🥧মজাদার চকলেট কেক তৈরির রেসিপি|| ১০% প্রিয় লাজুক এর জন্য 🦊

in hive-129948 •  3 years ago 

হ্যালো বন্ধুরা ❣️❣

  • আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার রহমতে ভালই আছেন।আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার আজকের পোস্টি একটি রেসিপি নিয়ে। আমি প্রতিদিন নতুন নতুন রেসিপি তৈরি করতে ভালোবাসি। তাই আজকে আমি আমার নতুন একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব।

  • রেসিপিটি হলো চকলেট কেক তৈরির পদ্ধতি। চকলেট কেক কিভাবে তৈরি করতে হয় তা আপনারা আমার এই পোষ্টের মাধ্যমে সহজেই বুঝতে পারবেন। রেসিপিটি তৈরি পদ্ধতি আমি নিচে ধাপে ধাপে বর্ণনা করলাম। আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে।

20211227_204744.jpg

20211227_205024.jpg

কেক তৈরি করতে প্রয়োজনীয় উপকরণ সমূহ

১.ডিম (৩টি)
২.আটা (৫ চামচ)
৩.চিনির পাউডার (৫ চামচ)
৪.বেকিং পাউডার (২ চামচ)
৫.কোকো পাউডার (৫ চামচ)
৬.দুধের পাউডার (৪ চামচ)
৭.লবণ ও সয়াবিন তেল পরিমাণমতো
৮. চকলেট ফুড কালার (৩ফোঁটা)

20211227_173657.jpg

প্রথম ধাপ

  • প্রথমে তিনটি ডিম ভেঙ্গে নিলাম ও কুসুম গুলো আলাদা করে অন্য একটি বাটিতে রেখে দিলাম।

20211227_174651.jpg

20211227_174811.jpg

দ্বিতীয় ধাপঃ

  • তারপর ডিমের সাদা অংশের সাথে চিনির পাউডার এড করে নিলাম। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এর মধ্যে ডিমের কুসুম এড করে দিলাম।

20211227_174840.jpg

20211227_181717.jpg

তৃতীয় ধাপঃ

  • তারপর ডিমকে আমি ভালোভাবে বিট করে নিলাম।

20211227_183458.jpg

চতুর্থ ধাপঃ

  • এখন আমি কোকো পাউডার, আটটা, ও বেকিং পাউডার কে ভালোভাবে একটি চেলে নিলাম।

20211227_183151.jpg

পঞ্চম ধাপঃ

  • এখন আমি বিট করে নেওয়া ডিমের সাথে পাউডার ঢেলে দিলাম।

20211227_183554.jpg

20211227_183607.jpg

ষষ্ঠ ধাপ

  • এখন এর মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিলাম এতে একটি সফট ও নরম হবে।

20211227_183752.jpg

সপ্তম ধাপ

  • এখন আমি দুধের পাউডার গুলো দিয়ে দিলাম। ও তারপর চকলেট ফুড কালার তিন ফোঁটা দিয়ে দিলাম।

20211227_183803.jpg

20211227_183942.jpg

20211227_184001.jpg

অষ্টম ধাপ

  • এখন ছোট একটি পাতিলের মধ্যে আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে কাগজ বিছিয়ে দিলাম। এতে কেক টি খুব সহজেই উঠে যাবে।

20211227_185051.jpg

নবম ধাপ

  • এখন আমি চুলায় একটি বড় পাতিল বসিয়ে নিলাম ও তার মধ্যে একটি লোহার স্ট্যান্ড বসিয়ে দিলাম।

20211227_184502.jpg

দশম ধাপ

  • তারপর ছোট পাতিল টির মধ্যে আমি কেকের ডো টি দিলাম ও তারপর স্টেন্ডটির মধ্যে বসিয়ে দিলাম ।

20211227_185851.jpg

একাদশ ধাপ

  • এখন পাতিলের মধ্যে ঢাকনা দিয়ে দিলাম। তারের চুলার আঁচ একদম লো করে দিলাম।

20211227_185909.jpg

দাদ্বশ ধাপ

  • ৩০-৩৫ মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম। এখন একটি কাঠি বা টুথপিক দিয়ে দেখে নিলাম কেক টি সম্পুর্ণ তৈরি হয়েছে কিনা।

20211227_202428.jpg

20211227_202445.jpg

ত্রয়োদশ ধাপ

  • এখন কেকের চারপাশের কাগজগুলো খুলে নিলাম।

20211227_203010.jpg

20211227_203041.jpg

20211227_203409.jpg

সর্বশেষ ধাপ

  • পরিশেষে আমি চকলেট ও চকোবিন দিয়ে ডেকোরেশন করেনিলাম।

20211227_202829.jpg

20211227_204744.jpg

20211227_205159.jpg

  • আমার একটু বেশিই প্রিয় চকলেট কেক। কেক পছন্দ করেনা এমন মানুষ নেই বললে চলে। আশাকরি আপনাদের কাছে এই কেকের রেসিপি টি পছন্দ করেছেন। কেমন লেগেছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুল ক্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

❣️❣️ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি দেখার জন্য ও পড়ার জন্য ❣️❣️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

চকলেট কেক ভীষণ পছন্দের জিনিস আমাদের পরিবারের জন্য 💌
আমার মেয়ে ঈলমা এটার ভীষণ ভক্ত।
আমরা মাঝে মাঝে তৈরি করে খাই 😋।
আপনার রেসিপি এবং উপস্থাপনা খুব চমৎকার ছিল।
শুভ কামনা সবসময়ই রয়েছে ❣️

ঈলমার জন্য পাঠাতে পারলে খুব খুশি হতাম।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য

আপু অনেকগুলো উপকরণ দিয়ে মজাদার চকলেট কেক তৈরি করেছেন। আপনার চকলেট কেক তৈরী রেসিপি পড়ে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু এবং মজাদার হয়েছিল। মজাদার চকলেট কেক তৈরির পদ্ধতির ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আর প্রতিটি ধাপের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। এত সুন্দর একটি মজাদার চকলেট কেক তৈরী রেসিপি উপহার দেওয়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা।

আপনাকেও ধন্যবাদ ভাইয়া মোটামুটি মন্তব্য করে উৎসাহিত করার জন্য
আপনার জন্য শুভেচ্ছা

চকলেট কেক তৈরির রেসিপি দেখে জিভে পানি চলে আসলো । এত সুন্দর হয়েছে যে , দেখে খাওয়ার স্বাদ পুরন হয়ে যাবে । চকলেট কালার আমারও খুব পছন্দের । ধন্যবাদ আপনাকে ‌

ভাইয়া চকলেট কেকের দাওয়াত রইলো আপনার জন্য 😜

মজাদার চকলেট কেক তৈরী রেসিপি আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি ছিল, রেসিপির প্রতিটি ধাপ আমি খুবই সুন্দরভাবে অনুধাবন করলাম আমরা এভাবে চকলেট কেক রেসিপি তৈরি করতে পারি। চকলেট কেক এর সাথে চকোবিন গুলো দেওয়াতে আরও খুবই সুন্দর ও আকর্ষণীয় লাগছে।

ধন্যবাদ আপনাকে ভাইয়া গঠন মূলক মন্তব্য করে আরো উৎসাহিত করার জন্য

ওয়াও! কি অসাধারণ একটি চকলেট কেক তৈরি করেছেন আপনি, দেখে তো একেবারে খেতে ইচ্ছে করছে। অবশ্যই এই কেক কিন্তু একা একা খেলে চলবে না আমাদের জন্য কিন্তু পাঠাতে হবে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন, নিশ্চয় খেতে অনেক মজা হয়েছিল। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

জি ভাই আপনি আগের ঠিকানাটা পাঠিয়ে দিন। আমিও কেক পাঠিয়ে দিব। বিলটা আপনি দিয়ে দিয়েন😆

চকলেট কেক দেখে তো খেতে ইচ্ছা করছে আপু। দেখে লোভ সামলাতে পারলাম না দারুন হয়েছে অনেক সুন্দর করে চকলেট কেক তৈরির রেসিপি শেয়ার করেছেন। দেখে অনেক ভালো লাগলো এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইলো

ধন্যবাদ ভাইয়া, সুন্দর মন্তব্য করার জন্য আশা করি সবসময় সাপোর্ট করে যাবেন। শুভকামনা রইল আপনার জন্য

চকলেট কেক আমার খুবই পছন্দের। আপনি খুবই সুন্দর ভাবে চকলেট কেক তৈরির রেসিপি আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। এই রেসিপি দেখে যারা কেক তৈরি করতে আগ্রহী তারা তৈরি করতে পারবেন। খুব সুন্দর ভাবে আপনি কেক টি কে আবার ডেকোরেশন করেছেন। ধন্যবাদ আপনাকে কেকের রেসিপি কি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য

  • সত্যি কেকটি অনেক মজাদার মনে হচ্ছে আর চকলেট কেক আমার অনেক পছন্দ। আপনি খুবই সুন্দর ভাবে কেক তৈরি করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপন দেখে কেক আমি তৈরি করা শিখতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

জি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করারও উৎসাহিত করার জন্য

আপনার জন্য শুভকামনা রইল

কেক টি দেখতে খুবই মজাদার লাগছে আপু। আমার তো ভিশন খেতে ইচ্ছে করছে চকলেট কেক। বোঝাই যাচ্ছে না যে এটা ঘরে তৈরি। আপনার কেকের রেসিপি টা আমার কাছে খুব ভালো লেগেছে আপু। এত সুন্দর একটি কেক আমাদের মাঝে উপস্থাপনের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।আপনার জন্য ও অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।😊

কেক টি দেখতে খুবই মজাদার লাগছে আপু। আমার তো ভিশন খেতে ইচ্ছে করছে চকলেট কেক। বোঝাই যাচ্ছে না যে এটা ঘরে তৈরি। আপনার কেকের রেসিপি টা আমার কাছে খুব ভালো লেগেছে আপু। এত সুন্দর একটি কেক আমাদের মাঝে উপস্থাপনের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া, সুন্দর মন্তব্য করার জন্য আশা করি সবসময় সাপোর্ট করে যাবেন। শুভকামনা রইল আপনার জন্য