হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন। একটি হিন্দু ধর্মের কালি ঠাকুরের মন্দির ভ্রমণের কাহিনি আপনাদের মাঝে তুলে ধরবো। এই মন্দিরটি বাংলাদেশে অবস্থিত। এই মন্দির ঘিরে অনেক কাহিনি রয়েছে। এই মন্দিরটি রাজা প্রতাপাদিত্যের সাথে জড়িত। মহারাজ প্রতাপাদিত্যকে মা কালি ঠাকুর সপ্নে বলেন তিনি তার রাজবাড়ী প্রতিষ্ঠিত হবেন। তাকে এটাও বলেন যে তিনি যেসময় প্রতিষ্ঠিত হবেন সে সময় যেন মহারাজ ঘরের বাইরে না আসে। কিন্তু রাজা প্রতাপাদিত্য উৎসাহের বসে মা কালি ঠাকুর প্রতিষ্ঠিত হবার সময় বাইরে চলে আসেন। তখন বাইরে আসে দেখেন মা কালি ঠাকুরের গলা পর্যন্ত কেবল প্রতিষ্ঠিত হয়েছিলেন। ওই পর্যন্তই তিনি প্রতিষ্ঠিত থাকেন। রাজা নিজে আফসোস করতে থাকেন ও মা কালি ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নেন। তারপর সেই মুর্তিটা পাশে একটি মন্দিরে সেখানে প্রতিষ্ঠিত করা হয় এবং প্রতিনিয়ত পূজা করা হয় সেখানে। এই মন্দির থেকে ঠাকুরের মুর্তি চুরির চেষ্টা করে এলাকার কিছু মানুষ পরে জানা যায় তাদের বংশ ধরে সবাই মারা গেছে। এইখানে যে কথাগুলো বলিছি সব গুলোই সত্যি কাহিনি।
এই মন্দিরের পাশদিয়ে হাজার বছরেরও পুরানো কিছু বাড়ি রয়েছে। সেগুলো এখন ধ্বংসপ্রায় অবস্হা। এই ভ্রমণ কাহিনি আশা করছি আপনাদের ভালো লেগেছে। আশা করবো সবাই সুস্থ থাকবেন ভাল থাকবেন দেখা হবে আবার নতুন একটি ব্লগে।
স্থান : ইশ্বরীপুর, শ্যামনগর, বাংলাদেশ
ক্যামেরা পরিচিতি : Xiaomi ও Nikon
ক্যামেরা মডেল : K20 Pro ও D5300