নদীর কলতানে শুনি
স্মৃতির ঢেউ, ভাঙা সুরে,
বুকের গহীনে জমে থাকা
হৃদয়ের কোনে গভীর ঘুরে।
ছোট্ট ঘাটে ভাঙা নাও,
স্বপ্নের পাল ছেঁড়া ঘুড়ি,
নদীর স্রোতে ভেসে চলে,
হারিয়ে যায় দূর এক ছায়া-পুরী।
চাঁদের আলোয় ভেজা পথ,
নীরবতার নীল দিগন্তে,
অজানা রাত্রি ডাকে মোরে
স্বপ্নে লুকিয়ে থাকা গানেতে।
নদীর ধারে বসে ভাবি,
কোথায় যেন হারায় সময়,
স্মৃতির ছায়া ধরে রাখি,
নতুন ভোরে নতুন জয়।
আকাশে আজ মেঘ নেই,
শুধু চোখের কোণে জলে,
নদী জানে মনের কথা,
চিরদিনের বেদনা গলে।
জীবনটা এভাবেই বয়ে যায়,
নদীর মতো নির্ঝরিণী,
হারানো স্বপ্ন, ভাঙা সুর,
সব মিলিয়ে জীবনের অমৃতধারা।