শুভ রাত্রি ,
আজ ০১ই সেপ্টেম্বর,
রবিবার ২০২৪ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম "আমার বাংলা ব্লগের" ফান meme টোকেন $PUSS Hold এর কনটেস্টে আমার অংশ গ্রহণ পোস্ট নিয়ে।"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম ফান Meme coin $PUSS সম্পর্কে আমরা ইতিমধ্যে সবাই যে কম বেশি জেনে গিয়েছি। সে সঙ্গে আমাদের কমিউনিটির প্রতিষ্ঠাতা দাদা সম্পর্কে আমরা সকলেই জানি। দাদার প্রতিটি উদ্যোগ এক কথায় অসাধারণ। দাদা এই কয়েন তৈরি করেছেন আমাদের মজার জন্য। দাদা যেহেতু কয়েন তৈরি করেছেন। এবং আমাদের সকলকে Hold করতে বলেছেন তাহলে আমি বাদ থাকবো কেন? তাই আজকে আমিও কিছু পরিমাণের $PUSS টোকেন কিনেছি এবং দাদার চলমান কন্টেস্টে অংশগ্রহণ করেছি। চলুন তাহলে $PUSS Hold করার ধাপ সমূহ দেখে নেওয়া যাক।
আমি প্রথমে Tronlink Pro অ্যাপস এ প্রবেশ করি।
Tronlink অ্যাপস এ প্রবেশ করার পর আমি Discover অপশনটিতে ক্লিক করি। তারপর সার্চ অপশনে দাদার শেয়ার করা $PUSS কয়েনের লিংক কপি করে পেস্ট করি। তারপর নিচে Go to অপশনে ক্লিক করি।
তারপর আমাদের সামনে $PUSS কয়েনের হোম পেজ আসবে। উপরে Listed on Sunswap লেখা দেখতে পাই, সে অপশনটিতে ক্লিক করি।
এবার নিচে একটি Connect wallet অপশনে ক্লিক করে আমার Tronlink অ্যাড্রেস Connect করে নেই। তারপর নিচে buy অপশন এবং sell অপশন দেখতে পাই। Enter the amount ঘরে 95 trx বসিয়ে Trade অপশনে ক্লিক করি।
এবার আমি Confirm Transaction করার জন্য Next বাটনে ক্লিক করি।
এবার আমি Enter Your Password খালি ঘরে Tronlink এর পাসওয়ার্ড দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করি।
আমার ট্রানজেকশন সফল হয়েছে তারপর আমি Confirm অপশনে ক্লিক করি।
এবার আমি Tronlink অ্যাপস এর নিচে আমার $PUSS Hold করা দেখতে পারছি। আমি বর্তমানে 15803.46 টি $PUSS Hold করেছি। আগামীতে আরও বৃদ্ধি করবো। আশাকরি সকলেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। আপনাদের সবার মতামত আশা করছি। আবারও দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞।
- আমার Tronlink Wallet Address:
UNQnVRLh49d1PzoK3xp2DUt2TY
বিভাগ | $PUSS Hold. |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | $PUSS Hold এর কনটেস্টে আমার অংশ গ্রহণ। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
ফটোগ্রাফার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
https://x.com/nazmulhasanbd01/status/1829984912549761315?t=FXgx-ely4-hn518fAFRplA&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কম বেশি আমরা সবাই পুশ হোল্ড করছি দেখে ভালো লাগছে।আপনার জন্য শুভ কামনা আশা করি ভালো কিছু অপেক্ষা করছে আমাদের জন্য।ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই, দুয়া করবেন আমার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit