"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪৭ ||ডাই কন্টেস্ট: কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি।

in hive-129948 •  last year 

1699449862388.jpg

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি। তবে আজকের এই ওয়ালপ্যাড তৈরি করার জন্য প্রথমেই আমি আমাদের প্রিয় স্বাগতা আপুকে জানাই অনেক ধন্যবাদ। আমাদের মাঝে এত সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করার জন্য। আসলে কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে।

এ পর্যন্ত বিভিন্ন ধরনের জিনিস তৈরি করেছিলাম। তাই জন্য এই প্রতিযোগিতা দেখে ভীষণ ভালো লাগলো। আমি তখনই ঠিক করে দিয়েছিলাম এভাবে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করব। তাই জন্য আমি একটা ডিজাইন ঠিক করলাম ও ওয়ালমেট তৈরি করার জন্য। যদিও এই ডিজাইনটা করা খুবই কঠিন কাজ ছিল। তারপরেও আমি ভাবলাম অনেক সময় লাগলেও আমি এটাই তৈরি করব। আসলে এই ধরনের কাজগুলো করতে ভীষণ ভালো লাগে। তবে এত বেশি সময় লাগবে এটা আশা করিনি। আমি প্রায় দুই দিন ধরে সময় দিয়ে ওয়ালমেট তৈরি করেছি। তবে এই ওয়ালমেট তৈরি করার পর দেখেই সব পরিশ্রম সার্থক হলো। দেখতে আমার কাছে ভীষণই ভালো লেগেছে। আমি ঠিক করেছি এটা আমার রুমে লাগিয়ে রাখবো। কারণ আমার নিজের কাছেই দেখতে ভীষণ ভালো লেগেছে। আশা করি সকলের আজকে কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি আপনারদের ভালো লাগবে।

1699449852231.jpg

উপকরণ

রঙিন কাগজ
গাম
কাঁচি ✂️
স্কেল
কলম
পুঁতি
পেন্সিল

20231108_105518.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি একটি কালো কাগজ নিলাম। এরপর চিকন করে মোড়িয়ে মোড়িয়ে একটি কাঠি তৈরি করলাম।

20231107_190311.jpg

ধাপ 2️⃣

এভাবে আমি মোট বারোটা কাঠি তৈরি করে নিলাম।

20231107_190335.jpg

ধাপ 3️⃣

এরপর গুগান দিয়ে একটা একটা করে জোড়া লাগিয়ে নিতে শুরু করি।

20231107_190414.jpg

ধাপ 4️⃣

এরপর দুই দিক থেকে কাঠিগুলো জোড়া লাগিয়ে , ঘরের মতো করে নিলাম।

20231107_190454.jpg

ধাপ 5️⃣

এরপর সবুজ কাগজ নিলাম। এরপর কাগজটাকে ভাজ করে, পেন্সিল দিয়ে পাতার মত করে এঁকে দিলাম।

20231107_190559.jpg

ধাপ 6️⃣

এরপর দাগ অনুসারে কেটে পাতা তৈরি করে নিলাম।

20231107_190621.jpg

ধাপ 7️⃣

এরপর দুই কালারের কাগজ দিয়ে অনেকগুলো পাতা তৈরি করে নিলাম।

20231107_190641.jpg

ধাপ 8️⃣

এরপর চিকন করে ছোট ছোট অনেকগুলো কাগজ কেটে নিলাম। এরপর কাগজটা ভাঁজ করে একটি পাতা কেটে নিলাম।

20231107_190706.jpg

ধাপ 9️⃣

এরপর দুই কালারের কাগজ গুলো ছোট ছোট পাতা কেটে দিলাম।

20231107_190732.jpg

ধাপ 1️⃣0️⃣

কালো রঙের কাগজের উপর ফুলদানের মত ফুলদানিটি লাগিয়ে নিলাম। এরপর কাগজের উপর পাতাগুলো লাগাতে শুরু করি।

20231107_190814.jpg

ধাপ 1️⃣1️⃣

এরপর দুই কালারের পাতা গুলো দুই দিক থেকে একটা একটা করে জোড়া লাগিয়ে দিলাম।

20231107_190830.jpg

ধাপ 1️⃣2️⃣

এরপর আমি গোলাপি কালারের কিছু ছোট ছোট কাগজের টুকরো কেটে দিলাম। এরপর কাগজটাকে চার ভাঁজ করে গোল করে কেটে নিলাম।

20231107_190851.jpg

ধাপ 1️⃣3️⃣

এই কাগজগুলো দিয়ে ছোট ছোট অনেকগুলো ফুল তৈরি করে নিলাম।

20231107_190909.jpg

ধাপ 1️⃣4️⃣

এরপরে গোলাপি কালারের কাগজ কেটে গোলাপ ফুলের পাপড়ির মত করে কেটে নিলাম। এভাবে আমি ছোট এবং বড় দুই সাইজের অনেকগুলো পাপড়ি তৈরি করে নিলাম।

20231107_190932.jpg

ধাপ 1️⃣5️⃣

এরপরে গোল করে ছোট একটা কাগজ কেটে নিলাম। গোল অংশটার উপরে একটা একটা করে ফুলের পাপড়ি জোড়া লাগানো শুরু করি। এর পরের মাঝখানের অংশে ছোট পাপড়ি গুলো লাগিয়ে দিলাম। একেবারে মাঝখানের অংশে চিকন করে একটা ফুলের কলি লাগিয়ে দিলাম।

20231107_191017.jpg

ধাপ 1️⃣6️⃣

এভাবে আমি চারটা গোলাপ ফুল তৈরি করে নিলাম।

20231107_191040.jpg

ধাপ 1️⃣7️⃣

এরপরের সবুজ কালারের চারটা কাঠি তৈরি করে নিলাম। এই কাঠি গুলো পাতার নিচের অংশে একটা একটা করে লাগিয়ে নিলাম।

20231107_191106.jpg

ধাপ 1️⃣8️⃣

এরপরে এই কাঠিগুলোর মধ্যে দুই কালারের পাতাগুলো লাগিয়ে দিলাম।

20231107_191131.jpg

ধাপ 1️⃣9️⃣

এরপর আমি ছোট কথাগুলো দুই পাশে একটা একটা করে লাগিয়ে দিলাম।

20231107_191147.jpg

ধাপ 2️⃣0️⃣

এরপরে গোলাপ ফুল গুলো একটা একটা করে মাঝখানের অংশে জোড়া লাগিয়ে নিয়েছি।

20231107_191208.jpg

ধাপ 2️⃣1️⃣

এরপর তৈরি করা ছোট ফুলগুলো নিচের অংশ এবং চারপাশের অংশে একটা একটা করে জোড়া লাগিয়ে দিলাম।

20231107_191231.jpg

ধাপ 2️⃣2️⃣

এরপরে ফুলদানি টার মধ্যে পুঁতি লাগিয়ে ডিজাইন করে নিলাম। এভাবে আমি পুরো ওয়ালমেট তৈরি করা শেষ করি।

20231107_191253.jpg

ফাইনাল আউটপুট

1699449946881.jpg

1699449936048.jpg

1699449862388.jpg

1699450023683.jpg

1699449977018.jpg

1699450143552.jpg

1699450132437.jpg

1699450105196.jpg

1699449989699.jpg

1699450028079.jpg

1699450005278.jpg

1699449891513.jpg

1699449852231.jpg

1699450115910.jpg

1699450079396.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই/অরিগ্যামি
ক্যামেরারিয়েলমি ৭আই
পোস্ট তৈরি#narocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রথমেই আপনাকে কনটেস্ট - ৪৭ এর জন্য শুভকামনা জানায়।ডাইটি জাস্ট চমৎকার লাগছে দেখতে।ডেকোরেশন টা খুব সুন্দর করে করেছেন।ডাই তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার হয়েছে।এটি দেখে খুব সহজেই যে কেউ তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

সুন্দর করে তুলে ধরার চেষ্টা করলাম যেন যে কেউ চাইলে তৈরি করতে পারে। মন্তব্যটা পেয়ে খুব ভালো লাগলো।

ওয়াও ভাইয়া জাস্ট অসাধারণ হয়েছে। আপনার ওয়ালমেটটি দেখে সত্যিই আমি মুগ্ধ হলাম। পুরো পোস্টটি দেখে খুবই ভালো লাগলো খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি ওয়ালমেট তৈরির মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল অবশ্যই আপনি ভালো একটা স্থানে পৌঁছাবেন।

আপনি আমার তৈরি করা ওয়ালমেট দেখে মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে বেশ ভালো লাগলো ভাইয়া। প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। আপনার তৈরি ওয়ালমেট সত্যি অসাধারণ হয়েছে। ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া।

শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়েছেন দেখে ভালো লেগেছে। আর আমার অংশগ্রহণ দেখে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

ভাইয়া আপনার তৈরি করা ওয়ালমেট অসাধারণ হয়েছে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। রঙিন কাগজ ব্যবহার করে এত সুন্দর করে ওয়ালমেট তৈরি করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। সব মিলিয়ে অসাধারণ হয়েছে।

এটি আপনার কাছে ভীষণ ভালো লেগেছে এটা ভাবতেই ভালো লাগছে।

যদিও আমি এসব কাজ করতে পারিনা। চেষ্টা করার সময়ও পাই না। তবুও আপনার আজকের পোস্টটি দেখে অনেক ভালো লাগলো। দারুন একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার ওয়ালমেট দেখে কিন্তু আমি অনেক মুগ্ধ। শুভ কামনা রইল আপনার জন্য।

আপনি চেষ্টা করবেন তাহলে অবশ্যই এসব কাজ করতে পারবেন।

প্রথমেই আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটা ওয়ালমেট তৈরি করছেন। ওয়ালমেট টি দেখতে ভীষণ ভালো লাগতেছে। আপনি চমৎকার ভাবে ধাপে ধাপে ওয়ালমেট টি উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করলাম। যদিও এটা তৈরি করতে অনেক বেশি কষ্ট হয়েছিল।

দারুণ হয়েছে ভাইয়া আপনার তৈরী কাগজের ওয়ালমেট।আপনি অনেক ধৈর্য্য এবং সময় নিয়ে ওয়ালমেটটি তৈরি করেছেন দেখা বোঝা যাচ্ছে।খুব চমৎকার হয়েছে ওয়ালমেটটি। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইলো আপনার জন্য ।

হ্যাঁ আপু ধৈর্য্য এবং সময় ব্যবহার করে এটা তৈরি করেছি।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমে আপনাকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। ভাই আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করে শেয়ার করেছেন। আপনার হাতের কাজ দেখে আমি সত্যি বেশ মুগ্ধ হয়েছি ভাই। আসলে এত সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করা যায় হয়তো আপনার পোস্ট না দেখলে বুঝতে পারতাম না। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ পোস্ট দেখে এত সুন্দর করে মন্তব্যটা করার জন্য। ওয়ালমেট টা অনেক সময় দিয়ে তৈরি করেছি। আর তৈরি করার পর নিজের কাছেই ভালো লেগেছিল।

রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি খুবি সুন্দর হয়েছে। আপনি ধাপে ধাপে ডাই পোস্টটি শেয়ার করেছেন। যা দেখে খুবি ভালো লেগেছে আমার।ধাফ গুলো দেখে শিখতে পারলাম।

Posted using SteemPro Mobile

এটা দেখতে আমার কাছেও ভালো লেগেছিল। আপনি শিখতে পেরেছেন, এটা জেনে সবথেকে বেশি ভালো লাগলো।

কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন বিশেষ করে ওয়ালমেট এর ফুলগুলো ন্যাচারাল মনে হচ্ছে আর যেটা এই ডাই পোস্ট এর প্রধান সৌন্দর্য হিসেবে ফুটে উঠেছে। এক কথায় অসাধারণ লেগেছে ভাইয়া।

Posted using SteemPro Mobile

সৌন্দর্যটা সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আসলে এটা তৈরি করার পর ঘরের দেয়ালে যখন লাগালাম তখন অনেক বেশি সুন্দর লাগছিল।

আপনার আইডিয়া এবং পরিকল্পিত প্লানিং এর বাস্তবায়ন করার ক্ষমতার প্রশংসা না করে পারলাম না ভাইয়া। এত সুন্দর করে আপনি এত ছোট ছোট ডিটেইলস গুলোও সঠিক পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করে দারুণ একটি ওয়ালমেট বানিয়েছেন। আমি দেখে মুগ্ধ হয়ে গেলাম।

Posted using SteemPro Mobile

চেষ্টা করেছি সঠিক পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করে সুন্দর একটা ওয়ালমেট বানানোর।

আপনি কি যে বলেন ভাইয়া এত সুন্দর ওয়ালমেট কার না ভালো লাগে। আমার কাছে অনেক ভালো লেগেছে। সত্যি বলেছেন ভাইয়া আপনার ওয়ালমেট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আসলে ভাইয়া এই ধরনের কারুকাজ করতে সময় তো লাগবেই। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

এটা ঠিক বলেছেন এই ধরনের কারু কাজ করতে সময় তো লাগবেই। সুন্দর মন্তব্যটা করে পাশে থাকার জন্য এবং উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

ভীষণ সুন্দর হয়েছে ভাইয়া আপনার তৈরি এই ওয়ালমেট টি দেখতে ৷ সত্যিই মুগ্ধ হয়ে গেলাম আমি আপনার এমন দক্ষতা দেখে ৷ এটি তৈরিতে যে আপনাকে প্রচুর সময় এবং পরিশ্রম করতে হয়েছে তা ওয়ালমেটের কাজ দেখেই বোঝা যাচ্ছে ৷ যাই হোক , ভীষণ সুন্দর হয়েছে , অনেক ভালো লাগলো এটি ৷ ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল ৷

আমার দক্ষতা দেখে মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো। হ্যাঁ প্রচুর সময় এবং পরিশ্রম করতে হয়েছে। তবে আপনার মন্তব্যটা পেয়ে ভালো লাগলো ভাই।