শুভ রাত্রি,
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম বুদ্ধিমান নাপিত ও তার জীবনী পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
বকুলতলা গ্রামে একজন বুদ্ধিমান নাপিত ছিল। তার নাম ছিল বাবুরাম। নাপিত বাবুরামের প্রধান পেশা ছিল চুল দাড়ি কাটা। ছোটবেলায় বাবুরামের বাবা মারা যায়। তারপর থেকে নাপিত বাবুরাম চুল দাড়ি কাটাকে তার প্রধান পেশা হিসাবে বেছে নিয়েছে। নাপিত বাবুরাম খুবই গরিব। প্রতিদিন চুল দাড়ি কেটে যা পয়সা পেত তা দিয়ে বাবুরাম ও তার অসুস্থ মাকে নিয়ে কোন রকম খুদা নিবারণ করে দিন পার করতো, মাঝেমধ্যে না খেয়েও থাকতো। বাবুরাম সকালে ঘুম থেকে ওঠে খালি পেটে তার কাজের উদ্দেশ্যে বেরিয়ে যেত। সারাদিন ৩-৪ জন মানুষের চুল দাড়ি কেটে সন্ধ্যায় খাবার খেতে।
একদিন নাপিত বাবুরাম সন্ধ্যায় বাসায় ফেরার সময় হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। বাবুরাম একটি বট গাছের নিচে আশ্রয় নিয়েছিল। কিন্তু বটগাছটি দেখতে অনেক ভয়ঙ্কর ছিল। অন্ধকারের মাঝে বাবুরাম কোন কিছু পরিষ্কার দেখতে পারছে না। সারাদিন কিছু না খেয়ে বাবুরামের শরীর খুবই ক্লান্ত। বাবুরাম তার হাতের চুল কাটার জিনিসপত্রের ব্যাগটি গাছের নিচে রেখে হঠাৎ করে ঘুমিয়ে পড়ল। ওই দিকে তার বৃদ্ধ মা বাবুরামের পথ চেয়ে বসে আছেন। কখন খোকা বাড়িতে আসবে? আমাকে পান্তা ভাত আর কাঁচামরিচ দিয়ে দুমঠো ভাত মুখে তুলে দেবেন। ভোর বেলা বাবুরামের ঘুম ভেঙ্গে যায়। বাবুরাম সোজা তার কুঁড়েঘরে মায়ের কাছে ফিরে যায়। এবং সম্পূর্ণ ঘটনা তার মায়ের কাছে খুলে বলেন। বাবুরামের মা বিষয়টি বুঝতে পারেন।
তার পরের দিন সকলে বাবুরাম কাজের উদ্দেশ্যে বের হওয়ার জন্য তার ব্যাগ গোছানোর সময় তার চুল কাটার কাঁচি খুঁজে পাচ্ছে না। বাবুরাম প্রচন্ড টেনশনে পড়ে যায়। কাঁচি ছাড়া বাবুরাম কিভাবে মানুষের চুল দাড়ি কাটবে। এই কাঁচিই যে ছিল তার একমাত্র রিজিকের সম্বল। তার মাথায় হঠাৎ করে মনে পড়ে যায় আমি হয়ত গাছের নিচে আমার কাঁচি ফেলে রেখেছি । বাবুরাম সোজা চলে গেলেন সে রাতের বট গাছের নিচে। বাবুরাম চারপাশ ভালো করে খুঁজতে শুরু করেন। তারপর বট গাছের নিকটে একটি ভিন্নধর্মী কাঁচি সে দেখতে পেল। কিন্তু এই কাঁচি ডিজাইন এবং নকশা পুরোটাই ভিন্ন। তার মনে প্রশ্ন জাগে,এই কাঁচি দিয়ে কি মানুষের চুল দাড়ি কাটা সম্ভব। এই বলে বাবুরাম কাঁচি নিয়ে তার কুঁড়েঘরে ফিরে আসল। বাবুরাম অনেকদিন ধরে মানুষের চুল দাড়ি কেটেছেন, কিন্তু নাপিত বাবুরাম নিজের চুল দাড়ি কাটার সময়ই পেত না। তাই নতুন ডিজাইনের কাঁচি দিয়ে তার চুল কাটার চেষ্টা করল।
বাবুরাম তার মাথার কিছু চুল কেটে নতুন ডিজাইন এবং নকশা করা কাঁচি পরীক্ষা করল। কিন্তু চুল কাটার পর বাবুরাম যা দেখতে পেল, তা দেখে খুবই অবাক হলো এবং তার একটা চোখ কপালে উঠে গেল। বাবুরামের মাথার অবশিষ্ট কাটা চুলগুলো স্বর্ণে পরিণত হলো। বাবুরাম কি করবে কিছুই বুঝতে পারল না। এই বিষয়টি বাবুরাম তার মায়ের কাছে গোপন রাখলো। নাপিত বাবুরাম খুবই চিন্তিত ও ভাবতে শুরু করল আমি যদি এই অদ্ভুত কাঁচি দিয়ে মানুষের চুল দাড়ি কাটি তাহলে সমস্ত চুল দাড়ি স্বর্ণে পরিণত হবে। তাই তিনি চিন্তা করলেন আমি ঘুরে ঘুরে বাহিরে গিয়ে আর চুল কাটবো না। সবাইকে আমার কুঁড়ে ঘরে নিয়ে আসবো বিনা পয়সায় চুল দাড়ি কেটে দিব। চুল কাটার পর অবশিষ্ট চুলগুলো আমি নিজের কাছে সংগ্রহ করে রাখবো। কেননা অবশিষ্ট চুল গুলো স্বর্ণে পরিণত হবে।
এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি বুদ্ধিমান নাপিত ও তার জীবনীর প্রথম পর্ব আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞।
বিভাগ | জেনারেল রাইটিং। |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | বুদ্ধিমান নাপিত ও তার জীবনী। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/nazmulhasanbd01/status/1794791086067724412?t=5PQ_wHBGtEnNcgEL0mMgVA&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে ছোট্টবেলা এরকম অদ্ভুত কাল্পনিক গল্পগুলো মুরব্বিদের কাছ থেকে শুনতে পেতাম । যেটা শোনার পর অনেক মজা পেতাম। বর্তমান সেগুলো হাস্যকর লাগে।
বাবুরামের পাওয়া বট গাছের নিচে ভিন্ন কাঁচি যেটা নিজের চুল কাটার পর সোনা হয়ে যায় এগুলো গল্পে ঠাই পায় । যাইহোক, গল্পটি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ পরবর্তী পর্বের আশায় রইলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পরবর্তী পর্বে ভালো কিছু আসতে চলছে ইনশাআল্লাহ। আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম ভাই। ধন্যবাদ ভাই আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার আজকের গল্প পরে ছোট বেলায় স্মৃতি মনে পড়ে গেলো। ছোট বেলায় নানা আমাকে এধরনের অদ্ভুত গল্প গুলো শোনাতেন। আপনার গল্প পড়ে ভীষণ ভালো লাগলো। আশাকরি সামনে বাবুরামের ভালো দিন আসতেছে। পরের পর্বের অপেক্ষায় রইলাম ধন্যবাদ আপনাকে ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পরবর্তী পর্বে আরও ভালো কিছু আসতে চলছে। আশাকরি সব সময় পাশে থাকবেন। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ বাস্তবে যদি এরকম কাচি পাওয়া যেত তাহলে তো খুবই ভালো হতো। বাবুরাম ভালো সিদ্ধান্ত নিয়েছে এত দামি কাঁচি নিয়ে কেন সে মানুষের বাড়ি বাড়ি গিয়ে চুল কাটবে। কিন্তু এরকম খবর বাবুরাম কতদিন লুকিয়ে রাখতে পারবে। একসময় না একসময় তো লোকজন জেনেই যাবে। যাই হোক বেশ ভালো লাগলো গল্পটি। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, আপনার মতামত পেয়ে খুশি হলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এধরনের গল্প ছোট বেলায় দাদা দাদীর কাছে অনেক শুনতাম। আজকে আপনার গল্পটি পরে ভীষণ ভালো লাগলো। তাছাড়া বাবুরাম এখন থেকে বাহিরে ঘুরে ঘুরে চুল না কেটে তার কুড়ে ঘরে লোকজনের চুল কাটার সিদ্ধান্ত নিয়েছেন। তারপর কি হয় সেটা জানার জন্য আপনার দ্বিতীয় পর্বের অপেক্ষায় রইলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দ্বিতীয় পর্ব আরোও অনেক ইন্টারেস্টিং হতে চলছে। আশাকরি সব সময় পাশে থাকবেন, আপনার মন্তব্য পেয়ে খুবই ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একজন বুদ্ধিমান নাপিত বাবুরামের গল্পের ১ম পর্ব পড়ে আগ্রহ জাগছে পরে কি হবে সেটা জানার জন্য। তার মায়ের কাছ থেকেও লুকালো কেন সেটাও ক্লিয়ার হলো না... পরের পর্বের অপেক্ষায় থাকলাম এটা দেখার জন্য যে পরবর্তীতে কী হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পরবর্তী পর্বগুলো আরো ইন্টারেস্টিং হতে চলছে। আশাকরি সব সময় পাশেই থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হতদরিদ্র নাপিত বাবুরামের গল্পটি ভীষণ ভালো লাগলো ভাইয়া। দরিদ্র নাপিতের সাথে সত্যি অলৌকিক ঘটনা ঘটে গেছে কাঁচি দিয়ে চুল কাটলে স্বর্ণে পরিনত হচ্ছে। পরবর্তী পর্বে কি হয় তা জানার আগ্রহে রইলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টে ভাগ করে নেয়ার জন্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পরবর্তী আরও ভালো কিছু আসতে চলছে। আশাকরি সব সময় পাশে থাকবেন ধন্যবাদ আপু আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit