|| স্বরচিত কবিতা || কতই না ভালো হতো || ১০% প্রিয় লাজুক খ্যাকঁ এর জন্য ||

in hive-129948 •  3 years ago 

আসসালামু-আলাইকুম,

আমরা সকলেই বাস্তবের থেকে কল্পনাকে বেশী পছন্দ করি। কারণ কল্পনাতে আমরা সাধারণত খারাপ বা অপ্রীতিকর কিছু চিন্তা করতে পছন্দ করি না। আর সেই কল্পনা যদি প্রিয় মানুষটিকে নিয়ে হয় তবে সেখানে এক সীমাহীন ভালোলাগার অনুভূতি কাজ করে। এই অনুভূতিগুলো তখন আরও বেশী কাজ করে যখন প্রিয় মানুষটি দূরে থাকে এবং তার কাছে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা কাজ করে। এই আকাঙ্ক্ষা অনুভূতি নিয়েই কবিতাটি লিখেছিলাম কয়েক বছর আগে।

IMG_20190429_173846.jpg

কতই না ভালো হতো

কতই না ভালো হতো যদি এই নিস্তব্ধ রাতে
তোমায় গল্প শোনাতে পারতাম,
হয়তো কিছু কল্পনার মিথ্যা অনুভূতির স্মৃতিচারণ।

আমি সত্যিই অজানায় হারাতাম,
আর তোমায় করতাম পথের সারথী।

হতাম আমি রাতের বাসি ফুল,
নাইবা বিলোলাম স্নিগ্ধ সুবাশ,
তবুও তোমার আরাধনা তো হতো।

উদাত্ত আহ্বান মুখরিত গোটা রাত রবে নির্ঘুম,
আর আমি স্বপ্নলোকে।
রাতের প্রার্থনায় তোমার জন্য চেয়ে নিতাম রাজটিকা,
লাল গালিচার থমথমে মুহূর্ত।

কতইনা ভালো হত যদি আজ এই নিস্তব্ধ রাতে
তোমায় যদি গল্প শোনাতে পারতাম,
লুকানো যত সঞ্চিত স্বপনের সমাধি রচিত হত।

আমি নির্বাক হয়ে ঠিকই চেয়ে রইতাম,
আর তোমায় দিতাম নিঃশর্ত মুক্তি।
কতই না ভালো হতো যদি আজ রাতে
তোমায় গল্প শোনাতে পারতাম।

ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি অসাধারণ একটি কবিতা লিখেছেন যেখানে ফুটে উঠেছে আপনার পাওয়া না পাওয়া জীবনের চিত্র। আপনার কবিতার প্রশংসা না করে পারলাম না। খুব সুন্দর লিখেছেন, আমাদেরকে এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য, শুভেচ্ছা রইল।

অসংখ্য ধন্যবাদ।

image.png

তবে আমার মতে মানুষ যদি দূরে থাকে তাতেই মনে হয় ভালোবাসা টা বেশি বৃদ্ধি পায়। যাইহোক খুব সুন্দর কবিতা লিখেছেন। প্রতিভা আছে আপনার মধ্যে বিকশিত করুন আমার বাংলা ব্লগে।

ধন্যবাদ আপানকে।

মনের মানুষ কাছে থাকলে আর কোন কিছুর প্রয়োজন হয় না এই বিষয়টিই আপনি কবিতার মাধ্যমে খুব চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন আপনার জন্য শুভকামনা রইল

মনের মানুষটি মনের কাছে থাকাটাই মানসিক শান্তির অন্যতম উৎস। ধন্যবাদ আপু।

হতাম আমি রাতের বাসি ফুল,
নাইবা বিলোলাম স্নিগ্ধ সুবাশ,
তবুও তোমার আরাধনা তো হতো।.

আমি রীতিমতো মুগ্ধ আপনার কবিতা পড়ে। আপনি চাইলে কবিতা আবৃত্তি করে পোস্ট করতে পারেন। আপনা কবিতা লেখার হাত অসাধারণ। এখন শুধু আপনার মুখে কবিতা আবৃতি শুনার অপেক্ষায় রইলা। ভাই।

প্রথমেই আপনাকে ধন্যবাদ। আর আমার কণ্ঠে আবৃতি খুব একটা শ্রুতিমধুর হয় না। তবুও আমি চেষ্টা করব।

বেশ সুন্দর এবং ভালো একটা কবিতা লিখেছেন। কবিতা খুব একটা আমি খুব ভালো বুঝিনা। অনেক চেষ্টা করেছি লেখার জন্য তবে পারি নাই কখনও। কবিতাটি বেশ ভাল লেগেছে আমার কাছে। ধন্যবাদ ভাই এরকম সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য।

আকাঙ্ক্ষা এবং অনুভূতি নিয়ে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। সব মানুষের জীবনে আকাঙ্ক্ষা এবং অনুভূতি রয়েছে। এই দুইটা নিয়ে মানুষ বেঁচে থাকে। ভীষণ ভালো লেগেছে আপনার কবিতাটি।

ধন্যবাদ ভাই।

আপনার লেখা কবিতা কতইনা ভাল হত যেটা পড়ে অনেক কিছু অনুভব করতে পেরেছি ।আসলে কবিতার মূল বিষয় বাস্তবিক বিষয় এর অন্তর্নিহিত বিষয় সুন্দরভাবে ফুটিয়ে তোলা। অনেক ভালো লেগেছে আপনার কবিতা পড়ে।

ধন্যবাদ, পাশে থাকার অনুরোধ রইলো।

আপনার আবেগ এবং অনুভূতি দিয়ে আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া।

আমি নির্বাক হয়ে ঠিকই চেয়ে রইতাম,
আর তোমায় দিতাম নিঃশর্ত মুক্তি।
কতই না ভালো হতো যদি আজ রাতে
তোমায় গল্প শোনাতে পারতাম।

বিশেষ করে কবিতার এই চরণগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ

খুবই চমৎকার একটি স্বরচিত কবিতা আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। কতইনা ভালো হলো খুবই চমৎকার একটি নামো দিয়েছেন আপনার কবিতার।

কতইনা ভালো হত যদি আজ এই নিস্তব্ধ রাতে
তোমায় যদি গল্প শোনাতে পারতাম,
লুকানো যত সঞ্চিত স্বপনের সমাধি রচিত হত।

আপনার শেয়ার করা কবিতার এই লাইন গুলো আমার কাছে খুবই ভালো লাগে ছিল। কবিতাটি যখন পড়েছিলাম মনের মধ্যে অন্যরকম একটি অনুভূতি কাজ করছিল।

অসাধারণ একটি কবিতা লিখেছেন আপনি । কবিতা পড়তে আমার বেশ ভালই লাগে। বিশেষ করে নিচের লাইন গুলো মনকে নাড়া দিয়ে গেল।

কতইনা ভালো হত যদি আজ এই নিস্তব্ধ রাতে
তোমায় যদি গল্প শোনাতে পারতাম,
লুকানো যত সঞ্চিত স্বপনের সমাধি রচিত হত।