লেভেল ০২হতে আমার অর্জন by-@nanditasaha

in hive-129948 •  2 years ago 

নমস্কার,

15e3c9b8cb773cd1ee43856fee0d2823.0.jpg
আশাকরি সবাই ভালই আছেন আমিও ভালো আছি ভগবানের কৃপায়। আমার বাংলা ব্লগের নতুন সদস্য হিসেবে আমাদেরকে জায়গা দেওয়ার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি এখন 25 তম ব্যাচের লেভেল 2 এর একজন শিক্ষার্থী।লেভেল টুতে আমাদেরকে কি নিরাপত্তা, ডেলিগেশন, পাওয়ার এবং ওয়ালেট নিয়ন্ত্রণ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন আমাদের লেভেল টু এর শ্রদ্ধেয় প্রফেসরগণ। এবং আমি লেভেল 2 এর মৌখিক পরীক্ষায় পাস করে লিখিত পরীক্ষা দিচ্ছি।

প্রশ্নঃ১ঃ Posting key এর কাজ কি?

উত্তরঃ
পোস্টিং কি সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাক্টিভিটি জন্য ব্যবহার করা হয়।

পোস্টিং কি দিয়ে মূলত আমরা নিচের কাজগুলো করতে পারি।
★পোস্ট,কমেন্ট করার জন্য।
★ফলো আনফলো করার জন্য।
★আপভোট ও ডাউনলোড দেওয়ার জন্য।
‌★ফলো ও আনফলো করার জন্য।
★কোন পোস্ট রিস্টিম করার জন্য।
★কোন অনাকাঙ্খিত একাউন্ট মিউট করার জন্য।

প্রশ্ন ২ঃ Active key এর কাজ কি?

উত্তরঃ
অ্যাক্টিভ কি দিয়ে আমরা ওয়ালেটের লেনদেনের কাজ করতে পারি। অ্যাক্টিভ কি এর কাজ গুলো হলোঃ
★পাওয়ার আপ ও পাওয়ার ডাউন করা।
★উইটনেস ভোট দেওয়া।
★প্রোফাইলের কোন তথ্য পরিবর্তন করা।
★কোন এক্সচেঞ্জ ক্রয় বিক্রয় অর্ডার দেওয়া।
★নতুন ব্যবহারকারী তৈরি করা।

প্রশ্ন ৩ঃ Owner key এর কাজ কি?

উত্তরঃ
উনার কী হলো মালিকানা সংক্রান্ত কী।এই কি দিয়ে আমরা আমাদের একাউন্টের মালিকানা প্রমাণ করতে পারব।
উনার কি এর কাজ গুলো হলোঃ
★অ্যাক্টিভ পোস্টিং ও মেমো কি করা যায়।
★একাউন্ট রিকভার করা যায়।
★ভোটিং অধিকার প্রত্যাখ্যান করা যায়।
★উনার কি দিয়ে উনার কি রিসেট করা যায়।

প্রশ্ন ৪ঃ Memo key এর কাজ কি?

উত্তরঃ
মেমো কি দিয়ে নিম্ন লিখিত কাজগুলো করা হয়

★এনক্রিপ্ট করা মেসেজ পাঠাতে।
★এনক্রিপ্ট করা মেসেজ দেখতে।

প্রশ্ন ৫ঃ Master password এর কাজ কি?

উত্তরঃ
একাউন্ট খোলার সময় আমরা যে বড় সংখ্যার পাসওয়ার্ড ব্যবহার করে থাকি সেটা কে মাষ্টার পাসওয়ার্ড বলে।মাস্টার পাসওয়ার্ড হচ্ছে সকল পাসওয়ার্ডের মূল। সকল কিগুলো মাস্টার পাসওয়ার্ড এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই পাসওয়ার্ডটি ব্যবহার করে আমরা অ্যাকাউন্ট রিকভারি সহ সকল কার্যক্রম সম্পন্ন করতে পারব।

প্রশ্ন ৬ঃ Master password নিরাপদ সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?

উত্তরঃ
মাস্টার পাসওয়ার্ড খুবই সেনসিটিভ একটি জিনিস। এটি কোনোভাবেই কাউকে দেওয়া যাবে না। আর তাই মাস্টার পাসওয়ার্ড নিরাপদ সংরক্ষণ করার জন্য আমার প্লান হলোঃ
★মাস্টার পাসওয়ার্ড পিডিএফ ফাইল গুগল ড্রাইভে ব্যাকআপ করে রাখবো কারণ এটা টু স্টেপ ভেরিফিকেশন দাঁড়া সুরক্ষিত।
★মাস্টার পাসওয়ার্ড আমার ব্যক্তিগত জিমেইলে রাখবো।
★মাস্টার পাসওয়ার্ড নিজের ব্যক্তিগত খাতায় অথবা ডায়রিতে লিখে রাখব।
★মাস্টার পাসওয়ার্ডের পিডিএফ ফাইল প্রিন্ট আউট করে সার্টিফিকেটের মত সংরক্ষণ করে রাখবো।

প্রশ্ন ৭ঃ পাওয়ার আপ কেন জরুরি ?

উত্তরঃ
★স্টিমিট প্লাটফর্মে দ্রুত উন্নতি করতে চাইলে এবং প্রোফাইলের শক্তি বৃদ্ধি করতে পাওয়ার আপ অত্যন্ত জরুরী।
★আমার ভোটের ভ্যালু বৃদ্ধি পাবে পাওয়ার আপ এর মাধ্যমে।
★যদি আমার ওয়ালেটে বেশি স্টিম পাওয়ার থাকে তাহলে ভোট দিয়ে বেশি পরিমাণ কিউরেশন রিওয়ার্ড অর্জন করতে পারব। আর তাই পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।

প্রশ্ন ৮ঃ পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?

উত্তরঃ
প্রথমে steemit.com ওয়েবসাইটে ঢুকে নিজের প্রোফাইলে গিয়ে ওয়ালেটে কি দিয়ে লগইন করতে হবে। তারপর লিকুইড স্টিম ব্যালেন্স এর পাশে ড্রপডাউন মেনুতে ক্লিক করলে কয়েকটি অপশন দেখতে পাবো। এরপর 3 নাম্বার অপশনে পাওয়ার আপ বাটনে ক্লিক করে নিজে ইউজার নেম দিয়ে অ্যামাউন্ট ঘরে অ্যামাউন্ট লিখে পাওয়ার আপ বাটনে ক্লিক করলে সাথে সাথে পাওয়ার আপ হয়ে যাবে। পাওয়ার আট সম্পন্ন হয়ে গেলে যে এমাউন্ট পাওয়ার আপ করেছি ঠিক ততটুকু অ্যামাউন্ট স্টিম ব্যালেন্স থেকে কমে যাবে এবং স্টিম পাওয়ার ব্যালেন্সে বেড়ে যাবে।

প্রশ্ন ৯ঃ সেটিংসে থাকা স্টিম অথবা SBD উইথড্রো দেওয়ার কতদিন পর উক্ত এস.পি নিজের একাউন্টে ফেরত আসে?

উত্তরঃ
সেভিংস এ থাকা steem অথবা SBD উইথ ড্র দেওয়া তিনদিন পর উক্ত এসপি নিজের একাউন্টে ফেরত আসে।

প্রশ্ন১০ঃ মেমো ফিল্ড এর কাজ কি?
উত্তরঃ
কাউকে কোন লিকুইড স্টিম গিফট পাঠাতেযে সংকেত ব্যবহার করা হয় তাকে মেমো ফিল্ড বলা হয়।STTEM বা SBD ট্রান্সফারের কাজে আমরা মেমো ফিল্ডে মেমো লিখে লিকুইড স্টিম পাঠাতে পারি। কোন এক্সচেঞ্জ সাইটের ডিপোজিট করার সময় মেমো অনেক বড় ভূমিকা পালন করে।

প্রশ্ন১১ঃ ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এসপি একাউন্টে ফেরত আসে।

উত্তরঃ
ডেলিগেশন ক্যানসেল করার পাঁচ দিন পর উক্ত এসপি নিজের একাউন্টে ফেরত আসে।

প্রশ্ন১২ঃ ধরুন আপনি প্রজেক্ট @Heroism এ 200 এসপি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো একশত এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এসপি লিখতে হবে?

উত্তরঃ
৩০০ এস.পি।

লেভেল 2 এর লিখিত পরীক্ষার সকল প্রশ্ন এবং তার উত্তর দিয়ে আমি আমার পরীক্ষা এখানেই শেষ করছি।
আশা রাখি কোথাও কোনো রকম ভুল হয়ে থাকলে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন।এবং ভুলটি ধরিয়ে দিয়ে আমাকে সংশোধন করে দিবেন। ভালো থাকবেন,সুস্থ থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!