শুভ রাত্রি ,
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম জেনারেল রাইটিং পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
একাকীত্ব শব্দটির সঙ্গে আমরা সকলেই পরিচিত। একজন মানুষ সঙ্গী ছাড়া, পরিবার ছাড়া একা চুপচাপ থাকতে ভালোবাসে। মন যা চায় তাই করেন । একাকীত্ব শব্দটি অনেক ছোট, কিন্তু এই সম্পর্কে বলতে গেলে বলে শেষ করা যাবে না। একাকীত্ব একটি মানসিক রোগ। একজন মানুষ যখন একা হয়ে পড়েন, তখন তার শারীরিক ও মানসিক অবস্থা নানা দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয় । তার ফলে মাথায় ভালো চিন্তা ভাবনা আসেনা। একা জীবন যাপন করা অনেক কষ্টের বিষয়। অলস মস্তিষ্ক যেমন শয়তানের কারখানা, ঠিক তেমনি একাকীত্ব মানুষ মানসিক রোগী। পরিবার-পরিজন পাশে থাকলে মন ভালো থাকে। ভালো চিন্তাধারা মাথার মধ্যে ঘুরপাক খায়। সেই মানুষ সমাজ এবং দেশের জন্য মঙ্গল নিয়ে আসেন।
একজন রোগী যখন হাসপাতালে ভর্তি থাকেন, ডাক্তার রোগীকে পরিবারের সঙ্গে থাকতে এবং হাসি খুশি থাকার পরামর্শ দিয়ে থাকেন। যখন রোগী অথবা অসুস্থ মানুষ হাসি খুশি থাকলে ও পরিবারের সঙ্গে মন খুলে কথা বললে খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন। হাসি খুশি থাকলে মানুষের টেনশন অনেক কম হয়। একজন মানুষের টেনশন কখন আসে। যখন সে মানুষ পরিবার থেকে আলাদা ও বঞ্চিত থাকেন। তখন সে মানুষের ভবিষ্যৎ আস্তে আস্তে অন্ধকার রাস্তার দিকে পা বাড়ায়। মনের ভেতর ভালো চিন্তাধারা কখনো আসবে না। একাকীত্ব জীবন পাখির খাঁচার মতো। পাখি যেমন খাচার ভেতর বন্দি থাকে। এই বন্দী জীবনের শেষ পরিণতি আত্মহত্যা।
আমাদের বর্তমান সমাজের দিকে খেয়াল করলে দেখতে পারবেন নেশাগ্রস্ত মানুষের অভাব নেই। ছোট বাচ্চারা থেকে বৃদ্ধ মানুষ পর্যন্ত প্রায় সকলেই বিষাক্ত নেশার সঙ্গে জড়িত। এর পেছনে মূল কারণ হলো পরিবারের সঠিক গাইড লাইন না পাওয়া ও সমাজের পারিপার্শ্বিক অবস্থা খারাপ। একটি শিশু যা দেখবে তাই শিখবে। শিশুদের মন মাটির কাঁদার মতো, আপনি যেভাবে চাইবেন সেভাবেই গড়ে উঠবে। কিন্তু যখন একজন মানুষ ছোট থেকে পরিবারের ভালোবাসা ও ছায়াতল থেকে বঞ্চিত হয় ঠিক তখনই মানুষ খারাপ পথ বেছে নেয়।
একজন মানুষ কেন একা থাকতে চায়, সে মানুষের ইতিবাচক দিকটি দেখার চেষ্টা করতে হবে এবং কি করণে একাকীত্ব অনুভব করছেন সেটা আগে জানাতে হবে। তাই কাউকে একা ও একাকিত্বের মাঝে ছেড়ে দেওয়া উচিত নয়। যখনই একজন একা থাকবে তখনই খারাপ মানুষের সঙ্গ পাবে। তখন ভুল মানুষকে সঠিক মনে করে করতে থাকবে। সে তো জানে না কোনটা ভুল কোনটা সঠিক। তখন তার মাথায় খারাপ চিন্তা ধারা ভালো মনে হবে। অবশেষে খুব শীঘ্রই মানুষ নেশার সঙ্গে জড়িয়ে যায়। একবার নেশায় আকৃষ্ট হয়ে পড়লে তাকে ফিরিয়ে আনা কঠিন হয়ে পরে। একজন অসুস্থ মানুষ পরিবারের সঙ্গে থেকে সুস্থ হয়ে উঠতে পাড়ে। তাই মানুষকে কখনো একা থাকতে দেওয়া উচিত নয়, যাইহোক আশাকরি আমার পোস্ট পড়ে আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞।
বিভাগ | জেনারেল রাইটিং। |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | একাকীত্ব। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/nazmulhasanbd01/status/1811114473702506580?t=SSGkSJxFMJdNZBtF2JnMmg&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর কিছু কথা তুলে ধরেছেন ভাইয়া।আসলে একাকিত্ব মানুষ কে কুড়ে কুড়ে খায়।একজন মানুষ তখনি একাকিত্ব বেছে নেয় যখন সে মানসিক ও শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ে যার শেষ পরিনতি আত্মহত্যা। বেশ ভালো লাগলো আপনার কথা গুলো পড়ে।চমৎকার ভাবে গুছিয়ে কথা গুলো ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কথা গুলো পোস্টের মাধ্যমে তুলে ধরে আজকের পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার পোস্ট ভিজিট করে গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আমার পোস্ট আপনার কাছে ভালো লেগেছে যেনে খুশি হলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit