৩ বিঘা জমি নিয়ে বিস্তৃত একটি বটগাছ দেখার অভিজ্ঞতা

in hive-129948 •  2 years ago 

IMG_20220714_163051-01.jpeg

DSC_0035-01.jpeg
হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটি ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আপনাদের ৩ বিঘা জমি নিয়ে বিস্তৃত একটি বটগাছ দেখার অভিজ্ঞতা শেয়ার করবো। এটি আমার জানামতে বাংলাদেশের সবথেকে বড় বটগাছ।

IMG_20220714_170314-01.jpeg

DSC_0065-01.jpeg

আমরা ৩ দাদাভাই মিলে এই বটগাছটি দেখার উদ্দেশ্যে রওনা দেই। এই গাছটি সাতক্ষীরা জেলার দেভাটা অঞ্চলে অবস্থিত। এখানে প্রতিদিন প্রচুর পরিমানে লোকজন ঘুরতে আসে। এই বটগাছটি এতো বড় যে ক্যামেরার এক ফ্রেমে আপনাদের ছবি দেখাতে পারিনি। কিছু অংশ বিশেষ ছবি আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি।

IMG_20220714_165124-01.jpeg

IMG_20230222_103828.jpg

IMG_20220714_164909-01.jpeg
এটি আমার জীবনের একটি দারুণ অভিজ্ঞতা হলো।
ওখানে যতক্ষণ ছিলাম প্রকৃতির দারুণ এক সৌন্দর্য উপভোগ করেছিলাম। আসলে ওই দিনটা আমার খুবই ভালো কেটেছিলো। আমার এই ভ্রমণের অভিজ্ঞতা এখানেই শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন একটি ব্লগে।

স্থান :দেভাটা, সাতক্ষীরা, বাংলাদেশ

ক্যামেরা পরিচিতি : Xiaomi ও Nikon

ক্যামেরা মডেল : K20 Pro ও D5300

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাই আপনি আজকে আমাদের মাঝে আপনার দারুন একটি অভিজ্ঞতা শেয়ার করেছেন। আমার কাছে মনে হয় তিন বিঘা জমি নিয়ে যদি কোন বটগাছ থাকে এটি বাংলাদেশের সবচেয়ে বড় বট গাছ। আসলে ভাই প্রকৃতির মাঝে থাকতে সবারই অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত পোষ্টের মধ্যে শেয়ার করার জন্য । এত সুন্দর ভাবে একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আসলে ভাই যারা প্রকৃতি প্রেমি মানুষ তারা প্রকৃতির সাথে থাকতেই বেশি ভালোবাসে। আপনার মূল্যবান কমেন্ট করার জন্য ধন্যবাদ।

আসলে গাছ কি একটি ভাই!কারন এত জায়গা জুড়ে
একটি বটগাছের চিন্তাই করা যায় না।আর আপনি যেভাবে পোস্ট করেছেন সেটা ফটোগ্রাফি পোস্ট হলে ভালো হতো। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, ৩ বিঘা জমি নিয়ে বিস্তৃত একটি বটগাছ দেখার অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

হ্যা ভাই গাছ একটি। এই গাছের ডালপালা বড় হতে হতে অনেক দুর চলে গেছে আবার সেই ডালপালা থেকে শিকড় গজিয়ে মাটির সাথে কানেক্ট হয়ে রয়েছে। এইভাবেই গাছটি ৩ বিঘা জুড়ে বিস্তৃত।