“লেভেল 3 হতে আমার অর্জন”By nasrin111 [10% Beneficiary @shy-fox + 5% Beneficiary abb-school]

in hive-129948 •  2 years ago  (edited)

আসসালামুয়ালাইকুম/আদাব

প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি বাংলাদেশের 🇧🇩 সিরাজগঞ্জ জেলায় বসবাস করি।

IMG_20220817_104104.jpg

আমি আজকে @abb-school লেবেল 3 এর জন্য ভেরিফিকেশন পোস্ট করছি।ক্লাস করার মাধ্যমে আমি উপরোক্ত বিষয় সম্পর্কে যাহা কিছু জানতে পেরেছি,সে সকল বিষয় এখন, আমার মত করে আপনাদের সামনে উপস্থাপন করছি।👇

abb-school লেভেল-০৩ ক্লাসে আমাদের মূলত ৩টি বিষয়ের উপর বিস্তারিত জানানো হয়েছে।নিচে তা উল্লেখ করা হলোঃ

  • মার্ক ডাউন
  • কন্টেন্ট
  • কিউরেশন
মার্কডাউন কি ?👇

উত্তরঃ আমাদের লেখাগুলোকে আকর্ষণীয় করে তোলার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে মার্কডাউন বলে।

মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ?👇

উত্তর: কোন কনটেন্টের লেখতে যদি লেখাগুলো একাধারে লিখতেই থাকি তাহলে ওই লেখাগুলোর আগে-পরে কি লিখেছি কেউই বুঝতে পারবে না। কোনটা গুরুত্বপূর্ণ অংশ লিখলাম তা কেউ বুঝতে পারবে না। এক্ষেত্রে বিভিন্ন মার্কডাউন কোড ব্যবহার করে লেখার গুরুত্বপূর্ণ চিহ্নিত করে দিতে পারি। এতে সবার বুঝতে সুবিধা হবে এবং পোস্ট দেখতেও সুন্দর এবং আকর্ষণীয় দেখাবে। আমরা এক্ষেত্রে অনেকগুলো কোড ব্যবহার করতে পারি যেমনঃ হাইলাইট, সেন্টার, হেডার, ইটালিক, টেবিল, ইত্যাদি। এ সকল মার্কডাউন কোড যত বেশি ব্যবহার করব আমাদের লিখা ততো আকর্ষণীয় এবং সুন্দর দেখাবে। এক্ষেত্রে মার্কডাউন কোডের ব্যবহার গুরুত্বপূর্ণ।

পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায় ?👇

উত্তর: পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে চারটা স্পেস দিয়ে দৃশ্যমান করে দেখানো যায়। এছাড়াও (') apostrophe ব্যবহার করে কোডগুলো দৃশ্যমান করে দেখানো যায়।

নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে?👇

ইনপুট

|User | Post | Steem Power|
|---------- | ----------- | -----------|
|User 1 | 10 | 500|
|User 2 | 20 | 900|

আউটপুট

UserPostSteem Power
User 110500
User 220900
সোর্স উল্লেখ করার নিয়ম কি ?👇

ইনপুট

[source](www.pixabay.com)

আউটপুট

source

বৃহৎ হতে ক্ষুদ্র,ক্রমিক ১হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।👇

উত্তর:

ইনপুট

#আমার বাংলা ব্লগ
## আমার বাংলা ব্লগ
### আমার বাংলা ব্লগ
#### আমার বাংলা ব্লগ
##### আমার বাংলা ব্লগ
###### আমার বাংলা ব্লগ


আউটপুট

আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ
আমার বাংলা ব্লগ


টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোডটি লিখুন?👇

উত্তর: < div class="text-justify"> < /div>

কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপড় বেশি গুরুত্ব দেওয়া উচিত?👇

উত্তর: যে সকল বিষয়ের উপর আমাদের বেশি অভিজ্ঞতা,জ্ঞান এবং যার আলোকে আমাদের সৃজনশীলতাকে কাজে লাগাতে পারব,সেসব বিষয়ের উপর কনটেন্টের টপিক নির্বাচন করতে হবে।

কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন ? ​

উত্তরঃ আমরা যে কোন বিষয়ের উপর ব্লগ লিখতে গেলে সে বিষয়ের উপর যথেষ্ট জ্ঞান থাকা আবশ্যক। যেমন আমি যদি রেসিপি নিয়ে পোস্ট করি, সেই পোস্টে আমি যদি শুধু সোজাসুজিভাবে লিখে দিই অথবা শুধুমাত্র ছবি দেই তাহলে আমার পোস্ট হবে না বা মান সম্পন্ন হবে না। আমি রেসিপিতপ কি কি ব্যবহার করলাম এবং কিভাবে রেসিপি তৈরি করলাম তার বিবরণ দিতে হবে। এছাড়াও রেসিপি সম্পর্কে আমার দক্ষতা, অভিজ্ঞতা, ভালো লাগা, অনুভূতি এ সকল বিষয়ে সহজভাবে বিস্তারিত লিখতে হবে। আমি যদি এভাবে ধারাবাহিকতা বজায় রেখে পোস্ট করি এবং সোজাসুজিভাবে লিখতে থাকি তাহলে আমার ব্লগ টি অনেক সুন্দর হবে।এক্ষেত্রে আমি যেকোনো বিষয়ে যেমন ভ্রমণ কাহিনী,ফোটোগ্রাফি,আর্ট, মিউজিক, কোন বিষয় নিয়ে অনুভূতি ইত্যাদি যেকোন বিষয়ে ব্লগ লিখব সে সকল বিষয়ের উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরি।

ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?👇 ​

উত্তরঃ $3.5 USD

সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি? 👇

উত্তর: সর্বোচ্চ কিউরেশন রিওয়ার্ড পাওয়ার জন্য অবশ্যই পোস্ট করার ৫ মিনিট পর এবং পোস্ট করার ৬দিন ১২ঘন্টার আগে ভোট দিতে হবে।

নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে👇

উত্তরঃ @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে।
@Heroism কে ডেলিগেশন করলে আমি প্রতিদিন একটি কোয়ালিটি পোস্টে ভোট পাবো। ভোট পাওয়ার কারণে আমি নির্দিষ্ট পরিমাণ এসবিডি ও এসপি পাব। আমি যদি ডেলিগেশন না করি তাহলে কিউরেশন রিওয়ার্ড হিসেবে এসপি কম আসবে। এই কারণে @Heroism ডেলিগেশন করলে আমার বেশি লাভ হবে।

banner-abbVD.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি প্রত্যেকটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেছেন। তবে টেবিল তৈরির কোডগুলো আপনি সঠিকভাবে উল্লেখ করতে পারেননি। আমি সঠিকভাবে নিচে দিয়ে দিচ্ছি অনুগ্রহ করে ঠিক করে আমাকে মেনশন দেবেন।

|User | Post | Steem Power|
|------------ | ------------- | -------------|
|User 1 | 10 | 500|
|User 2 | 20 | 900|

জি ঠিক আছে

আপনার ১ম হেডিংটি ঠিক করে নিতে হবে। ঠিক করে আমাকে জানাবেন।

ভাইয়া, আমি সব ঠিক করে নিয়েছি।এবার একটু দেখে নিবেন।

হেডিংটি ঠিক হয় নি, হেডিং ৬ টি, এর মধ্যে ৫ টি সঠিক ভাবে হয়েছে, কবে প্রথমটি ঠিক হয় নি।

# Abb community

এবার ঠিক করে নিয়েছে ভাইয়া।

ভাইয়া দেখেন এখন ঠিক আছে কিনা

আপনার পোস্ট থেকেই বোঝা যাচ্ছে আপনি লেবেল ৩ এ অনেক সুন্দর ভাবে বুঝেছেন এবং নিজের আয়ত্তে আনতে পেরেছেন। আপনার সামনে আর দুইটি ধাপ বাকি আছে তারপরে আপনি ভেরিফাইড মেম্বার হয়ে যাবেন ।মনোযোগ সহকারে এবিবি স্কুলের আরেকটি ক্লাস করুন ধন্যবাদ আপনাকে। এগিয়ে যান এভাবে দোয়া কামনা করি আপনার জন্য।

লেভেল ৩ পরীক্ষা অনেক সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনার পরীক্ষা দেখে বোঝা যাচ্ছে লেভেল ৩ সবকিছু ভালো ভাবে বুঝতে পেরেছেন। আশা করছি পরবর্তী ধাপগুলো দূত পাশ করে যাবেন। ধন্যবাদ আপু আপনাকে। শুভ কামনা এবং দোয়া রইলো আপনার জন্য।

খুব সুন্দর ভাবে আপনি লেভেল ০৩ এর প্রশ্ন গুলোর উত্তর প্রদান করেছেন । খুব ভাল লাগলো কারণ উত্তর গুলো ছিল নির্ভুল ভাবে প্রদানের চেষ্টা। apostrophe ব্যবহার করে টেবিল তৈরি করে দেখিয়েছেন । যা সাচারাচর দেখা যায় না । আপনার মাধ্যমে নতুন একটা কোডিং শিখতে পারলাম । ধন্যবাদ আপু । সামনে দিনের জন্য শুভ কামনা রইলো ।

আপু আপনি লেভেল থ্রি তে খুব ভালো পরীক্ষা দিয়েছেন। আশা করছি আপনি সবগুলো টপিক্স ভালোভাবে আয়ত্ত করেছেন। শুভকামনা রইল আপু পরবর্তী জন্য। আশা করছি পরবর্তী ক্লাস গুলো আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন।

লেভেল এর পরীক্ষা খুবই ভালো ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। উপস্থাপন দেখে বোঝা যাচ্ছে খুব ভালোভাবে শিখতে পেরেছেন। আপনার পরবর্তী লেভেলের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।

লেবেল থ্রির ক্লাস থেকে অনেক কিছু শিখতে জানতে পেরেছেন । আপনার অর্জিত জ্ঞান খুব সুন্দর ভাবে তুলে ধরলেন। যেটা পড়ে অনেকের তথ্যবহুল বিষয় জানতে পারবে অনেক ভালো লাগলো।

লেভেল ৩ পরীক্ষা থেকে বোঝা যাচ্ছে আপনি খুবই সুন্দরভাবে লেভেল ৩ সম্পর্কে শিক্ষা লাভ করতে পেরেছেন। খুব তাড়াতাড়ি ভেরিফাইড মেম্বার হবেন, এই দোয়া করি।

লেবেল ৩ পরীক্ষার প্রত্যেকটি বিষয় অনেক সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার লেখাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার জন্য দোয়া করি আপনি যেন খুব দ্রুত আমাদের মত ভেরিফাইড মেম্বার হতে পারেন ‌। আপনার জন্য শুভকামনা রইল।

আপনি লেভেল তিন থেকে যতটুকু অর্জন করেছেন তার আঙ্গিকে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন অনেক ভালো উপস্থাপনা ছিল আপু।

আপনি পোষ্ট করছেন না কেন??? আপনার কি কোনো সমস্যা হয়েছে?? আপনার যদি কোন সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন...