শুভ বিকাল 🌅
আজ ০৭ই মার্চ,
রোজ শুক্রবার ২০২৫ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ , বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণ পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
শীতের শুরুতে কুটির শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণ করেছিলাম। সে মেলায় ভ্রমণ করে অনেক অভিজ্ঞতা অর্জন হয়েছে। সে সম্পর্কে আমি বেশ কিছু পোস্ট আপনাদের মাঝে শেয়ার করেছি। আমরা সকলেই আমার পোস্ট ভিজিট করে অনুপ্রেরণা দিয়েছেন। যেহেতু কুটির শিল্প ও বাণিজ্য মেলা আমাদের শহর কেন্দ্রিক ছিল, তাই শহরের বেশ কিছু মানুষ সে মেলায় গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কেনার জন্য ভিড় জমিয়ে ছিল। মেলায় গেলে অনেক ধরনের দৃষ্টিনন্দন জায়গা ভ্রমন করা যায়। তাছাড়া নিজের পছন্দমত বেশ কিছু জিনিসপত্র কেনা যায়। আমি নিজের পছন্দমত বেশ কিছু জায়গার ফটোগ্রাফি নিয়েছিলাম। আজকে সেগুলো নিয়ে আমার পোস্ট সাজিয়েছি।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
কুটি শিল্প মেলার মাঝ বরাবর দৃষ্টি নন্দন পানির ঝর্ণার ছিল।ঝর্ণাটি দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। মেলায় আসা লোকজন সবাই সেই পানির ঝর্ণার পাশে দাঁড়িয়ে ফটোগ্রাফি করছিল। তাই সেই সুযোগে আমিও বেশ কিছু ফটোগ্রাফি করে নিয়েছিলাম।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
মেলায় ভ্রমন করে চমৎকার একটি কিচেন সবজি কাটার মেশিনের সঙ্গে পরিচিত হয়েছিলাম। সবজি কাটার মেশিন দেখতে যেমন আকর্ষণীয় ছিল, মেশিনের কাজ খুবই ভাল। অল্প সময়ের ভিতর যে কোন সবজি ও সালাত খুব সহজেই কেটে ফেলা যাচ্ছিল। শসা, গাজর, আলু হতে শুরু করে সব ধরনের সবজি ডিজাইন করে কাটা যায় এই মেশিনটি দিয়ে। রান্নার কাজ সহজ করে দিতে এই মেশিনটি খুবই উপযোগী। অনেকেই বাসার জন্য ৫০০ টাকা মূল্য দিয়ে মেশিনটি করছিল। তবে দাম আমার কাছে অনেক বেশি মনে হয়েছে।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
অল্প একটু সামনে গিয়ে আরও একটি ওয়ালমেটের দোকান দেখতে পাই। সেখানে প্রাকৃতিক দৃশ্য, ইসলামিক ফটোগ্রাফি ও সূরা, চার কুল সহ মক্কা মদিনার ওয়ালমে দেখতে পেয়েছিলাম। এই ধরনের ওয়ালমেট গুলো ঘরে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য অনেক বৃদ্ধি করে। যেকোনো ধরনের মেলায় এই ধরনের দোকানগুলো সবচেয়ে বেশি দেখা যায়। আমার কাছে দেখে ভীষণ ভালো লাগে তাই ফটোগ্রাফি করেছিলাম।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
কুটির শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণ করে যে কয়টি দোকানে আমি গিয়েছিলাম সবচাইতে নজর করা দোকান ছিল এই ফুলের দোকানগুলো। আর্টিফিশিয়াল ফুলগুলো দিয়ে সমস্ত দোকান সাজানো গুছানো ছিল। বিভিন্ন ফুলের টপ হতে শুরু করে ঘরে ও বারান্দায় জুলিয়ে রাখার জন্য এই ধরনের আর্টিফিশিয়াল ফুলগুলো সবচাইতে বেশি জনপ্রিয় এবং ডেকোরেশন কাজে ব্যবহৃত হয়। মেলায় ভ্রমন করা সকল মানুষ এই ফুলের দোকানে সেলফি নিয়ে ছিল। আমিও কিছু ফটোগ্রাফি করার পর একটি সেলফি নিয়ে ছিলাম। কুটির শিল্প ও বাণিজ্য মেলার ভ্রমণের অনুভূতি বলে বোঝানোর মত নয়। আমি চেষ্টা করেছি বিভিন্ন দিক নির্দেশনা ও নিজের অভিজ্ঞতা পোস্টের মাঝে তুলে ধরার জন্য। আশাকরি আমার পোস্ট দেখে আপনাদের সবার কাছে ভালো লাগবে। কেননা সবাই কমবেশি মেলায় ভ্রমণ করতে পছন্দ করেন। যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।💞
বিভাগ | ভ্রমণ পোস্ট। |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | কুটির শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণ। |
লোকেশন | কাচারি রোড , ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
X-Promotion
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এসব মেলাগুলোতে গেলে অনেক কিছু উপলব্ধি করা যায় এবং অনেক কিছু চিনা যায়। আপনি দেখছি কুটির শিল্প ভ্রমণ করেছেন। তবে আমিও একদিন এরকম একটি মেলাতে গেলাম সবজি কাটার চিকন মেশিন দেখেছি। ওই ধরনের মেশিন দিয়ে খুব সহজে বিভিন্ন জিনিস চিকন করে কাটা যায়। যাই হোক আপনার ভ্রমন পোস্ট দেখে অনেক ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অবশ্যই মেলায় গিয়ে অনেক কিছু শেখা যায় এবং উপলব্ধি করা যায়। আপনার উৎসাহ মূলক মন্তব্য পেয়ে খুশি হলাম। ধন্যবাদ ভাই আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit