"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪২ || টিস্যু পেপার দিয়ে চেরি ব্লসম ফুল তৈরি ।steemCreated with Sketch.

in hive-129948 •  2 years ago 

1692722508814.jpg

1692722508746.jpg

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চেরি ব্লসম ফুলের DIY । তবে তার জন্য হয় সর্বপ্রথম ধন্যবাদ জানাবো আমাদের প্রিয় তানজিরা আপুকে। এবারে এত সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করার জন্য। যদিও ডাই প্রজেক্ট গুলো আগে তৈরি করার অভ্যাস না থাকলেও, বাংলা ব্লগে আসার পর এখন ভালই অভ্যেস হয়ে গিয়েছে। আর সেই জন্য ডাই প্রতিযোগিতা দেখলেও ভীষণ ভালো লাগে। যখন দেখলাম ফুল তৈরি করতে হবে তখনই আমি ভেবে নিয়েছিলাম আমার পছন্দের একটি ফুল তৈরি করব।

চেরি ব্লসম ফুল গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি এই ফুলের অনেক ফটোগ্রাফি দেখেছি। বিশেষ করে দাদার পোস্ট থেকেও আমি এই ফুলের অনেক ফটোগ্রাফি দেখেছি। চুল গুলো দেখতে খুবই ভালো লাগে। তাই জন্য আমি চিন্তা করলাম এই ফুলগুলো তৈরি করব। কিন্তু আসলে ফুলগুলো তৈরি করতে অনেক বেশি ঝামেলায় পড়তে হয়েছে। যেহেতু টিস্যু পেপার অনেক বেশি পাতলা, তাই জন্য পাতাগুলো তৈরি করতে খুবই কষ্ট হয়েছে। অনেক সাবধানে আসলে তৈরি করতে হয়েছে। কিন্তু পুরো ফুলগুলো তৈরি করে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এখানে আমি সাদা এবং হালকা গোলাপি কালারের ফুল তৈরি করেছি। দুইটা ফুলের ডাল তৈরি করে ভীষণ ভালো লেগেছে। আর এখন তো আমি এই ফুলগুলোকে সাজিয়ে রেখে দিয়েছি ঘরে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না দেখতে সত্যি কারের ফুলের মত মনে হচ্ছিল। তবে আমার মনে হয় আপনারাও নিশ্চয়ই ফুল গুলো ভীষণ পছন্দ করবেন।

1692722508762.jpg

উপকরণ

• টিস্যু পেপার
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল
• অ্যালুমিনিয়াম তার
• গ্লু গান
• কালো রং
• রংয়ের ব্রাশ।

IMG_20230820_105420.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি একটা টিস্যু পেপার নিলাম। টিস্যু পেপারটাকে দুই ভাঁজ করে নিলাম। এরপর গোল করে পাতার মত কেটে নিব।

CollageMaker_202382214346313.jpg

ধাপ 2️⃣

এরপর আমি অনেকগুলো পাতা কেটে নিব।

CollageMaker_202382214414390.jpg

ধাপ 3️⃣

পাতাগুলোকে নিচের অংশ হাত দিয়ে একটু পেঁচিয়ে নেব। এভাবে সবগুলো পাতা পেঁচিয়ে নিব।

CollageMaker_202382214436331.jpg

ধাপ 4️⃣

এরপর আমি একটা সাদা কাগজ নিলাম। সাদা কাগজের মাথার অংশে চিকন করে কালো রং দিয়ে দাগ দিয়ে নিলাম।

CollageMaker_202382214452464.jpg

ধাপ 5️⃣

এরপরে পুরো কাগজটা একদম চিকন চিকন করে কেটে নিলাম। কিছুটা অংশ টুকরো টুকরো করে কেটে নিলাম।

CollageMaker_20238221455923.jpg

ধাপ 6️⃣

এরপরে লাল রংয়ের কাগজ নিয়ে একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। চিকন করে কাটা অংশগুলো ছোট ছোট করে কেটে নিলাম।

CollageMaker_202382214518134.jpg

ধাপ 7️⃣

এরপর একটা এলুমিনিয়াম তার নিয়ে নিয়েছি। তারের মাথায় সাদা অংশটা একদম গোল করে কলির মত লাগিয়ে নিয়েছি। তারপর লাল রঙের কাগজটাকেও গোল করে পেঁচিয়ে লাগিয়ে নিয়েছি।

CollageMaker_202382214533751.jpg

ধাপ 8️⃣

এরপরে তৈরি করে রাখা পাতাগুলো একটা একটা করে পাঁচটা গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম। এভাবে একটা ফুল তৈরি করে নিয়েছি।

CollageMaker_20238221461084.jpg

ধাপ 9️⃣

এভাবে আমি আরো ছয়টা ফুল তৈরি করে নিলাম।

CollageMaker_202382214638788.jpg

ধাপ 1️⃣0️⃣

এরপরে কয়েকটা তার নিয়ে নিয়েছি। তারের মধ্যে টিস্যু পেপার পেচিয়ে নিয়েছি। এরপর কতগুলোর মধ্যে কালো রং দিয়ে রং করে নিলাম।

CollageMaker_202382214654532.jpg

ধাপ 1️⃣1️⃣

এরপর আমি ছোট ছোট এই কলিগুলো আর একটা ফুল একটা তারের মধ্যে পেঁচিয়ে নিলাম।

CollageMaker_20238221472028.jpg

ধাপ 1️⃣2️⃣

এরপরে সবগুলো ফুল এবং ফুলের কলি গুলো একটা একটা করে তারের মধ্যে পেঁচিয়ে নিয়েছি।

CollageMaker_202382214739119.jpg

ধাপ 1️⃣3️⃣

এভাবে সবগুলো ফুল লাগিয়ে একটা গাছের ডাল তৈরি করে নিলাম।

CollageMaker_202382214832159.jpg

ধাপ 1️⃣4️⃣

এরপর আমি গোলাপি কালারের টিস্যু দিয়ে কতগুলো পাতা কেটে নিলাম।

CollageMaker_202382214844425.jpg

ধাপ1️⃣5️⃣

কম ভাবে একই রকম ভাবে এই পাতাগুলো দিয়ে কতগুলো ফুল তৈরি করে নিয়েছি।

CollageMaker_202382214857110.jpg

ধাপ 1️⃣6️⃣

এরপর এই ফুলগুলো এবং কলি দিয়ে আবারো আরেকটা ডাল তৈরি করে নিলাম।

CollageMaker_20238221494621.jpg

ধাপ 1️⃣ 7️⃣

এভাবে আমি দুইটা চেরি ব্লসম ফুলের ডাল তৈরি করে নিয়েছি।

CollageMaker_202382214912548.jpg

ফাইনাল আউটপুট

1692722508696.jpg

1692722508729.jpg

1692722508712.jpg

1692722508836.jpg

1692722508762.jpg

1692722508814.jpg

1692722508779.jpg

1692722508679.jpg

1692722508797.jpg

1692722508662.jpg

1692722508746.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই/অরিগ্যামি
ক্যামেরারিয়েলমি ৭আই
পোস্ট তৈরি#narocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

টিস্যু পেপার দিয়ে চেরি ব্লসম ফুল তৈরি দেখতে অসাধারন লাগতেছে। সম্পুর্ন কাজটিকে চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে অনেক বেশি ভালো লাগে এজন্য অংশগ্রহণ করেছি। আপনাদের মুখে এত সুন্দর প্রশংসা পেয়েও অনেক বেশি ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

টিস্যু পেপার দিয়ে বুদ্ধি খাটিয়ে আরো কিছু রঙিন পেপার সাথে নিয়ে এত সুন্দর ফুল প্রস্তুত করা যায় আসলে আপনার পোস্টটি না দেখলে বুঝতাম না।
এতটাই ভাল লেগেছে আমার কাছে যে বলে বোঝাতে পারছি না বিশেষ করে কালার কম্বিনেশন টা দারুন ফুটেছে।
ধাপগুলো অনেক সুন্দরভাবে উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইলো আপনার জন্য।

চেষ্টা করেছি দারুন ভাবে ফুটিয়ে তোলার জন্য। প্রশংসা শুনে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ

বাহ!! টিস্যু পেপার দিয়ে খুব চমৎকার ভাবে চেরি ব্লসম ফুল তৈরি করেছেনতো ভাইয়া।দেখতে খুবই সুন্দর লাগছে।আমার তো মনে হচ্ছে আপনিই প্রতিযোগিতায় প্রথম হবেন।প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনেক অনেক শুভকামনা ভাইয়া আপনাকে।

আসলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমার অনেক বেশি ভালো লাগে। কিন্তু আপনার প্রতিযোগিতার পোস্টটি ও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপু। আপনি খুব চমৎকারভাবে তৈরি করেছিলেন। আপনার কাছ থেকে এত সুন্দর মন্তব্য পেয়ে অনেক বেশি ভালো লেগেছে।

ভাইয়া আপনি তো অসাধারণ ফুল তৈরি করলেন প্রতিযোগিতার জন্য। আপনার ফুল দেখে আমি একেবারে মুগ্ধ। হয়তো আপনার তৈরি করাই ফুল তৈরি করতে অনেক সময় লেগেছে। কিন্তু আপনি অনেক ধৈর্য ধরে এই ফুল তৈরি করেছেন দেখে আরো ভালো লাগলো। আর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ও আপনাকে অনেক অনেক শুভেচ্ছা রইল।

আপনার কাছ থেকে এত সুন্দর মন্তব্য পেয়ে অনেক বেশি ভালো লেগেছে। এভাবে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ

ভাইয়া প্রথমেই আপনার জন্য শুভ কামনা রইল। তবে আমি কিন্তু জানতাম যে আপনি বেশ জড়ালো কোন থিম নিয়েই আসবেন প্রতিযোগিতায়। আর আমার আইডিয়াটিই ঠিক হলো । চলে আসলেন ধমাক্কা একটি থিম নিয়ে। কি সুন্দর ক্রেয়েটিভ একটি থিম। আশা করবো প্রতিযোগিতায় একটি পজিশনে থাকবেন।

চেষ্টা করি আপু সব সময় ভালো কিছু আপনাদের মাঝে শেয়ার করার জন্য। এ প্রতিযোগিতায় সবাই অনেক ভালো করতেছে। অসাধারণ জন্য অনেক ধন্যবাদ

টিস্যু পেপার দিয়ে চেরি ব্লসম ফুল তৈরি করেছেন। আপনার ফুল গুলো বিশেষ করে দু কালার হবার কারণে আমার কাছে অনেক ভালো লাগলো। এমনিতেই সবাই প্রতিযোগিতাতে অনেক সুন্দর সুন্দর ফুল তৈরি করেছে। আপনাকেও সবার মত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমিও চেষ্টা করেছি আপনার মত এভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

আপনার মন্তব্যটি আমার অনেক বেশি ভালো লেগেছে। আসলে টিস্যু দিয়ে এ ফুলগুলো তৈরি করতে অনেক সময় লেগেছিল। মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

টিস্যু পেপার দিয়ে খুবই সুন্দর এই ফুল তৈরি করেছেন। সত্যি আপনার ডাই পোস্ট দেখে মুগ্ধ হয়ে যায়। এত সুন্দর ভাবে ধাপে ধাপে পোস্টটি তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনি আমার ডাই পোস্ট দেখলে মুগ্ধ হয়ে যান এটা জেনে ভালো লাগলো।

টিস্যু পেপার দিয়ে চমৎকার চেরি ব্লসম ফুল তৈরি করেছেন ভাই।যা দেখে আমি রীতিমতো মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর দেখাচ্ছে যা বলার মত না।নিশ্চয়ই এই ফুলটি তৈরি করতে আপনার অনেক সময় লেগেছে এবং ধৈর্যের প্রয়োজন হয়েছে।ধৈর্য সহকারে এত সুন্দর একটি ফুল তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

হ্যাঁ ভাই এটা তৈরি করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়েছে।

বাহ! এতটা চমৎকার হয়েছে বলার মতই না। সবার শেয়ার করা রঙিন কাগজের তৈরি ফুলের ফটোগ্রাফি গুলো কল্পনার বাইরে ছিল। এতটা সুন্দর হবে ভাবতেও পারিনাই। আপনিও খুব সুন্দর করে টিস্যু দিয়ে ফুল তৈরি করে নিলেন। ফুল দেখতে অনেক সুন্দর হয়েছে। এত সুন্দর ফুল তৈরি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ।

আসলে আমি চেষ্টা করি সময় দিয়ে যেকোনো কাজ সম্পূর্ণ করার তাহলে ভালো লাগে।

চেরি ব্লসম আমার অনেক পছন্দ। আপনি অনেক ধৈর্য সহকারে ফুলটা তৈরি করেছেন। এটা দেখতে একেবারে সত্যিকারের চেরি ব্লোসম ফুলের মতোই লাগছে। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

হ্যাঁ আপু অনেক ধৈর্য সহকারে ফুলটা তৈরি করেছি। বাস্তবিক লাগছে কিনা জানিনা তবে চেষ্টা করেছি সুন্দরভাবে ফুটিয়ে তোলার।

টিস্যু পেপার দিয়ে আপনি দেখছি অনেক সুন্দর ফুল তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

ভাইয়া টিস্যু পেপার দিয়ে তৈরী চেরি ব্লসম ফুল গুলো সত্যিই অনেক সুন্দর হয়েছে। সবাই চয়েজ করেছে। কাজ গুলো দেখেই বোঝা যাচ্ছে যে অনেক সময় লেগেছে। ধন্যবাদ।

হ্যাঁ অনেক সময় লেগেছে। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ জানাই।