ইসলামিক সংগীত || হারিয়ে যাবো একদিন।

in hive-129948 •  11 months ago 
ইসলামিক সংগীত - হারিয়ে যাবো একদিন।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
Now Playing.jpg

"ছবিটি Pixabay থেকে নিয়ে Canva দিয়ে তৈরি"

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আসসালামু আলাইকুম। আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ইসলামিক সংগীতের পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।

ইসলামিক সংগীতের কিছু তথ্য
ইসলামিক সংগীতহারিয়ে যাবো একদিন।
গায়কক্বারী আবু রায়হান।
কথা ও সুরআমিনুল ইসলাম মামুন।
রেকর্ড লেবেলহলি টিউন স্টুডিও।
সঙ্গীত পরিচালনামুহাম্মদ বদরুজ্জামান।
সাউন্ড ডিজাইনমাহফুজুল আলম।
ভিডিওমোঃ আবুবকর সিদ্দিক।
মুক্তিপায়০৯ ই এপ্রিল ২০২০।

ইসলামিক সংগীত শুনতে আমার কাছে অনেক ভাল লাগে। আমি মাঝে মধ্যে ইসলামিক সংগীত শুনি। বিশেষ করে আমি যখন অবসর সময় পার করি, তখন কানে হেড ফোন দিয়ে ইসলামিক সংগীত শুনি। তখন আমার মনটা ভরে যায়। আশাকরি আপনাদেরও ইসলামিক সংগীত শুনিতে অনেক ভাল লাগে। হারিয়ে যাব একদিন এই ইসলামিক সংগীত আমি প্রায় সব সময় শুনি। তাই আমি ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। আমি নিজের মতো করে সাজিয়ে লিখেছি এবং কভার করার চেষ্টা করেছি। আমি ভালো গাইতে পারি না। প্রথম বারের মতো আমি একটি ইসলামিক সংগীত কভার করেছি। আমি আমার বাংলা ব্লগ এ জয়েন হওয়ায় পর থেকে নতুন নতুন অনেক কিছু শেখার চেষ্টা করি। এবং আমার সৃজনশীলতা বিকাশের সুযোগ হয়েছে। তার সুবাদে আমি একটি ইসলামিক সংগীত কভার করেছি। কোন ধরনের ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নিচে ইসলামিক সংগীতের ভিডিও লিংক শেয়ার করেছি।

"ভিডিও লিংক ইউটিউব"

ইসলামিক সংগীত লিরিক্স

হারিয়ে যাবো একদিন আমি
রবো না এ ভুবনে চিরদিন
হারিয়ে যাবো একদিন আমি
রবো না এ ভুবনে চিরদিন

ক্ষমা করে দিয়ো তোমরা আমায়
ক্ষমা করে দিয়ো তোমরা আমায়
ভুল করে থাকি যদি কোনোদিন

হারিয়ে যাবো একদিন আমি
রবো না এ ভুবনে চিরদিন
হারিয়ে যাবো একদিন আমি
রবো না এ ভুবনে চিরদিন

বাঁশবাগানে বা গোরস্থানে
হয়তো দেবে মোরে কবর
তোমরা আমায় যাবে ভুলে
রাখবে না জানি কোনো খবর

বাঁশবাগানে বা গোরস্থানে
হয়তো দেবে মোরে কবর
তোমরা আমায় যাবে ভুলে
রাখবে না জানি কোনো খবর

পড়বে কি মনে আমার কথা?
ফেলবে কি অশ্রু কোনোদিন?

হারিয়ে যাবো একদিন আমি
রবো না এ ভুবনে চিরদিন
হারিয়ে যাবো একদিন আমি
রবো না এ ভুবনে চিরদিন

ছোট্ট মাটির ঘরে আমার দেহ
নিথর হয়ে পড়ে রবে
আঁধার কবরে আলোর প্রদীপ
কেহ নাহি কভু জ্বালবে

ছোট্ট মাটির ঘরে আমার দেহ
নিথর হয়ে পড়ে রবে
আঁধার কবরে আলোর প্রদীপ
কেহ নাহি কভু জ্বালবে

থাকবে না কেউ জানি আমার পাশে
কাটাবো একাকী রাত্রি দিন

হারিয়ে যাবো একদিন আমি
রবো না এ ভুবনে চিরদিন
হারিয়ে যাবো একদিন আমি
রবো না এ ভুবনে চিরদিন

"ইসলামিক সংগীত লিরিক্স লিংক"

"ইসলামিক সংগীত ভিডিও লিংক"
সমাপ্ত

এ ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার ইসলামিক সংগীত, হারিয়ে যাবো একদিন। আপনাদের অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।

পোস্ট বিবরণ
বিভাগকভার।
ডিভাইসশাওমি রেডমি ৯
বিষয়ইসলামিক সংগীত।
লোকেশনময়মনসিংহ সদর, বাংলাদেশ।
কভার@nazmul01

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYdt6SjwZ7vvktYfrGq3aDQtm22XGwMLgr461bjVhJAHB7fWFmwER363cnXeux6BYatjzjynwz1bJnJG2PkLtv.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81R73dHAE6Ew3WjyveXn6UfQ8ahESLfvvdHjthdnPNKJby2matSBUDur7QMrVroCpwxQmohTSZHpBAXjQT9ZkpEa.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

ভাইয়া আপনি খুব সুন্দর একটি ইসলামিক সংগীত কভার করেছেন। আপনার কন্ঠে এত সুন্দর ইসলামিক সংগীত শুনে খুব ভালো লাগলো। এই গজলগুলো শুনতে আমার কাছে সব সময় ভালো লাগে। বিশেষ করে মন খারাপের সময় শুনলে মনটা অনেক ভালো হয়ে যায়। যে কোন সময় এই ধরনের গজল গুলো শুনতে ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ইসলামিক সংগীত কভার করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার মন্তব্য রীতিমতো আমাকে উৎসাহ দিয়ে থাকে। আপনার জন্য শুভকামনা রইল।

খুবই চমৎকার একটা ইসলামিক সংগীত আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার কন্ঠে ইসলামিক সংগীতটা শুনতে পেরে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার কাছে ভালো লাগলেই আমার পোস্ট করা সার্থক,ধন্যবাদ আপনাকে।

ইসলামিক সংগীত গুলো শুনলে মনের ভিতরে একটা প্রশান্তি কাজ করে এবং আপনি অনেক সুন্দর ভাবে আজকে ইসলামিক সংগীত কভার করার চেষ্টা করেছেন এবং এই ইসলামিক সংগীতটা আমি অনেকবার শুনেছি। সত্য কথা বলতে আমরাও এখানে জয়েন হওয়ার পর নতুন কিছু শিখতে পারতেছি এবং নিজের মধ্যে অনেক চেষ্টা কাজ করতেছে কারণ এখানে অনেক প্রতিযোগিতা একেক জন অন্যেরটা দেখে শিখতে পারতেছি। অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম। আপনার জন্য শুভকামনা রইল।

হারিয়ে যাবো একদিন এই ইসলামিক সংগীত আমার ভীষণ পছন্দের। পৃথিবীতে আমরা কেউ থাকবো না। এধরনের ইসলামিক সংগীত গুলো মন দিয়ে শুনলে মনের ভিতরে এক ধরনের শান্তি কাজ করে। আপনার কন্ঠে ইসলামিক সংগীত শুনে ভালো লাগলো। এভাবেই চেষ্টা করতে থাকুন আরো ভালো করতে পারবেন। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

ইসলামিক সংগীত আমার বেশ পছন্দের। যতই শুনি ততই মন ভরে যায়। খুব সুন্দর ও আমার পছন্দের একটি ইসলামিক সংগীত আপনি কভার করেছেন। এই ইসলামিক সংগীতটি আমি প্রায় সময় শুনি। আজ আপনার কন্ঠের শুনে আমার কাছে আরো বেশ ভালো লেগেছে। এভাবে এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল।

আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম আপু, আমার পোস্ট ভিজিট কারার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।