পরিচয় পর্ব 'আমার বাংলা ব্লগ' কমিউনিটি

in hive-129948 •  3 years ago  (edited)

আচ্ছালামুয়ালাইকুম, সকলেই আমার সাদা মনের ভালবাসা গ্রহন করিবেন। আমি আপনাদের পরিবাের নতুন সদস্য। আসা করি সকলেই আমার মত আপনারাও আমাকে এই পরিবারে জায়গা করে দিবেন এবং আমাকে আপনাদের দয়ার নজরে দেখবেন।

যদি কখনো ভুল করি, দয়াকরে সূধরে নেয়ার সুযোগ করে দিবেন।

আমি, আল - মামুন

New.jpg

   "আমার বাংলা ব্লগ" এ পরিচিতি পোষ্ট

এটা ২য় পোষ্ট, প্রথম পোষ্টটি ভুলে করে, করে ফেলেছি।
প্রথম পোষ্ট লিঙ্কঃ https://steemit.com/hive-129948/@myfriendmamun/226uad

আমার পরিচয়ঃ

নাম,
মোঃ আল - মামুন হোসেন
ঠিকানা,
নতুন ভারেঙ্গা, বেড়া, পাবনা

IMG20190620150005.jpg

পাবনা আমার জন্মভুমি, বাংলাদেশের বিক্ষাত জেলা যার নাম শুনলেই এই স্থান স্মরণ করেন

বয়সঃ ২৪+ বছর (সার্টিফিকেট অনুযায়ী)
গায়ের রং শ্যমলা, ছবি তুললে একটু ফর্সা ফর্সা লাগে
পরিবারের বড় ছেলে।

শিক্ষাগত যোগ্যতা,
২০১৪ সালে এস.এস.সি
২০১৬ সালে এইচ.এস.সি

এর পরে আর উপরে উঠা হয় নাই,

২০১৮-২০২২ পর্যন্ত "অপ্পো মোবাইল বাংলাদেশ লিমিটেড" এ কর্মরত ছিলাম।

PicsArt_05-16-04.45.45.jpg

বর্তমানে নিজেকে ফ্রিলান্সার হিসেবে নিজেকে দাড়করানো টাই আমার কর্ম

আলহামদুলিল্লাহ,
২০১৯ সালে বিবাহ সম্পন্ন করেছি

IMG20210227142131.jpg

ছবিতেঃ আমি আর আমার রাধুনি - ২০২১

ইন্টারনেটের সাথে আমার পরিচয়ঃ
২০১০ সালে আমার প্রথম ইনটারনেটের সাথে পরিচয়, ২০১২ সালে প্রথম অনলাইনে আমার একটা ফেসবুক প্রফাইল তৈরি হয়, পুরো পুরি না বুঝে ফেসবুক ব্যবহার শুরু করি এবং ফেসবুক কে বুঝতে এক বছর লেগে যায়, এবং নতুন করে আরেকটা একাউন্ট খুলে ফেলি যেটা এখনো রানিং আছে।
আইডি লিঙ্কঃ Facebook.com/MyFriendMamun

ইউজার নেম এর সাথে মিল রেখে প্রতিটা সোশাল সাইট একটা প্রোফাইল লিঙ্ক তৈরি করে দেয়, আর একারনেই আমি প্রতিটা সোশাল সাইটে একই ইউজার নেম ব্যবহার করেছি।

টুইটারঃ http://Twitter.com/MyFriendMamun
ইনিস্টাগ্রামঃ http://instagram.com/myfriendmamun

আরো অনেক আছে, সেইম ইজার নেম দিয়ে করা।

২০১৫ সালে ইউটিউবে প্রথম চ্যানেল খুলি
চ্যানেল লিঙ্কঃ http://www.YouTube.com/c/BDweb

২০১৭ সালে গুগল ব্লগারে ব্লগ সাইট তৈরি করি,
ব্লগ লিঙ্কঃ http://bdwebblog.blogspot.com

ইন্টারনেট, ওয়েবসাইট নিয়ে গবেষনা করতে করতে, ফ্রিলাংসার এ ২০১৯ সালে একাউন্ট করে ফেলি, কিন্তু কাজের তেমন অভিজ্ঞতা আর টুলস না থাকায় ওখানেই থেমে যাই।

আলহামদুলিল্লাহ,
২০২২ এ ফাইভার, আপওয়ার্ক নিয়ে যাত্রা শুরু করি।

কারন এখন আমার কাছে প্রয়োজনীয় টুলস এবং পুরোনো অভিজ্ঞতা আছে, কয়েকজন সহযোগী, সেই সাথে আছে নিজের প্রতি বিশ্বাস, আল্লার প্রতি ভরসা রেখে নেমেছি এই ইন্টারনেট জগৎএ।

স্টিমেটে আমার আসাঃ

বাল্যকালের ক্লাসমেট / আমার সহযোগী @smsultanraj এর মাধ্যমে এই সূন্দর প্লাটফর্মে আসা।

এবং বাংলাদেশের একমাত্র কমিউনিটি বাংলা অক্ষর দিয়ে লেখা "আমার বাংলা ব্লগ"
আমার নজর কারে।
কোন রকম চিন্তা ভাবনা না করেই জয়েন করে ফেলি, মনে মনে এইটা ধারনা ছিলো যারা বাংলাদেশের নাম সারাবিশ্বে ফুটিয়ে তুলতে এইরকম কমিউনিটি তৈরি করতে পারে, তারা কখনই কাওকে ইগনোর করবে না।

মাশাআল্লাহ, আমার ধরনা ভুল ছিলো না, জয়েন হয়ে কমিউনিটি রুল্স গুলোতে চোখ বুলিয়ে নেই। এবং আমার প্রথম পোষ্ট ইষ্টিমিটে উন্মোচন করি।

নোটঃ কমিউনিটি রুল্স এর ভেতরো এমন কোন রুল্স আমার চখে পরেনি, আমার প্রথম পোষ্ট কেমন হওয়া উচিৎ,

ধন্যবাদ @ayrinbd আপুকে, আমার প্রথম পোষ্টে কমিউনিটির পক্ষ থেকে আপনিই কমেন্ট করেছেন,,,

প্রিয়, অভিজ্ঞ "আমার বাংলা ব্লগ" বাসি, ইস্টিমিট সম্পর্কে আমার আরো গভির জ্ঞান প্রোয়োজন, দয়াকরে পুরোনো কারো কন্টাক্ট দিলে অনেক উপকৃত হতাম।

এবং

নতুন হিসেবে কিভাবে এগিয়ে যেতে পারি, এই বিষয়ে একটু পরামর্শ দিলে আরো উপকার হতো।

সর্বপরি আমার আকুল আবেদন এই যে, আমাকে অতি শিগগিরই আপনাদের সকল প্রকার সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।

সকলের জন্য আমার পক্ষ থেকে দোয়া রইলো,

-আল্লাহ্ হাফেজ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রথমে স্বাগতম জানায় ভাই।আমাদের পরিবারে যুক্ত হবার জন্য বাংলা কিন্তু সহজ না আবার সহজ বটে।ভাই অবশ্যই খেয়াল করে লিখবেন একটা বানান ভুলের ফলে শব্দের উচ্চারন ঘুরে যায় আপনার পোস্টে বেশ কিছু বানান ভূল ছিল আশা করছি এগুল শুধরে নিবেন।ভালোবাসা রইলো এগিয়ে যান নিজের দক্ষতা দিয়ে।জয় বাংলা ভাষার জয় আমার বাংলা ব্লগ এর।

আর যেভাবে আপনার কিছু সোসাল সাইট গুলোর লিংক শেয়ার করেছেন ওভাবে কেউ পাবে না আপনাকে কিছু কোড ব্যবহার করতে হয় লিংক শেয়ার করতে হলে।🙏❤️

অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই,
সকল প্রকার কোড গুলো দিয়ে একটু সাহায্য করুন

যেহেতু আইরিন আপু আপনার পোস্টে কমেন্ট করেছে তাই আপনার ইতিমধ্যে বুঝতে পারার কথা আমার বাংলা ব্লগ কমিউনিটি তে কাজ করতে হলে আপনাকে কি কি করতে হবে। আর আপনি পোস্টে যে জিনিসটি উল্লেখ করেছেন যে কমিউনিটির উলসের ভিতরে এমন কোন কিছু আপনার চোখে পড়েনি যেখানে উল্লেখ করা আছে আপনার প্রথম পোস্ট কেমন হওয়া উচিত এটা সঠিক নয়।

আমার বাংলা ব্লগে পোস্ট করতে হলে আপনাকে প্রথমে একটি পরিচিতিমূলক পোস্ট করতে হবে। তারপর আপনার পরিচিতি মূলক পোষ্ট অ্যাপ্রুভ হওয়ার পর আপনি অন্যান্য পোস্ট করতে পারবেন। তবে যেহেতু এখন আমাদের নতুন মেম্বার নেয়া বন্ধ আছে তাই আপনি চাইলে আমাদের ডিসকর্ডে জয়েন করে যোগাযোগ করতে পারেন। ডিসকর্ডে জয়েন থাকলে আপনি জানতে পারবেন যে পরবর্তীতে আবার কখন নতুন মেম্বার নেয়া হবে।

ডিসকর্ড লিংক-https://discord.gg/AmDvat4Xuv

পরিচিতি মূলক পোস্ট কিভাবে করতে হয় সেটা এই পোস্ট থেকে জানতে পারবেন-https://steemit.com/hive-129948/@rme/4pwnok

আমার বাংলা ব্লগের নিয়মাবলীর সর্বশেষ আপডেট-
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21

অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই,
দুঃখের সাথে বলতেছি আমি ড্রেস্কিপশনে থাকা রুল্স দেখেছিলাম,
আইনের আপুর কমেন্টের উপর ভিত্তি করে আজ আমার পরিচিত পোষ্ট করা।

আমার বাংলা ব্লগে এই মুহুর্তে নিউ মেম্বার নেয়া হচ্ছে না। আপনি আমাদের discord এ জয়েন করুন নিউ মেম্বার নেয়ার সঠিক সময় discord এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

অনেক অনেক ধন্যবাদ

আপনাকে অভিনন্দন আমার বাংলা ব্লগে। আশাকরি কমিউনিটির নিয়মকানুন মেনে কাজ করবেন। এবং সবসময় আমাদের মাঝে খুব ভাল ভাল পোষ্ট উপহার দিবেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই,

মাশাআল্লাহ, তোমার পরিচয় আবারো ভালো করে পেলাম, ছবির সোর্স উল্লেখ করলে ভালো হতো

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম। আশা করি এই কমিটির সকল নিয়ম কানুন মেনে চলে আপনি কাজ করার চেষ্টা করবেন। আমার পক্ষ থেকে আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই,

স্বাগতম আমার বাংলা ব্লগে।আশা করি সকল নিয়ম কানুন মেনে এগিয়ে যাবেন আমাদের সাথে।আপনার পথ চলা সুগম হোক এই প্রত্যাশা

আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আপনাকে স্বাগতম। কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে কাজ করবেন আশা করি। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন।

অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই,

আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আপনাকে স্বাগতম ।আপনার পরিচয় মূলক পোষ্ট অনেক সুন্দর ছিল। জীবন বৃত্তান্ত ভালোই বহিরপ্রকাশ ঘটিয়েছেন আমাদের মাঝে আপনার জন্য শুভকামনা রইল।

অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই,

আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো ভাই। আশা করি কমিউনিটিতে ভালো ভাবে কাজ করবেন। আপনার কাজের সাফল্য কামনা করছি। আপনি লেগে থাকলে সফল হতে পারবেন। ধন্যবাদ আপনাকে।

অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই,