আসসালামুআলাইকুম,
আশা করি,সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজ আমি লেভেন ওয়ানের লিখিত পরীক্ষা দিতে যাচ্ছি। @abb-school কতৃক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।
১|কোন ধরনের এক্টিভিটিজ স্প্যামিং বলে গণ্য হয়?
উত্তরঃ
অবাঞ্চিত বিষয় যা বারবার করা হয় তাই স্প্যামিং। বিভিন্নভাবে স্প্যামিং করা হয়ে থাকে,উদাহরনের মাধ্যমে ব্যাপারটি বোঝানো হলোঃ-
আপনি কোথাও ভ্রমণে গেলেন সেখানের একটি ব্লগ তৈরী করলেন। কিছুদিন পর নিজের কূটকৌশলে মাধ্যমে একই ভ্রমণে আরেকটি ব্লগ তৈরী করলেন, এটি হলো স্প্যামিং।আপনার পোস্টে অন্যদের বিনা কারণে মেনশন করাও এক ধরনের স্প্যামিং।কমেন্টের ক্ষেত্রেও স্প্যামিংয়ের ব্যবহার রয়েছে। কমেন্টের স্প্যামিং হলো এমন একটি কমেন্ট করা যা থেকে বোঝা যাবে না আপনি পুরো পোস্টটি পড়েছেন কিনা। সর্বশেষ আপনার পোস্টের সাথে ভিন্ন ট্যাগ ব্যবহারও স্প্যামিং এর অংশ।
২|ফটো কপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন?
উত্তরঃ
অন্যের কনটেন্ট,লেখা, তথ্য হুবহু কপি করাকে কপিরাইট বলে। অন্যের মেধা দিয়ে তৈরিকৃত আবিষ্কার কেউ যেন নিজের বলে ব্যবসা করতে না পারে তাই কপিরাইট আইন তৈরি করা হয়।বিশ্বের প্রায় সকল দেশেই কপিরাইট আইন ব্যবহার করে থাকে। স্টিমিটের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। অনেক সময় আমাদের কনটেন্ট তৈরির জন্য পর্যাপ্ত ছবি থাকে না। সেক্ষেত্রে আমরা কপিরাইট ফ্রি ওয়েবসাইট থেকে ছবি সংরক্ষণ করতে পারব।
৩|তিনটি ওয়েবসাইটের নাম বলুন, যেখান থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়?
উত্তরঃ
pixabay
stocksnap
unplash
৪|পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয়?
উত্তরঃ
পোস্ট এর ক্ষেত্রে ট্যাগ হলো কি-ওয়ার্ড। ট্যাগ এর মাধ্যমে পোস্টটি ক্যাটালগে অন্তর্ভুক্ত করা হয়। যেখানে একই ক্যাটালগের অনেক পোস্ট থাকে। ট্যাগ করার মাধ্যমে সহজেই ওই বিষয়ের পোস্ট খুঁজে পাওয়া যায়। স্টিমিটে ট্যাগ এর ক্ষেত্রে হ্যাশ চিহ্ন ব্যবহার করতে হয় না। ট্যাগ করার ক্ষেত্রে সব ইংরেজি বর্ণমালায় এবং ছোট অক্ষরে লিখতে হয়। আপনার কন্টেন্টি যেই ধরনের সেরকম ট্যাগ ব্যবহার করবেন।যেমনঃ-রেসিপির ক্ষেত্রে food,recipe ট্যাগ ব্যবহার করবেন। ট্যাগ এর ক্ষেত্রে ১,২,৩ লিখতে পারবেন না। কমিউনিটি পোস্টে সর্বোচ্চ ৭টি ট্যাগ ব্যবহার করা যাবে। ইংরেজি ভাষা ব্যতীত অন্য কোন ভাষায় ট্যাগ ব্যবহার করা যাবে না। যদি কোনো প্রাণী হত্যা,নগ্ন ছবির পোস্ট হয়ে থাকে তাহলে nsfw ট্যাগটি ব্যবহার করবেন। আর যদি কোন কনটেন্ট শুধু স্টিমিট এর জন্য শেয়ার করবেন তাহলে steamexclusive ট্যাগ ব্যবহার করবেন।
৫|" আমার বাংলা ব্লগ " কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?
উত্তরঃ
" আমার বাংলা ব্লগ " কমিউনিটিতে ধর্মীয়, রাজনৈতিক, শুকুর ও গরুর মাংসের পোস্ট করা যাবে না।
৬|প্লাগারিজম সম্পর্কে আপনি কি জানেন?
উত্তরঃ
আমরা অনেকেই প্লাগারিজম ও কপিরাইট কে একসাথে মিলিয়ে ফেলে। কিন্তু প্লাগারিজম ও কপিরাইট এক নয়।অন্যের লেখা হুবুহু কপি কিংবা সেই লেখার মধ্যে কিছু পরিবর্তন এনে নিজের বলে চালিয়ে দেয়া কে প্লাগারিজম বলা হয়।আপনি যদি কারো পোস্ট থেকে উদ্বুদ্ধ হন,তাহলে ৭০ শতাংশের বেশি নিজের কথা লিখতে হবে এবং বাকি ৩০ শতাংশ হয়তোবা সেই পোস্ট থেকে নিতে পারেন তবে কিছু নিয়ম-নীতি সাপেক্ষে।
৭|re-write আর্টিকেল কাকে বলে?
উত্তরঃ
একাধিক সোর্স থেকে তথ্য সংরক্ষণ করে, সেই প্রাপ্ত জ্ঞান থেকে সম্পূর্ণ নিজের মত করে লেখাকে re-write বলে।এই ক্ষেত্রে অন্যের কাছ থেকে প্রাপ্ত জ্ঞান নিয়ে নিজের মত লিখতে হবে।
৮|ব্লগ লেখার সময় re-write আর্টিকেলে কি কি উল্লেখ করতে হবে?
উত্তরঃ
আপনি আপনার পোষ্টের তথ্যগুলো সংগ্রহ করেছেন সেই সোর্স গুলোর রেফারেন্স প্রযোজ্য এবং ৭৫ শতাংশ লেখা মৌলিক হতে হবে । ছবি copyright free ওয়েবসাইট থেকে নিতে হবে এবং সোর্স উল্লেখ করতে হবে।
৯|একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?
উত্তরঃ
একটি মাত্র ছবি এবং ১০০ ওয়াডের কম লেখা যেকোনো পোস্ট ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য হবে। বারবার ম্যাক্রো পোস্ট করা ব্লগারকে spammer হিসেবে ধরা হবে।
১০|প্রতি ২৪ ঘণ্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে? [ আমার বাংলা ব্লগ কমিউনিটিতে ]
উত্তরঃ
" আমার বাংলা ব্লগ "এ প্রতি ২৪ ঘণ্টায় একজন ব্লগার সর্বোচ্চ তিনটি পোস্ট করতে পারবে। এর বেশি পোস্ট করা যাবে না, যদি এর বেশি পোস্ট করা হয় তবে তাকে স্প্যামিং attempt হিসাবে ধরা হবে।
শুধু পোস্ট করলেই হবেনা, আপনাকে কমিউনিটিতে এক্টিভ থাকতে হবে। অন্যদের পোস্ট পড়তে হবে এবং মন্তব্য করতে হবে।নিজের পোস্টে ৩-৪ দিনের মধ্যে রিপ্লাই দিতে হবে।
পরিশেষে " আমার বাংলা ব্লগ "কমিউনিটির ডিসকোর্স সার্ভারে সর্বোচ্চ একটিভ থাকতে হবে।
অভিনন্দন আপনাকে ভাই।নিজের দক্ষতা দিয়ে প্রথম লেভেল উত্তিন্ন হয়েছেন। আশা করি এই দক্ষতা ধরে রেখে আরো এগিয়ে যাবেন শুভ কামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই। আপনার জন্যও শুভকামনা থাকলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি লেভেল ওয়ানের লিখিত পরীক্ষা দিয়েছেন।আশা করি আপনি উত্তীর্ণ হবেন আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লেভেল ওয়ানের' লিখিত পরীক্ষা টি আপনি দারুন ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনি পোস্টটি আমাদের মাঝে অনেক গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছেন । আপনার জন্য দোয়া রইল আপনি দ্রুত ভেরিফাইয়ের মেম্বার হয়ে যান ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই প্ররণাদায়ী মন্তব্যটি করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজ রাতে ক্লাসে উপস্থিত থেকে ভাইভা দেবেন। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইনশাআল্লাহ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit