ৪

Polonix Deposit 4.jpg

ধাপঃ ৫

Polonix Deposit 5.jpg

ধাপঃ ৬

Polonix Deposit 6.jpg

ধাপঃ ৭

Polonix Deposit 7.jpg

ধাপঃ ৮

Polonix Deposit 8.jpg

ধাপঃ ৯

Polonix Deposit 9.jpg

ধাপঃ ১০

Polonix Deposit 10.jpg

ধাপঃ ১১

Polonix Deposit 11.jpg

ধাপঃ ১২

Polonix Deposit 12.jpg

আমার একাউন্ট হতে পলোনিক্স এক্সচেঞ্জ সাইটে টি.আর.এক্স ট্রনেস্ফার করার স্কৃনশটঃ

ধাপঃ ১

Polonix TRX Deposit.jpg

ধাপঃ ২

Polonix TRX Deposit 1.jpg

ধাপঃ ৩

Polonix TRX Deposit 2.jpg

ধাপঃ ৪

Polonix TRX Deposit 3.jpg

ধাপঃ ৫

Polonix TRX Deposit 4.jpg

ধাপঃ ৬

Polonix TRX Deposit 5.jpg

ধাপঃ ৭
Polonix TRX Deposit 6.jpg

ধাপঃ ৮

Polonix TRX Deposit 7.jpg

ধাপঃ ৯

Polonix TRX Deposit 8.jpg

ধাপঃ ১০

Polonix TRX Deposit 9.jpg

ধাপঃ ১১

Polonix TRX Deposit 10.jpg

পলোনিক্স এক্সচেঞ্জ সাইটে আমার জমাকৃত স্টিম এবং টি.আর.এক্স কে ইউ.এস.ডি.টি তে এক্সচেঞ্জ করার স্কৃনশটঃ

স্টিম

ধাপঃ ১

Steem to USDT.jpg

ধাপঃ ২

Steem to USDT 1.jpg

ধাপঃ ৩

Steem to USDT 2.jpg

টি.আর.এক্স

ধাপঃ ১

TRX to USDT.jpg

ধাপঃ ২

TRX to USDT 1.jpg

ধাপঃ ৩

TRX to USDT 2.jpg

ধাপঃ ৪

TRX to USDT 3.jpg

Border.jpg

এই ছিলো আমার অর্জন কৃত কিছু প্রশ্নের উত্তর।

নওরিন আপু বলেছিলেন স্কৃনশট যেন কোম করে সেয়ার করি, দুঃখিত আপু আপনার কথা রাখতে পারিনি। কিভাবে যেনো অনেক গুলো স্কৃনশট হয়ে গেলো। এই স্কৃনশট গুলো সঠিক জায়গায় রাখতে অনেক কষ্টো হয়েছে।

আমার পরিচয়

PicsArt_12-12-08.02.49.jpg

আমি ,আল - মামুন

আমার বাড়ি পাবনা জেলায়

বাংলা আমার মাতৃভাষা, আমি আমার মাতৃভাষাকে ব্যবহার করতে ভালোবাসি, এ ভাষায় আমি আমার মনের ভাব প্রকাশ করে শান্তি লাভ করি। এই ভাষাতে ব্লগিং করার জন্য "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে আমার পথ চলা শবে মাত্র শুরু। বর্তমানে আমি লেভেল ৪এ ক্লাসরত আছি

@MyFriendMamun.png
আমার বাংলা ব্লগ, বাংলা ভাষার ঐতিহ্য

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.
default.jpg

লেভেল ৪ এর পরীক্ষা দিয়েছেন দেখে ভালো লাগলো। লেভেল চার থেকে আমরা অনেক কিছুই শিখতে পারি। আমি নিজেও ক্লাসগুলো থেকে অনেক কিছু শিখেছি। এইভাবে এগিয়ে যান। আপনার জন্য শুভকামনা রইল।

আপনার মন্তব্য দেখে খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে

আপনি লেভেল ৪ থেকে অনেক ভালো কিছু অর্জন করেছেন। আমাদের এই লেবেলটি খুবই গুরুত্বপূর্ণ কারণ স্টিমিটে কাজ করার জন্য টাকা উঠানোর পদ্ধতি শিখানো হয়। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

আনেক ধন্যবাদ আপনাকে, আপনার মন্তব্য পেয়ে খুবই ভালো লাগলো

খুব ভালো লাগলো আপনার লেভেল ৪ এর উপস্থাপনা। খুব সুন্দর ভাবে প্রত্যেকটা বিষয় উপস্থাপনা করেছেন। আমি আশা করি ভেরিফাইড হলে আপনি ভালো কিছু করতে পারবেন। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

প্রিয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি কমেন্টের মাধ্যমে আমাকে অনুপ্রনিত করেছেন

খুব ভালো লিখেছেন। প্রতিটি বিষয় বেশ ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছেন আপনি। আশাকরি খুব জলদি আপনাকে ভেরিফাইড মেম্বার হিসেবে "আমার বাংলা ব্লগে" দেখতে পাবো। আগামী দিন গুলোর জন্য শুভকামনা রইলো।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্যও শুভকামনা

জি ভাইয়া আপনি ঠিকই বলেছেন সব লেভেল থেকে লেভেল 04 এর ক্লাসটা একটু বেশি গুরুত্বপূর্ণ। অনেক কিছু অর্জন করতে পেরেছেন ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল। আশা করছি সবগুলো ক্লাস আপনি খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছেন।

আমি আমার পক্ষ থেকে চেষ্টা চালিয়েছি আপু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য

আপনার পোস্ট দেখে বুঝতে পারলাম আপনি লেভেল ফোর থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। আপনাকে মাকর্ডাউনে আরেকটু নজর দিতে হবে। আপনি এভাবে পরবর্তীতে সফলভাবে পাস করুন এই কামনা করছি।

আসলে ভাইয়া এই পোষ্টে অনেক গুলো স্কৃনশট হয়ে গেছে, তাই ডিজাইনের দিকে বেশী গুরুত্ব দিতে পারিনি। আমাকে দেখিয়ে দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া

লেভেল-৪ এর বিষয় গুলো সম্পর্কে আমাদের সবাকে ভালোবভাবে জানতে হবে। কারণ এটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আপনি মোটামুটি ভালোভাবেই সব কিছু উপস্থাপন করেছেন। আপনার সাফল্য কামনা করছি।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া

পোস্টের ট্যাগের বিষয় এ ডিস্কোর্ড এর স্টাডি লেভেলে নির্দেশনা দিয়েছি,তা তাড়াতাড়ি ঠিক করে আমাকে জানান।
এক্সাম দেখে মনে হচ্ছে সবটাই বুঝেছেন,তবে বানানের দিকে বিশেষ নজর দিতে হবে।

জ্বী আপু ঠিক করেছি

বহু প্রক্রিয়া ও সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে, আজকে জ্ঞানের পরিধি এতটাই বৃদ্ধি পেয়েছে যা এই পরীক্ষার মাধ্যমে সুন্দরভাবে প্রকাশ ঘটাতে পেরেছেন। সম্পন্ন জ্ঞান দ্রুত আহরণ করে আপনার সুন্দর হোক পথচলা। আমার পক্ষ থেকে দোয়া ও শুভকামনা।