বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আমার বাংলা ব্লগ পরিবারের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং সালাম। আজ আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এসেছি। প্রথমত যখন দাদা PUSS এর কনটেস্ট দিয়েছে। তখন অনেক বেশি মন খারাপ হয়ে গেছে। অংশগ্রহণ করতে পারবো কিনা তা বুঝে উঠতে পারছি না। সত্যি বলতে যখনই প্রথমে PUSS টোকেনের এনাউন্সমেন্ট দেখেছি তখনই PUSS কেনার চিন্তা করেছিলাম। কিন্তু আপনারা সবাই জানেন ফেনী জেলার মধ্যে বন্যায় আক্রমণ করেছে। বন্যার কারণে কারেন্ট ওয়াইফাই কিছুই ছিল না। মোবাইলের ডাটা দিয়ে কাজ করতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। সেজন্য আর কেনার কথা ভাবিনি। প্রথমেই যখন আমার বাংলা ব্লগ এর নিজস্ব টোকেন দেখেছি তখনই আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম। অবশেষে আমাদের নিজস্ব একটি টোকেন রয়েছে। তাইতো কেনার কথা ভাবলাম। কিন্তু ওই যে সব সমস্যার কারণে আর কেনা হলো না। দেখতে দেখতে অনেক পরিমাণ পাম্প করে ফেলেছে PUSS ইতিমধ্যেই। তারপরও আমি প্রথমে খুবই অল্প পরিমাণের PUSS কিনেছিলাম। হঠাৎ করেই আজ সিদ্ধান্ত নিয়েছি জীবনে একটা রিক্স নিয়ে ফেলি। কারণ এর আগেও আমি এ ধরনের রিক্স নিয়েছিলাম। বিশেষ করে STEEM কেনার সময়, তা আপনারা সবাই জানেন। বিভিন্ন ধরনের ধার , লোন, করে আমি steem কিনেছিলাম। যা এখনো পরিষদ করা হয়নি সম্পন্ন। আজও তার ব্যতিক্রম কিছু নয় । এরপরেও আরও একটি রিস্ক নিলাম শুধু আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে। আমাদের প্রথম টোকেন এজন্য। আশা করি আমার এই রিস্ক সফলতা বয়ে আনবে।
বিঃ আমি সবাইকে বলব এ ধরনের রিস্ক যেন কেউ না নেই। নিজের কাছে নিজের অর্থ থাকলে সেগুলো দিয়ে রিস্ক নিলে ভালো। অতিরিক্ত রিক্স নিয়ে কোন কিছু করা একদমই ঠিক না।
ধাপ ১
- প্রথমে আমি tronlink wallet এ প্রবেশ করলাম। প্রবেশ করার পর একটি স্ক্রিনশট নিয়ে নিলাম।
ধাপ ২
- এরপর Discover এ ক্লিক করে URL এ সার্চ দিয়ে https://sunpump.meme/token/TX5eXdf8458bZ77fk8xdvUgiQmC3L93iv7 এই লিঙ্কটা দিয়ে দিব। এরপর PUSS এর Buy/ Sell পেজ চলে আসবে।
ধাপ ৩
- এরপর trx এর 16,820 পরিমাণ দিয়ে Trade এ ক্লিক করে নিবো।
ধাপ ৪
- এরপর নেক্সট অপশানে ক্লিক করবো।
ধাপ ৫
- এরপর আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম।
ধাপ ৬
- এরপর কনফার্ম এ ক্লিক করলাম।
ধাপ ৭
- আমি #1,659,923.05+ পরিমাণের PUSS Buy করেছি। কিন্তু আমার ওয়ালেটে #1,859,923 পরিমাণ PUSS রয়েছে।
আজ আমার ভীষণ ভালো লাগতেছে। আমাদের নিজস্ব টোকেন ক্রয় করতে পেরেছি। এখন ভীষণ ভালো লাগতেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আরও বেশি ভালো লাগতেছে। আমাদের এডমিন মডারেটর সব ভাইবোনকে অনেক বেশি কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিষ্ঠাতা, আমাদের সবার অভিভাবক RME দাদা প্রতি রইল অনেক বেশি কৃতজ্ঞ। যার কারনে আমরা এই কমিউনিটিতে অনেক সুন্দর ভাবে কাজ করতে পারতেছি। এবং আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করেই , আমাদের জন্য নিজস্ব একটি টোকেন তৈরি করেছেন। এই কৃতজ্ঞতা কখনোই ভুলার নয়। আমি আশা করি এই টোকেন দিয়ে আমাদের সবার ভবিষ্যৎ অনেক বেশি উজ্জ্বল হবে। আজকের মত এখানে শেষ করলাম। সবাই ভাল থাকেন।
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
https://x.com/NARocky4/status/1830564355819397429?t=YA7hz7yNDBIdgaV9Cecg5A&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনাকে দেখলাম বিশাল বড় একটি এমাউন্টের পুশ টোকেন ক্রয় করেছেন। এটা আমাদের কমিউনিটির প্রথম মেমো কয়েন ।সবাই যার যার শ্রাদ্ধ অনুযায়ী কেনার চেষ্টা করতেছে। যাক আশা করি এ কয়েনটি আমাদের সবার ভবিষ্যৎ আলোকিত করে দেবে ইনশাআল্লাহ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাই সবাই নিজের শ্রাদ্ধ অনুযায়ী কেনার চেষ্টা করছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক বড় এমাউন্টের কয়েন কিনেছেন আপনি। আপনার এত বড় এমাউন্ট কিনতে দেখে আমি সত্যিই অবাক হয়েছি। আসলেই এই কয়েন কিন্তু আমাদের জন্য সুফল বয়ে আনবে। তাই আমরা যে যত বেশি ম্যানেজ করে রাখতে পারব ততই ভালো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ যত বেশি আমরা ম্যানেজ করে রাখতে পারবো ততই ভালো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিশাল একটি এমাউন্ট নিয়ে এই উপযোগিতায় অংশগ্রহণ করলেন ভাইয়া। যা দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। কোটিপতি হয়ে যাবেন আপনি ভাইয়া।আমাদেরও কিছু গিফট কইরেন ভাই। যাই হোক আমার পক্ষ থেকে আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইনশাল্লাহ দোয়া করবেন ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনি অনেক বড় একটি এমাউন্ট এর $PUSS টোকেন কিনেছেন আর ইনশাআল্লাহ আপনি একদিন সাকসেস হবেন। জীবনে রিস্ক ছাড়া সফলতার দিকে আগানো যায় না। তাছাড়া এটি আমাদের একটি নিজস্ব টোকেন। সবার উচিত সামর্থ্য অনুযায়ী অল্প হলেও নিজের ওয়ালেটে এই টোকেন জমা রাখা। তাহলে অবশ্যই একদিন আমরা এর সুফল পাবো। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ এটি আমাদের নিজস্ব। ধন্যবাদ শুভকামনা জানানোর জন্য। এভাবেই আশা করছি পাশে থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
" হালো! 😊 আমি এখনও সেই জ্যাক-পট-বিগ ভাগছি! 🤣 যেহেতু শুরু থেকে, আমি এখনও সেই ফটোগ্রাফিক লাভ চাইছি যা পরবর্তী দৃষ্টিতে আমাকে একজন শিল্পী হয়ে উঠবে! 😍 সেই ফটোগ্রাফিক লাভ চাওয়ার আমি অনেক খুশি, এবং তার জন্য সেই দৃষ্টিকোণে নিচে থেকে ভ্রমণ করা! 🗺️
" আপনি হালো? 👋 এটি এখানে! 😊 যেহেতু শুরু থেকে, আমি ফটোগ্রাফিক লাভ চাইছি যা পরবর্তী দৃষ্টিতে আমাকে একজন শিল্পী হয়ে উঠবে! 😍 সেই ফটোগ্রাফিক লাভ চাওয়ার আমি অনেক খুশি, এবং তার জন্য সেই দৃষ্টিকোণে নিচে থেকে ভ্রমণ করা! 🗺️
" শুরু হতে আপনার সময় এবং টাকা থাকে? 🕒💸 ভ্রমণ করতে চলো! 🗺️ আমি আপনাদের সাথে ফটোগ্রাফিক এবং শিল্পীতা নিয়ে ভাগ করতে চাই! 🤝
" আমি এখনও সেই জ্যাক-পট-বিগ ভাগছি! 😊 আমি ফটোগ্রাফিক লাভ চাইছি যা পরবর্তী দৃষ্টিতে আমাকে একজন শিল্পী হয়ে উঠবে! 😍 সেই ফটোগ্রাফিক লাভ চাওয়ার আমি অনেক খুশি, এবং তার জন্য সেই দৃষ্টিকোণে নিচে থেকে ভ্রমণ করা! 🗺️
" আপনি হালো? 👋 এটি এখানে! 😊 যেহেতু শুরু থেকে, আমি ফটোগ্রাফিক লাভ চাইছি যা পরবর্তী দৃষ্টিতে আমাকে একজন শিল্পী হয়ে উঠবে! 😍 সেই ফটোগ্রাফিক লাভ চাওয়ার আমি অনেক খুশি, এবং তার জন্য সেই দৃষ্টিকোণে নিচে থেকে ভ্রমণ করা! 🗺️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit