আজও ছিলাম তপ্ত রোদের মাঝে,
আজও ছিলাম মৃত্যুর খুব কাছে।
আজও হারায়েছি অনেক সঙ্গীকে,
আজও দেখেছি ভয়ঙ্কর মৃত্যুকে।
নির্মম এক পরিনতির জন্য করছি অপেক্ষা,
নির্মম এই মানুষ হতে চা্ওয়া শুধু প্রাণ ভিক্ষা।
নিমর্ম এ সাজা কেন না করেও কোন ভুল?
নিমর্ম এ হত্যা যোগ্যের আছে কি কোন কুল?