স্পেশাল নুডলস রেসিপি তৈরি || ১০% বেনিফিট @shy-fox এর জন্য

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম ❣️❣️

  • হ্যালো "আমার বাংলা ব্লগ" এর সকল বন্ধুরা 😊😊
    সবাই কেমন আছ? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি।
  • আমি রান্না করতে খুবই ভালোবাসি। আমি যখনই অবসর সময় পাই তখনই কিছু না কিছু রান্না করি। আজকে আমি তোমাদের মাঝে একটি রেসিপি শেয়ার করতে চাই।বর্তমানে এটি অনেক জনপ্রিয়।
  • আজকের রেসিপিটি হল নুডুলস।নুডুলস আমার খুবই প্রিয় একটি খাবার। এটি খুব সহজেই তৈরি করা যায়। নিচে আমি আপনাদেরকে এগুলো ধাপে ধাপে বর্ণনা দিয়েছি।আশা করি সবাই এটি পছন্দ করবেন।

IMG_20210902_100610.jpg

IMG_20210902_100619.jpg

নুডুলস তৈরি করতে যা যা প্রয়োজন।

  • নুডলস

  • মাংসের টুকরো

  • পেঁয়াজ কুচি

  • মরিচ কুচি

  • মরিচের গুঁড়ো

  • লবন

  • সয়াবিন তেল

IMG_20210617_084701.jpg

প্রথম ধাপ

  • প্রথমে একটি পাত্রে পানি দিতে হবে। পানি যখন ফুটতে থাকবে , তখন এতে নুডলসগুলো ঢেলে দিতে হবে। নুডুলস গুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার পর এগুলো কি ছেঁকে নিতে হবে।
    IMG_20210617_085733.jpg

দ্বিতীয় ধাপঃ

  • তারপর একটি পতিলে রান্নার জন্য পরিমাণমতো তেল দিতে হবে।
    IMG_20210617_090458.jpg

তৃতীয় ধাপঃ

  • যখন তেল গরম হয়ে আসবে তখন পাতিলে মাংসের টুকরোগুলো ঢেলে দিতে হবে। তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে দিতে হবে।
    IMG_20210617_090707.jpg

চতুর্থ ধাপঃ

  • কিছুক্ষণ পর মাংসের মধ্যে সামান্য পরিমাণ লবণ ও সামান্য পরিমাণ গুঁড়ো মরিচ ঢেলে দিতে হবে।
    IMG_20210617_091312.jpg

পঞ্চম ধাপঃ

  • মাংসগুলো একটু রান্না হওয়ার পর এর মধ্যে পেঁয়াজ কুচি ও মরিচ কুচি ঢেলে দিতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে।
    IMG_20210617_091421.jpg

ষষ্ঠ ধাপ

  • কিছুক্ষণ পেঁয়াজ কুচি ও মাংসের টুকরোগুলো মিক্স করে নেড়েছেড়ে দিতে হবে।
    IMG_20210617_091606.jpg

অষ্টম ধাপ

  • এরপরের মধ্যে নুডুলস এর মসলা ঢেলে দিতে হবে।
    IMG_20210617_091727.jpg

নবম ধাপ

  • তারপর পাতিলে সিদ্ধ নুডুলস গুলো ঢেলে দিতে হবে।
    IMG_20210902_095323.jpg

সর্বশেষ ধাপ

  • নুডুলস গুলোকে ভালোভাবে মাংসের টুকরো গুলোর সাথে মিশিয়ে নিতে হবে।
    IMG_20210902_095454.jpg

এখন এটি সম্পূর্ণ প্রস্তুত

IMG_20210902_100604.jpg

IMG_20210902_100619.jpg

IMG_20210902_100630.jpg

IMG_20210919_155916.jpg

নুডুলস এর সাথে সেলফি ভাগ করে নিলাম

  • আমি আজকে যে রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি সবাই এটি পছন্দ করেছেন,এবং কার কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন।

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য এবং দেখার জন্য।❣️❣️

Cc :
@rme
@hafizullah
@amarbanglablog

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আসলে নুডুলস খেতে অত্যন্ত সুন্দর লাগে। আপনি যেমন ভাবে পরিবেশন করেছেন। যা দেখার মতো অনেক সুন্দর ছিল। অনেক সুস্বাদু হয়েছে বলে মনে হয়েছে আপনার জন্য শুভকামনা রইল। আপু অনেক সুন্দরভাবে পরিবেশন করেছেন।

আপনার সুন্দর মন্তব্য এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া 😊

নুডুলস আমার খুবই পছন্দের একটি খাবার।আপনি খুব সুন্দর ভাবে নুডুলস এর রেসিপিটা আমাদের মাঝে শেয়ার করেছেন।ধাপে ধাপে খুব সুন্দর বর্ণনা করেছেন আপনি।আপনার তৈরি নুডুলস দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে।শুভ কামনা রইলো আপনার জন্য।

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া 😊

লুডুস আমার একটি প্রিয় খাবার। আপনার লুডুস রেসিপিটি অনেক সুন্দর হয়েছে এবং বর্ণনাগুলো দিয়েছেন অনেক সুন্দর ভাবে। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাইয়া 😊

আমার নুডুলস অত্যান্ত প্রিয় খাবার।আপনি খুব সুন্দর ভাবে নুডুলস রেসিপি করেছেন।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আপনাকেও ধন্যবাদ 😊