"আমার বাংলা ব্লগ" এর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ লোগো তৈরি।

in hive-129948 •  9 months ago 

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

Amar-Bangla-Blog-Logo-...0.png

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজকে আমি আমার বাংলা ব্লগের এর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে লোগো তৈরি করেছি। লোগো কনটেস্ট দেওয়ার জন্য আমাদের প্রিয় দাদাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তৃতীয় বর্ষ এসেছে দেখে অনেক বেশি খুশি লাগতেছে। তাছাড়া বিভিন্ন ধরনের আয়োজনের মাধ্যমে আমরা অনেক বেশি আনন্দ করতে পারবো। আর এই প্রতিযোগিতার জন্য আমি একটি লোগো তৈরি করেছি। আমি লোগোটি তৈরি করার জন্য Adobe Illustrator সফটওয়্যার ব্যবহার করেছি।

লোগোর সম্পর্কে বিস্তারিত বর্ণনা :

আমি চেষ্টা করেছি একটি থিমস ব্যবহার করার জন্য।প্রথমে আমি একটি বইয়ের আলোকে লোগোর কাজটি শুরু করেছি। ধরুন, বইটি হলো পুরো স্টিমিট প্ল্যাটফর্ম। আর বইয়ের ডিজাইন হল স্টিমিট প্ল্যাটফর্মের লোগোর ডিজাইন। এরপর পূর্বের ডিজাইনের আলোকে আমি উপরের ডিজাইনটি গোল দেওয়ার চেষ্টা করেছি। আর এখানে পাতা দিয়ে ডিজাইন করেছি। আমার বাংলা ব্লগ কমিউনিটি মানে হচ্ছে বাংলা ভাষা। এজন্য আমি এখানে বাংলা বর্ণমালা ব্যবহার করেছি। এরপর ব্লকচেইনের চেইন তৈরি করেছি।

অর্থাৎ আমার বাংলা ব্লগ ব্লকচেইনের এর মধ্যে রয়েছে। এই চেইনের মাঝখানে আমার বাংলা ব্লগ এর সংক্ষিপ্ত ABB ব্যবহার করেছি। আর ব্লগ চেইনের প্রত্যেকটা চেইনের মধ্যে আমি আমার বাংলা ব্লগের সৃজনশীল বিষয়গুলো তুলে ধরেছি। কারন আমার বাংলা ব্লগ মানেই হচ্ছে সৃজনশীল। আমার বাংলা ব্লগে আমরা বিভিন্ন ধরনের সৃজনশীল কাজগুলো শেয়ার করে থাকি, এখানে আমি প্রত্যেকটা চেইনের মধ্যে বিভিন্ন ধরনের লেখালেখি, বিভিন্ন ধরনের ছবি আঁকা, পেইন্টিং, ফটোগ্রাফি, রিভিউ এবং রেসিপি এই সকল ক্রিয়েটিভ কাজগুলোর সিম্বল ব্যবহার করে সাজানোর চেষ্টা করেছি।

আর আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা এবং আমার বাংলা ব্লগের প্রাণ হচ্ছে আমাদের (RME) বড় দাদা। যে আমার বাংলা ব্লগের সবকিছু খুব সুন্দর ভাবে নিয়ন্ত্রণ করছে, এমনকি প্রত্যেকটা বিষয় দাদার নজরে থাকে। এইজন্য আমি দাদাকে উল্লেখ করে এখানে একটা ঈগলের সিম্বল ব্যবহার করেছি। যে তার সুন্দর দৃষ্টিতে সবকিছু পরিচালনা করছে। এমনকি দাদা শুধুমাত্র আমার বাংলা ব্লগ নয় পুরো প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যেতে কাজ করছে। এই পুরো বিষয়গুলো নিয়ে আমি লোগোটা সাজিয়েছি।

একেবারে সংক্ষেপে বলতে গেলে, স্টিমিট, ব্লকচেইন, বাংলা ভাষা, ক্রিয়েটিভ ব্লগিং, আমার বাংলা ব্লগ এবং দাদা এই সব কিছু নিয়ে লোগো টাকে সাজিয়েছি। আর আমি আমাদের পুরনো লোগোর সাথে মিল করে লোগোটার কালা কম্বিনেশন দেওয়ার চেষ্টা করেছি।

লোগো তৈরি করার স্ক্রিনশট :

Screenshot 2024-06-01 152342.png

Screenshot 2024-06-01 154332.png

Screenshot 2024-06-01 155853.png

Screenshot 2024-06-01 161129.png

ফাইনাল আউটপুট :

Amar-Bangla-Blog-Logo-...0.png

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

রতত.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ লোগো তৈরি অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। সত্যি ভাই আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা দেখতে পেয়ে অনেক ভালো লাগছে। আর লোগোটি অসাধারণ হয়েছে।

প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ দেখে আপনার কাছে ভালো লেগেছে এটা আমাকে অনেক আনন্দিত করলো।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন ভাই। তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ লোগো তৈরি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমার বাংলা ব্লগ এবং স্টিমিট কে কেন্দ্র করে খুব সুন্দর করে ধাপে ধাপে লোগো তৈরি করেছেন। আমার ভীষণ পছন্দ হয়েছে। আশাকরি আমার মতো সবাই পছন্দ করবে। প্রতিযোগিতার জন্য শুভ কামনা রইলো।

আমার তৈরি করা লোগো আপনার অনেক পছন্দ হয়েছে শুনে খুশি হলাম।

আপনি দারুন একটি লোগো তৈরি করেছেন ভাই। আসলে এটা আমার কাছে একটু বেশি ভালো লাগার কারণ বাংলা ব্লগের সব ক্রিয়েটিভিটির এক একটা অংশ এখানে তুলে ধরেছেন। আপনার কাজের দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

চেষ্টা করেছি সুন্দর করে লোগোটা তৈরি করার জন্য।

অবশেষে আপনি সুন্দর একটি লোগো তৈরির মাধ্যমে লোগো তৈরির প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে লোগো তৈরি করেছেন।আর আপনি প্রতিটি ধাপ আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার তৈরি লোগো টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

আমার অংশগ্রহণ দেখে ভালো লেগেছে শুনে খুশি হলাম।

এবারের প্রতিযোগিতা অনেক সুন্দর আমার বাংলা ব্লগের জন্য কিছু করতে পারা খুবই আনন্দের।আপনি চমৎকার একটি লগো ডিজাইন করেছেন বেশ দারুন হয়েছে আপনার বানানো লোগো টা ধাপ গুল সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন।

চেষ্টা করলাম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সুন্দরভাবে একটা লগোর ডিজাইন করার জন্য।

জানতাম ভাইয়া। আপনি একটি ধামাক্কা লগো নিয়ে প্রতিযোগিতায় হাজির হয়ে যাবেন। আপনার লগো দেখেই তো বুঝা যাচ্ছে যে এই কাজের জন্য কতটা সময় আপনার ব্যায় করতে হয়েছে। বেশ সুন্দর করে ধাপে ধাপে আপনি আপনার লগো ডিজাইনটি আমোদের মাঝে শেয়ার করেছেন। শুভ কামনা রইল আপনার জন্য।

লোগোর ডিজাইনটি করার পদ্ধতি সবার মাঝে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি।

তুমি সব কিছুকে তুলে ধরে অনেক সুন্দর একটা লোগো তৈরি করেছো তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে। যেটা দেখতে আমার কাছে অনেক সুন্দর লেগেছে। এই লোগোটার মধ্যে সবকিছুকেই তুলে ধরা হয়েছে। এই বিষয়টা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। লোগোটা তৈরি করার ধাপ গুলো ও অনেক বেশি সুন্দর হয়েছে। সবাইকে দেখতেছি অনেক সুন্দর সুন্দর লোগো তৈরি করতেছে। জাস্ট অসাধারণ লেগেছে আমার কাছে তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে তোমার তৈরি করা এই লোগোটা।

জাস্ট অসাধারণ লেগেছে আমার তৈরি লোগো এটা শুনে উৎসাহিত হয়েছি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন ভাইয়া। আপনি দারুন একটি লোগো তৈরি করেছেন। আপনি ধারাবাহিকভাবে খুব সুন্দর করে লোগো তৈরি করেছেন। আর আপনি প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনার কাজের দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

ধারাবাহিকভাবে সব কাজ করার চেষ্টা করি তেমনি লগোটাও সুন্দরভাবে তৈরি করলাম।

ধন্যবাদ ভাইয়া।

ভাইয়া আপনার তৈরি করা লোগো খুবই সুন্দর হয়েছে। আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক সুন্দর একটি লোগো তৈরি করেছেন। লোগো ডিজাইন দেখতে অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া দারুন একটি পোস্ট তৈরি করে এই লোগো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

আমার লগোর ডিজাইন অসাধারণ হয়েছে এটা শুনে ভালো লাগলো। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে দারুন একটি লোগো তৈরি করেছেন ভাইয়া।একদম কমিউনিটির সাথে সামঞ্জস্যপূর্ণ একটি লোগো ছিল এটি। লোগোটির ডিজাইন ও খুব সুন্দর হয়েছে ।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

চেষ্টা করলাম তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এভাবেই সব সময় পাশে থাকবেন আশা করছি।

মাঝে ABB এবং তার চারিদিকে আমার বাংলা ব্লগকে যেসব পোস্ট বা কনটেন্ট রিপ্রেজেন্টে করে তার একটা উপস্থিতি। বেশ চমৎকার লাগছে দেখতে। লোগো টা বেশ সুন্দর তৈরি করেছেন ভাই। এটা বেশ ইউনিক ছিল। এবং চমৎকার তৈরি করেছেন। সবমিলিয়ে দারুণ ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।।

আমার তৈরি করা লোগোটা ইউনিক ছিল শুনে ভালো লাগলো ভাই।

বাহ লোগোটা চমৎকার হয়েছে ভাইয়া। আপনি কমিউনিটির সব কিছু মাথায় রেখেই লোগোটি তৈরী করেছেন। সব কিছু দেখে আমার কাছে লোগোটি খুবই ভালো লেগেছে। ধন্যবাদ।

চেষ্টা করেছি কমিউনিটির সবকিছু রেখে লোগোটা তৈরি করার জন্য।

ভাইয়া আপনি আমার বাংলা ব্লগ" এর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে খুব সুন্দর ও ইউনিক ডিজাইনের লোগো তৈরি করেছেন। আপনার এই লোগোর মধ্যে প্রতিটা জিনিস খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। আমার কাছে আপনার এই লোগো ডিজাইন অনেক ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনার লোগোটি তো দারুন হয়েছে, আশা করছি ভালো কিছু হবে।