আসসালামু-আলাইকুম,
আজ দুইদিন যাবত ভাবছি একটা পোস্ট করবো যেটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে এবং সকলেই যেন আমার কনটেন্ট-এ নতুনত্য খুজে পায়। অনেক বিষয় নিয়ে ভেবেছি।
যেমন, আমি যদি আমার শৈশবকাল থেকে লেখা শুরু করি তবে ১০০+ কনটেন্ট লেখা যাবে, আবার আমি আমার দৈনন্দিন জীবনের কাজকর্ম নিয়ে দৈনিক vlog লিখতে পারি, এছারা ছোট গল্পও লেখা যায়।
এতকিছুর মাঝেও কিভাবে শুরু করবো সেটাই এখনো ভাবা শেষ করে উঠতে পারিনি। এর প্রধান কারণ হল ভয় আর দ্বিতীয় হল আলস্য।
প্রথমে যদি ভয় নিয়ে বলি তবে সেখানে কিছু শ্রেনী রয়েছে এবং প্রতিটা বিষয়ের জন্য এই অনুভূতির ভিন্নতা রয়েছে।
যদি আমি অতীতের কর্মকাণ্ড নিয়ে লেখি তবে সেখানে অনেক কিছুই আসবে যেগুলো কখনই কাম্য নয়। আর সেগুলো পড়ে আমার বিষয়ে আপনাদের ভিতরে বিরূপ ধারণা তৈরি হতে পারে। কারণ এমনও অনেক বিষয় আছে যেগুলো আমার সকলকে বলতে ইচ্ছা করে কিন্তু এই ভীতির কারণে কাউকে বলা হয়ে ওঠে না।
এরপর আসে দৈনিক vlog, তো কথা হচ্ছে আমার দৈনন্দিন জীবনযাপন সম্পর্কে জেনে আপনি কি করবেন। আর এই কনটেন্ট Steemit-এ থেকেই বা কি হবে।
আর ছোট গল্প, আমি লিখতে পারি না বা হয়ত চেষ্টা করি না। আমার লেখা পড়ে যদি আপনাদের ভাল না লাগে।
আলস্য নিয়ে আসলে বলার তেমন বিশেষ কিছু নেই। এখানে বেপারটা এরকম যে পরে করবো বলে ফেলা রাখা।
এরকম অনেক চিন্তাই মাথায় ঘুরছে। তবে একটা বিষয় কি শুরু না করলে কখনই ভীতি দূর করা সম্ভব না। তাই কিছুটা ভীতি দূর করার জন্য আপনাদের সামনে বিষয়গুলি উপস্থাপন করলাম।
আর এই বিষয়টা যে শুধু আমার একার ভিতরে কাজ করে বেপারটা ঠিক সেরকম নয়। অনেকের ভিতরেই কাজ করে। অনেক মানুষ আছে যারা অনেক কিছু বলতে চায়, করতে চায় কিন্তু পারিপার্শ্বিক কথা ভেবে মানসিক দুর্বলতার কারণে শুরু করতে পারে না।
আমি আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আশা করছি। আর যদি কোনো ভুলত্রুটি হয় তবে সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।