শুভ রাত্রি 🌃
আজ ৩১ ই ডিসেম্বর,
রোজ মঙ্গলবার ২০২৪ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ জেলা,বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম জেনারেল রাইটিং পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
থার্টিফার্স্ট নাইট একটি বছরের শেষ দিন। একটি বছরকে বিদায় জানিয়ে নতুন একটি বছরের আগমন হয়। সেই নতুন বছরের আগমনের উপলক্ষে প্রায় সকল জায়গায় আতশবাজির অসুস্থ প্রতিযোগিতা তৈরি হয়। উৎসব আনন্দ মানুষের মাঝে চিরকাল আছে এবং থাকবে। কিন্তু পরিবেশে ভারসাম্য ও অভিযোজন প্রক্রিয়া রক্ষার্থে আমাদের সচেতন হওয়া উচিত। প্রায় প্রতিবছর অতিরিক্ত গাছপালা কাটার কারণে এমনিতেই আমাদের দেশের আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। যার ফলে অধিক তাপমাত্রা বৃদ্ধি ও মেরু অঞ্চলে বরফ গলে পড়ছে। প্রতিদিন আমরা হুমকির মুখে পড়তেছি। তার মধ্যে দিয়ে থার্টিফার্স্ট নাইটে বিভিন্ন জায়গায় ডিজে পার্টি অনুষ্ঠান হয়। সেখানে উচ্চ শব্দে গান-বাজনার কারনে আশেপাশের লোকজন ঠিকমতো রাতে ঘুমাতেও পারে না। সে সঙ্গে আতশবাজি ও ফানুস পরিবেশের জন্য অনেক ক্ষতিকর। প্রতিবছর থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো, ফানুস ওড়ানো একটা রীতিতে পরিণত হয়েছে। সরকারের নানা বাধা নিষেধ থাকলেও তা মানছেন না কেউই। এর অন্যতম কারণ, বেশির ভাগ মানুষই জানেন না আতশবাজি পরিবেশের জন্য কতটা ক্ষতিকর।
অতীতের ঘটনা সম্পর্কে আমরা সকলেই অবগত আছি। ২০২১ সালে থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানোর কারণে ইতালির রোম শহরে কয়েক হাজার পাখি মরে রাস্তায় পড়ে ছিল। প্রতিটি পাখি হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল আতশবাজির বিকট শব্দের কারণে। বিভিন্ন সংবাদ পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে, পাখিগুলো ভয় পেয়ে বাসাবাড়িতে ঢুকে পড়েছিল। তাহলে ভেবে দেখুন একটি রাতের আনন্দ করতে আমরা কত বড় অন্যায় কাজে লিপ্ত হয়ে যাই। তাছাড়া ২০২১ সালেও থার্টিফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে রাজধানীর মহাখালী, খিলগাঁও ও মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এই ঘটনা গুলো কখনো ভুলে যাওয়ার মত নয়। তাই একটি রাতের জন্য শুধু শুধু টাকা নষ্ট করে পরিবেশের ক্ষতি করা উচিত নয়। এ ধরনের অসুস্থ প্রতিযোগিতা সমাজের জন্য ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে। এই একটি রাতকে কেন্দ্র করে বিভিন্ন ডিজে পার্টির উচ্চ শব্দ হৃদরোগ আক্রান্ত ব্যক্তিদের জন্য আরও যন্ত্রণাদায়ক। তাছাড়া গত বছরে বিভিন্ন জায়গায় নবজাতক শিশুরা আতশবাজির অতিরিক্ত শব্দের কারণে মারা গিয়েছিল।
এই সকল খবর শুনে চোখ দিয়ে অঝোরে পানি চলে আসে। কি লাভ হয় অন্যের ঘুম কেরে আমাদের একটি রাত আনন্দ করার। একটি রাতকে কেন্দ্র করে থার্টিফার্স্ট নাইট আতশবাজির অসুস্থ প্রতিযোগিতা তৈরি হয়। আসলে আতশবাজি প্রতিটি মানুষের জন্যই ক্ষতিকর। এতে ব্যবহার করা হয় কার্বন ও সালফার। এই দুটি মৌল পুড়ে তৈরি হয় কার্বন মনো–অক্সাইড, কার্বন ডাই-অক্সাইড ও সালফার ডাই-অক্সাইড। এই গ্যাসগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভয়াবহ ক্ষতিকর। কার্বন মনো–অক্সাইড গ্যাস বাতাসের মাধ্যমে আমাদের ফুসফুসে প্রবেশ করে রক্তে মিশে যায়। ফলে শরীরের রক্ত পরিবহনে সমস্যা দেখা দেয়। পাশাপাশি ফুসফুসের ক্যানসারের জন্যও দায়ী এই গ্যাস। শুধু মানুষ নয় কুকুর-বিড়াল থেকে শুরু করে সকল প্রাণীর জন্য হুমকি কারণ দাঁড়ায়। চিড়িয়াখানার অনেক পশু মারা যায়। সৃষ্টিকর্তা আমাদেরকে বিবেক এবং বুদ্ধি দান করেছেন, ভালো মস্তিষ্কের মানুষ কখনো এ সকল কাজে লিপ্ত হতে পারে না।
তাই আসুন আমরা সকলেই থার্টিফার্স্ট নাইট এর আতশবাজির ও ডিজে গানের অসুস্থ প্রতিযোগিতা থেকে বিরত থাকি এবং অন্যকে সাবধান করি। প্রকৃতিকে ভালোবাসি। একটি রাতকে কেন্দ্র করে আমরা যদি সকালেই অসুস্থ প্রতিযোগিতা হতে নিজেকে সরিয়ে নিতে পারি তাহলে পশুপাখি ও মানুষ ক্ষতিগ্রস্ত হতে কিছুটা রেহাই পাবে। আমি কেন অন্যের ক্ষতির কারণ হব। চেষ্টা করবো পশু পাখি এবং মানুষের উপকার করতে, আর তা না পারলেও ক্ষতি করব না। আমরা মানুষ মানুষের জন্য। এই মনোভাব সৃষ্টি করতে হবে। তাহলেই দেশ ও দেশের পরিবেশ বিষাক্ত মুক্ত হবে। আমার মনের কিছু কথা আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। এই ছিল আমার আজকের আয়োজন। ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ। 💞
বিভাগ | জেনারেল রাইটিং। |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | থার্টিফার্স্ট নাইট মানেই আতশবাজির অসুস্থ প্রতিযোগিতা। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
X-Promotion
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নতুন বছরকে বরণ করে নেবে এটা ভালোলাগার বিষয়। তাই বলে এতটা আসক্ত হয়ে উঠতে হবে পাগলের মত তার কোন মানে হয় না। সবকিছুর একটা লিমিট থাকে। যেখানে অত্যাধিক বোকামি পরিচয় দিবে সেখানে ক্ষতির কারণ থাকবে। নতুন বছর আমাদের সবার জন্য শুভ হোক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু আপনাকে সুন্দর মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এদের কে বোঝাবে কে বলেন ভাই। মোটামুটি সরকারের পক্ষ থেকেও নিষেধাজ্ঞা দেওয়া ছিল। কিন্তু তারপরও শুরু হয় এমন। বিশেষ করে ঢাকা শহরে ব্যাপারটা অতিরিক্ত হয়ে যায়। পাখিদের পাশাপাশি শিশু এবং বৃদ্ধদের অবস্থা শোচনীয় হয়ে যায় এই আতশবাজির শব্দে। এদের মানবিকতা বলতে কিছু নেই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঢাকা শহরে বিভিন্ন উৎসব পরিবেশ সৃষ্টি করে এই দিনে।মানসিকতার অভাব তাই এ ধরনের আচরণ বিরাজ করে। গুরুত্বপূর্ণ মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit