পর্ব ১ : সুন্দরবন পিকনিক কর্নার এন্ড ফিস পার্ক ভ্রমণের অভিজ্ঞতা (১০% shy-fox ও ৫% abb-school)

in hive-129948 •  2 years ago  (edited)

IMG_20220713_163129.jpeg
হ্যা আমার বাংলা ব্লগের সকল সদস্যগন। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আবারও একটি ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের যে জায়গাটা দেখাবো সেখানকার নাম হচ্ছে সুন্দরবন পিকনিক কর্নার এন্ড ফিস পার্ক। এটি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় অবস্থিত। এখানে আমরা ২ দিন ভ্রমণ করি। দুইদিনের ২ টি পর্ব হিসেবে আপনাদের দেখাবো। এটি প্রথম পর্ব।
IMG_20220713_150327.jpeg

IMG_20220713_150247.jpeg

IMG_20220713_160705.jpeg

IMG_20220713_142233.jpeg
আবারও আমরা ৩ ভাই ভ্রমণের উদ্দেশ্য রওনা দিলাম। এবার ভ্রমণ করবো সুন্দরবন পিকনিক কর্নার এন্ড ফিস পার্ক। এটি সুন্দরবন উপজেলা থেকে বেশি দূরে নয়। আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। প্রথমে ভিতরের চারিপাশ আমরা ঘুরে দেখলাম। এখানকার দৃশ্যটা এক কথায় অসাধারণ ছিলো। এখানে টুরিস্টের বসার জন্য বিভিন্ন রকমের ঘর রয়েছে।
IMG_20220713_143828.jpeg

IMG_20220713_143158.jpeg

IMG_20220713_161533.jpeg

IMG_20220713.jpeg
আমরা চারিদিকে ঘুরতে ঘুরতে বিভিন্ন রকমের মূর্তি দেখতে পাই। যেটি পার্কটিকে আরো বেশি সুন্দর করে তুলেছে। এক কথায় অসাধারণ সব কারুকার্য। সেই সকল কারুকার্যের সাথে আমাদের কিছু মজার ছবি আপনাদের মাঝে শেয়ার করলাম।
IMG_20220713_162551.jpeg
এই পার্কটির ভিতরে এক পাশে রয়েছে চিড়িয়াখানা। সেখানে বিভিন্ন রকমের পশুপাখি রয়েছে। এটি টুরিস্টদের আরো বেশি আকর্ষণীয় করে।
IMG_20220713_155606.jpeg

DSC_0204.jpeg

IMG_20220713_145753.jpeg

DSC_0222.jpeg

IMG_20220713_152332.jpeg
এই পার্কটির মাঝে একটি লেক রয়েছে। সেখানে নৌকা রাইড করা যায়। আমরা ৩ জন ৩ টা ছটো নৌকা নিয়ে লেকের ভিতর নেমে পরলাম। এটিই ছিলো আমার সুন্দরবন পিকনিক কর্নার এন্ড ফিস পার্ক ভ্রমণের অভিজ্ঞতা। আশা করছি আপনাদের আমার ভ্রমণ অভিজ্ঞতা ভালো লেগেছে।

স্থান : শ্যামনগর, সাতক্ষীরা, বাংলাদেশ

ক্যামেরা পরিচিতি : Xiaomi ও Nikon

ক্যামেরা মডেল : K20 Pro ও D5300

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনারা তিন ভাই মিলে দেখছি সুন্দরবন পিকনিক কর্নার এন্ড ফিস পার্ক ভ্রমণে বেশ ভালো মুহূর্ত অতিবাহিত করেছেন এবং মুহূর্তটা খুবই ভালো কেটেছে আপনাদের। আপনাদের ফটোগ্রাফি দেখে বুঝতে পারছি খুবই মজা করেছেন তিনজনে মিলে। এই পার্কটির ভেতরে একপাশে তাহলে চিড়িয়াখানাও রয়েছে। বিভিন্ন রকমের পশু পাখির মূর্তি রয়েছে দেখছি। আপনারা তাদের পাশে দাঁড়িয়ে ফটোগ্রাফি করেছেন বিভিন্নভাবে। ভালো লাগলো আপনাদের ঘুরাঘুরির পর্ব পড়ে।

আপনার মূল্যবান মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

তিন বন্ধু মিলে কর্নার এন্ড ফিস পার্ক পিকনিক স্পটে খুব ভালো ঘোরাফেরা করেছেন। বিশেষ করে কৃত্রিম মূর্তিগুলোর কারণে দেখতে আরো ভালো লাগছে। তাছাড়া লেকটি অসম্ভব সুন্দর তা আপনার ছবিতেই বোঝা যাচ্ছে। ফটোগ্রাফি গুলো খুব চমৎকারভাবে করেছেন। বন্ধুরা মিলে অনেক ভালো সময় কাটিয়েছেন দেখে ভালো লাগলো।

পার্কটি আসলে অনেক সুন্দর। আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুন্দর একটি মন্তব্য করার জন্য।

এরকম একটা দারুণ জায়গায় ঘোরাঘুরি করতে কার কাছেই না ভালো লাগবে।আপনারা তিন ভাই তাহলে বেশ ভালো মুহূর্ত অতিবাহিত করেছেন জায়গাটিতে ঘুরতে গিয়ে। খুবই সুন্দর একটি পার্ক এবং পার্কের মাঝে খুবই সুন্দর একটি লেক রয়েছে দেখছি। আপনারা তিনজন তিনটা ছোট নৌকা নিয়ে লেকের ভিতরে নেমে পড়েছেন তাহলে। ভালো লাগলো আপনার ঘোরাঘুরির পোস্ট আমার কাছে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।